কিশোরী উদ্ধার
নড়াইলে বাল্যবিয়ের ভয়ে পলাতক, ২১ দিন পর বান্ধবীর বাড়ি থেকে কিশোরী উদ্ধার
নড়াইলের সদর উপজেলায় বাল্যবিয়ের ভয়ে বাড়ি থেকে পালানোর ২১ দিন পর বান্ধবীর বাড়ি থেকে এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
ওই কিশোরী নড়াইল সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই কিশোরী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। এরপরে সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশের একাধিক টিম ওই কিশোরীর সন্ধানে অনুসন্ধানের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় পরীক্ষার্থীর অবস্থান শনাক্ত করেন। পরে পুলিশ শুক্রবার (৭ এপ্রিল) জান্নাতি নামের এক মেয়ে বান্ধবীর বাড়ি থেকে নিখোঁজ ওই কিশোরীকে উদ্ধার করে।
নড়াইল পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ জিডির পরপরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি।
তিনি বলেন, ওই কিশোরীর পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। তিন্তু সে পড়াশোনা করতে চায়, তাই বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ওই পরীক্ষার্থীকে তার মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পরিবারকেও সতর্ক করা হয়েছে তাকে যেন বাল্যবিয় না দেওয়া হয়।
আরও পড়ুন: ৯৯৯: জাতীয় জরুরি সেবায় ফোন, কিশোরী উদ্ধার
মোবাইলে মেসেজে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ২
৯৯৩ দিন আগে
অপহরণের ২ দিন পর ফরিদগঞ্জে ২ কিশোরী উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে।
১৯৫৫ দিন আগে