প্রসব
ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম
ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক নারী।
সোমবার বিকাল ৪টার দিকে শহরের হায়দার ক্লিনিকে সি-সেকশনের (অপারেশন) মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় একসাথে ১০ সন্তান জন্মদানের দাবি নিয়ে ধোঁয়াশা
সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
আরও পড়ুন: মরক্কোতে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব!
গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন।
বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। সালমা আক্তারের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: কন্যা সন্তান জন্ম দেয়ায় তাড়িয়ে দিল স্বামীর পরিবার: নবজাতকের মায়ের মামলা
আনোয়ার হোসেন আরও বলেন, এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনও সমস্যা হবেনা।
ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালের সিঁড়িতেই সন্তান জন্ম!
হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।
৩ বছর আগে
চলন্ত ট্রেনে সন্তান প্রসব
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে করে দিনাজপুর যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বা নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
বর্তমানে ওই মাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সন্তান প্রসবকারী মুক্তি পারভিন (২৫) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ হাজীপাড়া গ্রামের মুনসুর আলীর স্ত্রী।
সিলেটে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি
রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশন থেকে দিনাজপুর যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেসে সন্তান প্রসব করেন মুক্তি পারভিন।
ট্রেনে এ নতুন অতিথির আগমনে আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি নির্ধারিত সময়ের ১৩ মিনিট পর দিনাজপুর স্টেশন ছেড়ে যায়।
মুক্তির স্বামী মুনসুর আলী জানান, এটা তাদের দ্বিতীয় সন্তান। তাদের ২ বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে। তিনি সন্তানসম্ভবা স্ত্রীকে দিনাজপুর মিশন হাসপাতালে চিকিৎসা করাতেন। আগামী ৮ এপ্রিল সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। তাই রবিবার সকালে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে স্ত্রী মুক্তি পারভিনের প্রসব বেদনা শুরু হয়। এ সময় ট্রেনে থাকা নারী যাত্রীদের সহায়তায় মুক্তি পারভিন নিরাপদে নরমালি সন্তান প্রসব করেন।
সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ
তিনি জানান, ট্রেন এসে দিনাজপুর স্টেশনে পৌঁছালে স্টেশন সুপারিন্টেনডেন্ট জিয়াউর রহমান সিদ্ধান্ত দেন, প্রসূতি মা ও নবজাতক নিরাপদ না হওয়া পর্যন্ত ট্রেন দিনাজপুর স্টেশন ছেড়ে যাবে না। পরে জিআরপি পুলিশ, স্টেশন মাস্টার নারগিস বেগম ও স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর সহযোগিতায় মা ও নবজাতককে সযত্নে ট্রেন থেকে নামানো হয়। বিনা ভাড়ায় অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।
এছাড়া হাসপাতালের পক্ষ থেকে প্রসূতি মা ও নবজাতক মেয়ে মিতালীকে এক গুচ্ছ ফুল, ডালাভর্তি ফল, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও নতুন জামা কাপড় উপহার দেয়া হয়েছে।
এ বিষয়ে স্টেশন মাস্টার জিয়াউর রহমান বলেন, `আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে মা ও শিশুকে নিরাপদে হাসপাতালে ভর্তি করিয়েছি।‘
ইঞ্জিন লাইনচ্যুত: গাজীপুরে দেড় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
কোটচাঁদপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ১০ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
হাসপাতালের ডাক্তার সোহেল রানার বরাত দিয়ে মনসুর আলী জানান, প্রসূতি মা ও নবজাতক মিতালীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই সুস্থ রয়েছেন।
৩ বছর আগে
চাঁদপুরে একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
চাঁদপুরের কচুয়া উপজেলায় একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন মারুফা বেগম (২২)নামে এক গৃহবধূ।
৪ বছর আগে