নবজাতক উদ্ধার
হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার
নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে চার দিনের নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, রবিবার রাত ৮টার দিকে দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন হাসপাতালের সিড়ি থেকে অজ্ঞাত নবজাতককে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতা ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধপত্র লিখে দিয়ে যান।
আরও পড়ুন: খুলনায় কাপড়ের ব্যাগে মিলল নবজাতক
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ওই শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে, সুস্থ আছে। সার্বক্ষণিক তার দেখাশুনার জন্য লোক রাখা হয়েছে।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি কার এবং কারা তাকে নতুন ভবনের নির্জন স্থানের সিঁড়িতে ফেলে গেছে এই বিষয়ে কাউকে এখনো শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে নবজাতক উদ্ধার!
হাসপাতালের সিসি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে লে তিনি জানান।
৯৫৪ দিন আগে
খুলনায় কাপড়ের ব্যাগে মিলল নবজাতক!
খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং এলাকার আর লাইন মসজিদের সামনে থেকে কাপড়ের ব্যাগের ভেতরে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মসজিদ সংলগ্ন পাশের বাসার এক জনৈক নারী একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। এরপর তিনি ঘর হতে বের হয়ে দেখেন তার বাসার সামনে একটি কাপড়ের ব্যাগের ভেতর কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছেন। তাৎক্ষণিক তিনি ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ নবাজাতকে উদ্ধার করে।
আরও পড়ুন: ত্রিশালে দুর্ঘটনা: বেঁচে যাওয়া নবজাতকের অভিভাবককে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ
খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, সোমবার দুপুরে নবজাতক শিশুটিকে উদ্ধার করে শারিরীক পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ আছে জানার পরে নগরীর মহেশ্বরপাশায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
মহেশ্বরপাশা ছোটমনি নিবাসের সহকারী তত্ত্ববধায়ক বিজন কৃষ্ণ শিকদার জানান, এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচয়হীন অনেক শিশুই থাকে। তাদের রক্ষণাবেক্ষণের জন্য সুনির্দিষ্ট জনবল আছে। এই শিশুটিও তেমনিভাবে থাকবে।
আরও পড়ুন: হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে নবজাতক উদ্ধার!
খালিশপুর থানা পুলিশ ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কাছে উদ্ধার হওয়া নবজাতককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করেছেন।
৯৭৪ দিন আগে
নাটোরে গমখেত থেকে নবজাতক উদ্ধার
নাটোরের লালপুরে গমখেত থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাধাকান্তপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বর্তমানে শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: ৯৯৯’এ কল: রাস্তায় ফেলে যাওয়া নবজাতক উদ্ধার
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, সকালে উপজেলার রাধাকান্তপুর এলাকার স্থানীয় একটি মাজার সংলগ্ন গমখেতে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে নড়াচড়া করতে দেখেন বাবুল হোসেন নামে এক কৃষক। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাড়ি নিয়ে যান। বাড়িতে প্রাথমিক পরিচর্যার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটি সুস্থ রয়েছে এবং উদ্ধারকারী ব্যক্তির পরিবারের জিম্মায় হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে।
১০৯৭ দিন আগে
চট্টগ্রামে ফুটপাত থেকে নবজাতক উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার জিইসি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ফুটপাতে পড়েছিল সদ্য জন্ম নেয়া এক নবজাতক।
খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পরিচয়হীন ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আরও পড়ুন:সিলেটে কবরস্থানের পাশের ড্রেনে মিলল নবজাতকের লাশ
স্থানীয় বাসিন্দা ও একটি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা আল আমিন বলেন, রাত ১টার দিকে বাসার নিচে হইচই শুনে রাস্তায় নেমে এসে দেখি প্রিমিয়ারের সামনের ফুটপাতে সদ্য জন্ম নেয়া একটা ফুটফুটে বাচ্চা পড়ে আছে। তাৎক্ষণিক ফোন দেই জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯—এ। সেখান থেকে সিএমপির চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে সংযুক্ত করে দিলে আমি তাকে ঘটনা বলার মিনিট দশেকের মধ্যেই ওসি তার ফোর্স নিয়ে হাজির হন। তারা সেখান থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: কন্যা শিশু জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার
চকবাজার থানার ওসি মো. আলমগীর বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে আমি সাথে সাথে নবজাতকটিকে উদ্ধার করতে যাই। এরপর সদ্যপ্রসূত ওই কন্যাসন্তানকে হাসপাতালে ভর্তি করে দেই। বাচ্চাটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারা বাচ্চাটি রেখে গেছেন সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যদি বাচ্চাটির কোনো অভিভাবক পাওয়া না যায়, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: কন্যা শিশু জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার
১৪৩২ দিন আগে
ঝিনাইদহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
ঝিনাইদহে রাস্তার পাশ থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
১৬৮৫ দিন আগে