সাধারণ ক্ষমা
বিদ্রোহী প্রার্থীদের সাধারণ ক্ষমা আ.লীগের
আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেন। এর বাইরে কেউ থাকলে তারাও আবেদন করতে পারবে।’
কাদের আরও বলেন যে ৩০ লাখ টাকা কমিয়ে দলীয় কাউন্সিলের বাজেট তিন কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতক্ষীরায় আ’লীগের ৯ নেতা-কর্মী বহিষ্কার
ইউপি নির্বাচন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতকানিয়ায় ১৮ জনকে আ’লীগ থেকে বহিষ্কার
২ বছর আগে
পাচার হওয়া অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আমরা সাধারণ ক্ষমা ঘোষণার কথা ভাবছি।’
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরপর দুই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, সংসদে জাতীয় বাজেট পেশের আগে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আরও ঘোষণা দেবে।
আরও পড়ুন: বাংলাদেশের অর্থ পাচারকারীদের তালিকায় তারেক শীর্ষে: ওবায়দুল কাদের
সাধারণ ক্ষমার বিষয়টি জাতীয় বাজেটে প্রতিফলিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘এ উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নেবে এবং সার্কুলারের মাধ্যমে ঘোষণা করবে। তবে জাতীয় বাজেট সংসদে পেশ করার আগে আমরা এ বিষয়ে কোনো ঘোষণা দিতে চাই না।’
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে কোনো ব্যক্তিকে পূর্ব ঘোষণা ছাড়াই বিদেশ থেকে পাঁচ হাজার পর্যন্ত মার্কিন ডলার আনতে দেয়া হবে এবং অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না; এ বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
কামাল বলেন, মূলত দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে।
তবে কী পরিমাণ টাকা পাচার হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেন, ‘আমি আপনাকে কোন ধারণা দিতে পারছি না কত টাকা পাচার হয়েছে। তবে আমরা গণমাধ্যম এবং অন্যান্য সরকারি ও বেসরকারি উত্স থেকে তথ্য সংগ্রহ করি।’
আরও পড়ুন: কারা অর্থ পাচার করে জানি না, একটি তালিকা আমাকে দেন: অর্থমন্ত্রী
তিনি বলেন, বিভিন্ন দেশ কর অব্যাহতির মতো সাধারণ ক্ষমা ঘোষণা করছে। ‘আমরাও তাই ভাবছি।’
অর্থমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যারা অর্থ পাচার করেছে তারা সরকারের সাধারণ ক্ষমার সুবিধা নেবে। কেননা এটি তাদের জন্য একটি ভালো সুযোগ।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলারের সংকট রয়েছে। ‘কিন্তু এটি এমন পর্যায়ে নয় যা আমাদের আমদানিকে বাধাগ্রস্ত করবে। আমদানি ব্যবসা চালানোর জন্য আমাদের রিজার্ভে পর্যাপ্ত ডলার আছে।’
২ বছর আগে
করোনাভাইরাস: ইউএইতে ভিসার সাধারণ ক্ষমার মেয়াদ ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ল
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসকারীদের মধ্যে যাদের ভিসা মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়েছে, তাদের জরিমানা ছাড়াই সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানো হয়েছে।
৪ বছর আগে