ইতালি
ইতালি যাওয়ার পথে ট্রলারডুবিতে ফরিদপুরের ৪ যুবক নিখোঁজ
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবির ঘটনায় ফরিদপুরের দুই যুবককে জীবিত উদ্ধার হলেও এখনও চার যুবকের খোঁজ পায়নি পরিবার৷ তাদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন।
এসব যুবক আট থেকে ১০ লাখ টাকা খরচ করে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশে দেশ ছাড়ে।
গত রবিবার(১২ মার্চ) বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে লিবিয়া থেকে ৩০ ব্যক্তিকে নিয়ে ইতালি অভিমুখে যাত্রা করা নৌকাটি উল্টে যায়। এদের মধ্যে ১৭ জনকে সোমবার পর্যন্ত উদ্ধার করা হয়। যাদের সবাই অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি নাগরিক। তাদের সিসিলির শহর পোজালোতে রাখা হয়েছে। এদের মধ্যে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের নান্নু সররদারের ছেলে হৃদয় সরদার (২৫) ও আহমেদ ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২০) নামে দুজন রয়েছেন।
আরও পড়ুন: বিশ্বনাথে করবস্থান থেকে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আল আমিন মাতুব্বর (২০), সোবাহান মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২২), এসকেন মোল্লার ছেলে নাজমুল মোল্লা (২৩) ও সেকেন ব্যাপারীর ছেলে আকরামুল ব্যাপারী (২৭) নামে চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ আল আমীনের মা চামেলী বেগম বলেন, দুই মাস আগে তার ছেলে বিদেশ রওনা হয়। এরপর বিভিন্ন দেশ হয়ে গত বৃহস্পতিবার তাদের সাগর পাড়ি দিয়ে ইতালি নেয়ার জন্য ট্রলারে ওঠানো হয়।
তিনি জানান, দালাল চক্রের এক সদস্য কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মুরাদ ফকির (৩৬) গত সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরে ট্রলারডুবির পর আল আমিনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান।
চামেলী বেগম আরও বলেন, ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ছেলের সঙ্গে সবশেষ কথা হয়। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে মুরাদ চামেলী বেগমকে ইমোতে জানান, তাদের ইতালি যাওয়ার জন্য স্পিডবোটে উঠিয়ে দেয়া হয়েছে।
নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা জানান, গত ৫ জানুয়ারি ইতালির যাওয়ার জন্য ঢাকা যান তারা। এরপর ৮ জানুয়ারি দুবাই যান। দুবাইয়ে চার দিন থাকার পর মিশর হয়ে ১২ জানুয়ারি নাগাদ তারা লিবিয়া পৌঁছান। এরপর বৃহস্পতিবার তাদের ট্রলারে উঠিয়ে দেয়া হয়।
স্থানীয়রা জানান, দালাল চক্রের মুরাদ ফকিরের সঙ্গে ডাঙ্গী ইউনিয়নের মশাউজান গ্রামের ফরহাদ ফকির, বিলগোবিন্দপুর গ্রামের লিটন সরদার ও আবুল হোসেন এবং বাসাগাড়ি এলাকার কাদের মাতুব্বর নামে আরও চারজন রয়েছেন। মুরাদ ফকির লিবিয়া থাকেন। কিছুদিন আগে তিনি দেশে এসেছিলেন। ১৫ দিন আগে আবার লিবিয়া চলে যান।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, মুরাদ একজন মানবপাচারকারী। তিনি এ পর্যন্ত অন্তত ২০০ তরুণকে পাঠিয়েছেন। তিনি লোক পাঠিয়ে কয়েক কোটি টাকা আয় করেছেন। তার অবস্থা রাতারাতি ফুলে ফেঁপে উঠেছে। গ্রামে বড় বিল্ডিং করেছেন। এলাকায় তিনি ‘বিদেশে পাঠাইনা মুরাদ’ নামে পরিচিত।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, এসব বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগরে ট্রলারডুবির ঘটনায় ১৭ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি যাচ্ছিলেন। সোমবার ইতালি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে উপকূলে নিয়েছে।
ইতালির স্থানীয় সংবাদমাধ্যম এএনএসএর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া ১৭ অভিবাসন প্রত্যাশীর সবাই বাংলাদেশি নাগরিক। তাদের ইতালির সিসিলির শহর পোজালোতে রাখা হয়েছে।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, লিবিয়া থেকে ৩০ ব্যক্তিকে নিয়ে ইতালি অভিমুখে যাত্রা করা নৌকাটি গত রবিবার বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে এবং উল্টে যায়।
আরও পড়ুন: অবশেষে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠলো নিখোঁজ শিশুর লাশ
ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে আগুনে নিহত ১৯, নিখোঁজ ৩
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরকদের পুরস্কৃত করলো রোমে বাংলাদেশ দূতাবাস
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উপলক্ষে ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) চ্যান্সারিতে এক অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে ইতালি থেকে শীর্ষ রেমিট্যান্স প্রেরক হিসেবে এই পাঁচ বাংলাদেশি পুরস্কার পেয়েছেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রাপকদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং সনদপত্র ও ক্রেস্ট বিতরণ।
আলোচনা পর্বের শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আশিফ আনাম সিদ্দিক প্রবাসীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এই প্রেজেন্টেশনের বিষয় ছিল আইনি মাধ্যমে আরও রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা এবং এ ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা নিয়ে।
আরও পড়ুন: সব কূটনীতিকদের সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
পুরস্কারপ্রাপ্তরা কেউ কেউ ব্যক্তিগতভাবে এবং কেউ কেউ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। পুরস্কারপ্রাপ্তরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং তাদেরকে দেয়া স্বীকৃতির জন্য দূতাবাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আহসান মূল্যবান রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করে সকল পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে বিদেশে শ্রমিক পাঠানোর পথ সুগম হয়।
আহসান বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি প্রবাসীবান্ধব সরকার এবং সরকারের গৃহীত বড় পদক্ষেপগুলো তুলে ধরেন।
আহসান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকার আইনি অভিবাসনের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন- ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এর ডিরেক্টর লরেন্স হার্ট এবং জনতা এক্সচেঞ্জ (জেইসি) এসআরএল এর ডিরেক্টর জিওভানি ইম্বারগামো।
তারা উভয়েই প্রবাসীদের কল্যাণে এবং দেশের অভিবাসীদের অবদানের জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি দিবসটির বৈশ্বিক প্রেক্ষাপট ভাগ করে নেন।
'স্বতন্ত্র ক্যাটাগরিতে (পুরুষ) ২০২২ পুরষ্কারপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, মো. মাহফুজুল হক, উদ্দিন জিয়া এবং 'ব্যক্তিগত বিভাগে (নারী) হলেন আঁখি অ্যাগনেস গোমেস এবং মেহেনাস তাব্বাসসুম।
আইনি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকে উত্সাহিত করতে, রোমের বাংলাদেশ দূতাবাস ২০১৯ সালে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ চালু করেছে।
অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্তরা এবং তাদের পরিবারের সদস্যরা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত: পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা
ইতালির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইতালি বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার। ইতালিতে অনেক বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির এ্যাম্বাসেডর এনরিকো নুনজিয়াতা - এর সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ইতালির তৈরি শিল্প কল-কারখানার যন্ত্রপাতি এবং মেডিকেল মেশিনারিজ বাংলাদেশে প্রচুর ব্যবহার করা হয়। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার অনেক সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজ লাগাতে হবে।
আরও পড়ুন: মিজোরামের মন্ত্রীর সঙ্গে সীমান্ত বাণিজ্য নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বৈঠক
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
অনেকগুলোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে অনেকগুলো কারখানা উদ্বোধন করা হয়েছে।
ফরেন ডাইরেক্ট ইনভেষ্ট(এফডিআই) এর ক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশে কম খরচে দক্ষ জনশক্তি ব্যবহার করার সুযোগ রয়েছে। এখানে কম খরচে বিশ্বমানের পণ্য উৎপাদন করা সম্ভব।
ইতালি বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে। উভয় দেশের ব্যবসায়ীগণ পারস্পরিক দেশ সফর করে বিনিয়োগের ক্ষেত্র নির্বাচন করতে পরেন। বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে প্রয়োজনীয় সবধরনের সুবিধা প্রদান করবে।
ঢাকায় নিযুক্ত ইতালির এ্যাম্বাসেডর এনরিকো নুনজিয়াতা বলেন, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনে বেশ সফল হয়েছে। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ ভালো ব্রান্ড। বাংলাদেশের তৈরি পোশাক ইতালিতে বেশ জনপ্রিয়।
ইতালির অনেক পণ্য বাংলাদেশ আমদানি করে। উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উভয় দেশের পর্যটক বিনিময় হতে পারে। ইতালি সরকার পর্যটনের বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে থাকে।
উল্লেখ্য, এখন উভয় দেশের চলমান বাণিজ্যের পরিমান দুই লাখ ২৬ হাজার দুই দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। গত ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পণ্য ইতালিতে রপ্তানি করে এক লাখ ৭০ হাজার আট দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৫৫৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
বাণিজ্যমন্ত্রী এলডিসি গ্রাজুয়েশনের পর জিএসপি ইস্যুতে বাংলাদেশের পক্ষে ইতালির সমর্থন প্রত্যাশাও করেন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ‘যৌক্তিক’: বাণিজ্যমন্ত্রী
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনিকে শেখ হাসিনার শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জর্জিয়া মেলোনিকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীকে এক চিঠিতে উল্লেখ করেন, ‘ইতালীয় প্রজাতন্ত্রের মন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আপনার নিয়োগের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে সত্যিই খুব আনন্দ হচ্ছে।’
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেখ হাসিনা ইতালির বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কারণ তারা মেলোনির দূরদর্শী নেতৃত্বে ঐতিহাসিক ম্যান্ডেটের পক্ষে ভোট দিয়েছেন এবং ইতালির ইতিহাসে তাদের প্রথম নারী নেতা হিসেবে তাকে নির্বাচিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইতালি আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির একটি বিস্তৃত পথ খুঁজে পাবে।’
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালির মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে সাধারণ অবস্থানের ওপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা আরও সম্ভাবনাময় খাত যেমন কৃষি, আইসিটি, সিভিল এভিয়েশন এবং উৎপাদন শিল্পে বিদ্যমান সম্পর্ককে আরও প্রসারিত ও শক্তিশালী করতে আগ্রহী।’
আরও পড়ুন: নির্বাচনে জয়ের জন্য জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানালেন মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি এখনই সময় এসেছে সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার। এই বিষয়ে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
শেখ হাসিনা মেলোনিকে তার সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি জর্জিয়া মেলোনিকে তার সুস্বাস্থ্য ও সুখ এবং ইতালির বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন।
ইতালির ডানপন্থী ঘরানার দল ব্রাদার্স অব ইতালি-এর ব্যানারে নির্বাচিত এই নেতা অফিস শুরু করেন ২২ অক্টোবর।
আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রীর জাপান সফর: বিনিয়োগ ও বড় প্রকল্পে অর্থায়ন খুঁজবে বাংলাদেশ
বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালি যাচ্ছেন কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
আরও পড়ুন: আমাদের প্রশাসনের ব্যর্থতা নিশ্চয়ই আছে: কৃষিমন্ত্রী
‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’- এই প্রতিপাদ্যে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সম্মেলন।এছাড়া, কৃষিমন্ত্রী সেখানে (রোমে) ‘বিনিয়োগ সম্মেলনে’- অংশগ্রহণ করবেন।
কৃষিখাতের রূপান্তরে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা। সেজন্য, এফএও ১৮-১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলনের’ আয়োজন করেছে।
আগামী ২২ অক্টোবর কৃষিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: কিছু অসাধু ব্যবসায়ী স্থানীয়ভাবে দাম বাড়িয়ে অস্থিরতা তৈরি করেছে: কৃষিমন্ত্রী
সারের দাম বেশি নিলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে: কৃষিমন্ত্রী
ছুটির দিনের সকালে ঢাকার বাতাসের মান ‘ভালো’
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু মানের শহরের তালিকায় ৪৪তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার সকাল সাড়ে ৯টায় বায়ুর গুণমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ৩৭।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শুন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
পাকিস্তানের করাচি, ইতালির মিলানো এবং সার্বিয়ার বেলগ্রেড যথাক্রমে ১৫৯, ১৫৭ এবং ১৫৭ একিউআই স্কোর নিয়েতালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।
একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা ‘গ্রহণযোগ্য’ বা ‘মধ্যম’ বলে বিবেচিত হয়। তবে, বায়ু দূষণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল মানুষের জন্য এ বায়ু মাঝারি স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। এছাড়া ১০১-২০০ এর মধ্যে থাকলে ওই বায়ুকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
পড়ুন: ঢাকার বাতাসের মান ‘গ্রহণযোগ্য’
এছাড়া এ মান ২০১-৩০০ এর মধ্যে থাকলে বায়ুকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
দৈনিক বায়ুর গুণমান রিপোর্ট করার জন্য একটি সূচক হলো একিউআই। একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা নিরাপদ বা দূষিত এবং এ বায়ু তাদের স্বাস্থ্যের ওপর কিরকম প্রভাব ফেলবে সরকারি সংস্থাগুলো জনগণকে তা জানাতে একিউআই ব্যবহার করে।
বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ এবংপিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।
দীর্ঘদিন ধরে ঢাকা বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়।
শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ, রাস্তাঘাট, ইটভাটা এবং অন্যান্য উৎস থেকে দূষক কণা ব্যাপকভাবে নিঃসরণের কারণে শহরের বায়ুর গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।
বায়ু দূষণ ক্রমাগতভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং বন্ধ্যাত্ব সৃষ্টির শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। বেশ কয়েকটি গবেষণায় জানা যায়, দীর্ঘদিন ধরে দূষিত বায়ুতে শ্বাস নেয়ার ফলে মানুষের হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর মতে, বায়ু দূষণের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ যেমন-স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
পড়ুন: বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা
ইতালিতে ভোট: ঐতিহাসিক জয়ের পথে কট্টর ডানপন্থী মোলোনি
ইতালিতে ভোটে ঐতিহাসিক জয়ের পথে কট্টর ডানপন্থী জর্জিয়া মোলোনি। ইউরোপের সংকটময় সময়ে ইতালির ডানপন্থী রাজনীতিকে তীব্রভাবে এগিয়ে নিতে রবিবার ভোট দিয়েছে দেশটির নাগরিকরা। যা ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার আকাশচুম্বী জ্বালানি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় পশ্চিমাদের সংকল্পের অনুসরণ করে।
দেশটিতে স্থানীয় সময় রবিবার সকাল ৭টায় ভোট শুরু হয় এবং দুপুর নাগাদ শেষ হবে। যা ২০১৮ সালে ইতালির শেষ সাধারণ নির্বাচনের একই সময়ের তুলনায় ভোটের পরিমাণ ছিল সমান বা সামান্য কম। ভোট গ্রহন বন্ধ হওয়ার পরপরই স্থানীয় সময় রাত ১১টায় কাগজের ব্যালট গণনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার সকালে আংশিক ফলাফল প্রকাশ হতে পারে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর
দেশটিতে নির্বাচনের আগে দুই সপ্তাহের মধ্যে জনমত জরিপ ও প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তার আগে জরিপগুলো দেখিয়েছে নব্য-ফ্যাসিস্ট কট্টর-ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি এবং তার ব্রাদার্স অব ইতালি পার্টি সবচেয়ে জনপ্রিয়। ইতালীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ডানপন্থী সরকারকে ক্ষমতায় আনতে ভোট দেয়ার জন্য প্রস্তুত ছিল। পিছনে ছিলেন সেন্ট্রাল লেফট ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন প্রধানমন্ত্রী এনরিকো লেটা।
রবিবার সকালে এক টুইট বার্তায় মেলোনি বলেন, ‘আজ আপনারা ইতিহাস লিখতে সাহায্য করতে পারেন’।
তিনি ব্যালটবক্সের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে একটি পোস্ট করেছেন। আর লিখেছেন ‘ভালো, ভোট দিন’
আরও পড়ুন: আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষে ৯৯ সেনা নিহত
মেলোনি অভিবাসী বিরোধী লীগ নেতা মাত্তেও সালভিনি এবং সিলভিও বারলুসকোনির সঙ্গে একটি ডানপন্থী জোটে রয়েছেন। বারলুসকোনি ইতালির তিনবারের প্রধানমন্ত্রী এবং তিন দশক আগে ফোরজা ইতালিয়া দলের প্রধান ছিলেন। ইতালির জটিল নির্বাচনী আইন ডেমোক্র্যাটদের সুবিধাবঞ্চিত করে। কারণ তারা জনপ্রিয় বামপন্থী এবং সেন্ট্রাল লেফট ডেমোক্রেটদের সঙ্গে একইভাবে বড় জোট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
মেলোনি প্রধানমন্ত্রী হলে তিনিই হবেন ইতালির প্রথম নারী যিনি এই পদে অধিষ্ঠিত হবেন। তবে একটি কার্যকর ক্ষমতাসীন জোট হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
প্রায় পাঁচ কোটি এক লাখ ভোটার ছিল। যদিও জরিপকারীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে রেকর্ড-সেটিং সর্বনিম্ন ৭৩ শতাংশের চেয়েও কম ভোটার হতে পারে। তারা বলে যে ইউরোপের অনেক সংকট সত্ত্বেও, অনেক ভোটার রাজনীতি থেকে বিচ্ছিন্ন বোধ করেন। যেহেতু ইতালিতে তিনটি জোট সরকার ছিল, তাই গত নির্বাচনে প্রত্যেকটি জোট এমন একজনের নেতৃত্বে ছিল, যিনি প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আরও পড়ুন: রাশিয়ার ৩টি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিল জার্মানি
ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এরমধ্য দিয়ে ১৭ মাস দায়িত্বে থাকার পর তার জাতীয় ঐক্য সরকারের অবসান ঘটল।
প্রেসিডেন্টের সেক্রেটারি জেনারেল উগো জাম্পেত্তির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা মারিও দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট (পদত্যাগের বিষয়টি) অবগত হয়েছেন।’
আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
গৃহস্থালি পণ্যের আড়ালে ইতালি থেকে আগ্নেয়াস্ত্র এলো চট্টগ্রাম বন্দরে
চট্টগ্রাম বন্দরে অত্যাধুনিক দুটি এইট এম এম পিস্তল ও ৬০টি কার্তুজ বুলেট উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ইতালি থেকে আসা একটি কার্টন থেকে এসব অস্ত্র জব্দ করেন তারা।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী বলেন, ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে এসব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার
তিনি বলেন, আরও দুটি প্লাস্টিকের তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেগুলো খেলনা পিস্তল হতে পারে বলে তারা ধারণা করছেন।
নথি অনুযায়ী, চালানটি ইতালির রোম থেকে এসেছে। রাজীব বড়ুয়া নামে এক বাংলাদেশি প্রবাসী চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে চালানটি পাঠিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহৃত ৪ জেলে উদ্ধার, ৫ জলদস্যু গ্রেপ্তার
গ্রিসে ফেরিতে আগুনে নিখোঁজ ১২ জনের সন্ধান অব্যাহত
ইতালি যাওয়ার পথে আয়োনিয়ান সাগরে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছে। শনিবার তাদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে গ্রিসের উদ্ধারকারী দল।
শুক্রবার ‘ইউরোফেরি অলিম্পিয়া’ নামক ফেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯০ জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ছিল। আগুন নেভানোর জন্য সারা রাত কাজ করেছে দেশটির ফায়ার সার্ভিস ইউনিট।
গ্রিক কোস্ট গার্ড ও অন্যান্য নৌকার ক্রুরা প্রায় ২৮০ জনকে গ্রিক দ্বীপ কর্ফুতে নিরাপদে সরিয়ে নিয়েছে। তবে ফেরি থেকে তালিকাভূক্ত নয় এমন এক যাত্রীকে উদ্ধারের পর কর্তৃপক্ষ ১১ থেকে ১২ জনকে সম্ভাব্য নিখোঁজ হিসেবে বিবেচনা করছে।
আরও পড়ুন: ইউক্রেনে হামলা চালালে রাশিয়া বাজার ও প্রযুক্তি পণ্য অবরোধের মুখে পড়বে
দেশটির নৌপরিবহন মন্ত্রী জিয়ানিস প্লাকিওটাকিস বেসরকারি স্কাই টেলিভিশনকে বলেছেন, একটি শক্তিশালী উদ্ধার ও অগ্নিনির্বাপণের প্রচেষ্টা এখনও চলছে। যেমন নিখোঁজ ১২ জনের সন্ধান চলছে যার মধ্যে তিনজন গ্রিক। তাদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।
অন্য নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই বুলগেরিয়ার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আলবেনিয়া, তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস, ইতালি ও লিথুয়ানিয়ার নাগরিক রয়েছেন।
ইতালীয় বন্দর ব্রিন্ডিসির উদ্দেশ্যে ফেরিটি উত্তর-পশ্চিম গ্রীসের ইগোমেনিত্সা বন্দর ছেড়ে যাওয়ার তিন ঘণ্টা পরে আগুনের সূত্রপাত হয়। ফেরিতে ১৫৩টি ট্রাক ও ৩২টি গাড়ি ছিল।