টাকা ফেরত
প্রতারিত পারুল বেগমের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর
তানোরের পোস্ট মাস্টার দ্বারা প্রতারিত পারুল বেগমের গচ্ছিত দুই লাখ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইতোমধ্যে প্রতিমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর।
তানোর পোস্ট অফিসে গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় রবিবার (২৩ জুন) পলকের উপস্থিতিতে রাজধানীতে একটি বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: বিটিসিএলের সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে: পলক
ডাক অধিদপ্তরের তানোর উপজেলা পোস্ট অফিসে পারিবারিক সঞ্চয়পত্রে টাকা জমা রেখে তা ফেরৎ না পাওয়ায় পারুল বেগমের আত্মহত্যার চেষ্টা-বিষয়ক যমুন টিভি এবং সময় টিভিতে সম্প্রচারিত প্রতিবেদন প্রতিমন্ত্রী পলকের নজরে আসে।
এরপর ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ায় অধিদপ্তর থেকে জানানো হয়, পারুল বেগম তানোর উপজেলা ডাকঘরে দুই লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র কেনেন। সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় মুনাফা লাভের আশায় উপজেলা পোস্ট মাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর কাছে ওই টাকা জমা রাখেন এবং মাসে মাসে যথারীতি আগের মতোই মুনাফা গ্রহণ করে আসছিলেন। কিন্তু দ্বিতীয়বারে ২ লাখ টাকা জমা রাখার সময় তিনি অফিশিয়ালি কোনো সঞ্চয়পত্র কেনেননি, এমনকি পোস্ট অফিসে এফ ডি, এসবিতেও টাকা জমা রাখেননি। পারস্পরিক বিশ্বাসের ওপর নির্ভর করে তিনি আর্থিক লেনদেন করেন মাত্র। যেহেতু পারস্পরিক বিশ্বাসে টাকা জমা রেখেছেন, সেক্ষেত্রে এর দায় ডাক বিভাগের ওপর বর্তায় না।
তা সত্ত্বেও সংশ্লিষ্ট পোস্ট মাস্টারের কাছ থেকে টাকা আদায় করে ভুক্তভোগীকে ফেরত দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ১৫ বছরে চলনবিল অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: পলক
এ ছাড়াও বাংলাদেশের সব পোস্ট অফিসে এমন অসঙ্গতি খুঁজে বের করে তা প্রতিহত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি রশিদ ব্যতীত যেন কেউ কোন টাকা লেনদেন না করেন, সেই বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পলক বলেন, ‘ডাক বিভাগের অসৎ কর্মীদের জন্য গোটা ডাক পরিবার ও এর সব সদস্যের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখতে ও দেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বজায় রাখতে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। অসৎ ও অন্যায়কারীদের প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘পারুলের কান্না ডাক বিভাগের দায়বদ্ধতার বিষয়। ডাক বিভাগ যেন আর কোনো পারুল বেগমের কান্নার কারণ না হয়, তাই আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে।’
‘আমরা চাই আমাদের ডাক বিভাগের সেবার মান বৃদ্ধি ও সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করে দেশের নাগরিকদের সেবা দিতে এবং গ্রামবাংলার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে।’
আরও পড়ুন: বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রী পলকের
৫ মাস আগে
সিলেটে টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে প্রার্থীর মামলা!
সিলেটের গোলাপগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ায় এক প্রার্থী ৬৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন। নির্বাচন হয়ে যাওয়ার প্রায় আড়াই মাস পর রবিবার (১ জানুয়ারি) সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে তিনি মামলাটি করেন।
ওই প্রার্থীর নাম মুজিবুর রহমান চৌধুরী। তিনি পেশায় অ্যাডভোকেট। তিনি গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করেছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন।
তিনি জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
জানা গেছে, ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনে ভোটের আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি।
অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ৬৬ জনকে। যারা সকলেই তার নির্বাচনী এলাকার ভোটার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি।
মামলায় তিনি তার দেয়া টাকা ফেরত না পাওয়ায় তাদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মামলার এজাহারে তিনি টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি। সেখানে বিভিন্ন অজুহাতে ভোটাররা টাকা নিয়েছেন বলে দাবি করেছেন।
আরও পড়ুন: মিথ্যা নারী নির্যাতন মামলা করায় উল্টো বাদী গ্রেপ্তার
উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহতের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে
স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন ‘স্যামসাং প্রমিজ’
ক্রেতাদের সুবিধার্থে ও তাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে স্যামসাং ইলেকট্রনিকস ‘স্যামসাং প্রমিজ’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ক্রয়কৃত টিভি ফিরিয়ে দিতে চাইলে ৬০ শতাংশ টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
৪ বছর আগে