শেরে বাংলা এ কে ফজলুল হক
জনগণের বন্ধু বঙ্গবন্ধু
একজন নারী বা পুরুষের জন্য ‘এক রাজনীতিময় জীবনযাপন’ করার মানে কী? এটা কী একজনের বড় ঘটনার মাঝে বা সামনে থেকে সেগুলোকে আকৃতি দেয়া এবং তা করে জাতির নিয়তির গতিপথে পরিবর্তন আনা? এটা কী একজনের ছলনায় জড়িয়ে, ষড়যন্ত্রের অসৎ সঙ্গী হয়ে বিরোধী পক্ষকে চেপে ধরা ও মিত্রদের উদ্দেশ্যকে সামনে এগিয়ে নেয়া এবং চূড়ান্তভাবে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া? অথবা এটা কী একজনের সামনে আসা ইতিহাসের সাক্ষী হওয়া, স্বাভাবিক অবস্থার যাতে বড় কোনো ক্ষতি না হয় সে জন্য নিজের কাজ করে যাওয়া এবং প্রধানত পরিস্থিতির ওপর শাসন বা প্রভাব না খাটিয়ে কেবল বয়ে যাওয়া?
৪ বছর আগে