পবিত্র আশুরা
পবিত্র আশুরা আজ
সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পবিত্র আশুরা পালিত হচ্ছে।
হিজরি ৬১ সনের এই দিনে হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমুন্নত রাখতে মহানবী (সা.) এর দৌহিত্র হযরত ইমাম তাঁর পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ কারবালার মরুভূমিতে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।
আশুরা উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটির দিন।
দিবসটি উপলক্ষে শিয়া সম্প্রদায়ের সদস্যরা শহরে তাজিয়া মিছিল বের করবে।
পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে একটি তাজিয়া মিছিল শুরু হবে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।
পবিত্র আশুরা নির্বিঘ্নে পালন নিশ্চিত করতে ইমামবাড়া হোসেনী দালান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিগত বছরের মতো এবারও পবিত্র আশুরার অনুষ্ঠানস্থলে ব্যাগ, ধারালো অস্ত্র বা দাহ্য বস্তু বহনকারী কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
এদিন নগরবাসীকে আতশবাজি পোড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পড়ুন: পবিত্র আশুরা পালিত হবে মঙ্গলবার
২ বছর আগে
পবিত্র আশুরা পালিত
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলিম ধর্মাবলম্বিরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুক্রবার পবিত্র আশুরা পালন করেছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে সব ধরনের তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ থাকলেও শিয়া সম্প্রদায়ের নিজস্ব উপাসনালয়ের ভেতরেই কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণ করা হয়।
মুসলিম ধর্মাবলম্বিদের মহানবী হযরত মুহাম্মদের (স.) দৌহিত্র ইমাম হোসেন (রা.) হিজরি ৬১তম বর্ষের ১০ মহররমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।
দিনটি স্মরণে শুক্রবার সকাল থেকে শত শত নারী, পুরুষ ও শিশু পুরান ঢাকার ইমামবাড়া বা হোসনী দালান চত্বরে জড়ো হয়। সেখানে তারা খালি পায়ে তাজিয়া মিছিল করে। ‘হায় হোসেন! হায় হোসেন’- বলে বুক চাপড়ায়।
আরও পড়ুন: মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা ফের দিল ধর্ম মন্ত্রণালয়
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা ছাড়া অন্যান্য সব ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালন করা যেতে পারে বলে এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দিনটি সরকারি ছুটি ছিল।
৩ বছর আগে
পবিত্র আশুরা পালিত
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপন করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
৪ বছর আগে
আজ পবিত্র আশুরা
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
৪ বছর আগে
আশুরায় বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না: ডিএমপি
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের রবিবার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
৪ বছর আগে