করোনায় বয়াতিরা কেমন আছে
ভালো নেই গাইবান্ধার পথের বয়াতিরা
কণ্ঠে সুরের যাদুকরী মূর্ছনার সাথে দোতারা ও ঢোলের ছন্দে গাইবান্ধার হাট-বাজার ও চায়ের দোকান আর জমে না। সুর, তাল, লয় ও ছন্দ সবই রয়েছে আগের মতো, কিন্তু করোনার কারণে শ্রোতা না থাকায় আগের মতো রোজগার নেই। ফলে নিদারুণ কষ্টে দিনানিপাত করছেন গাইবান্ধার বয়াতিরা।
১৯৩৬ দিন আগে