এনটিভি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এনটিভির সাংবাদিক আবু তৈয়ব গ্রেপ্তার
এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা থানা পুলিশ নগরীর নূর নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক আনাস মারা গেছেন
এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ সালের ২৫ (২)/২৯/(১) ৩১ (২) ধারায় খুলনা থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সাংবাদিক আবু তৈয়বের গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করে জানান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের কারণে মঙ্গলবার বিকাল ৪টার দিকে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজ ফটোসাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার
৩ বছর আগে
করোনায় এনটিভির যুগ্ম বার্তা সম্পাদকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ মারা গেছেন।
৪ বছর আগে