২ ভাই নিহত
হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কার্ভাডভ্যানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেজুড়া গ্রামের আপ্তাহ হোসেনের পুত্র সোহাগ মিয়া(১৭) ও তারই আপন চাচাতো ভাই ইমাম হোসেনের পুত্র শুভ মিয়া (১৮)।
আরও পড়ুন: গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি কার্ভাডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সোহাগ ও শুভ মিয়া গুরুতর আহত হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মাইনুল ইসলাম ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
২ বছর আগে
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় আপন দুই ভাই নিহত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা-কেওয়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নিহত দুই ভাই হলো- উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের ছেলে আলম(৩০) ও আব্দুল্লাহ (২৮)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, সন্ধ্যার দিকে মহিষকাটা-কেওয়াবুনিয়ার মাঝামাঝি এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙারি মালামাল বোঝাই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাঙারি ব্যবসায়ী নিহত হন। তারা দু’জন সম্পর্কে আপন ভাই।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এছাড়া ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
২ বছর আগে
ফরিদপুরে মাছধরা নিয়ে বিরোধে ২ ভাই নিহত
ভাঙ্গা উপজেলার হাবেলি গঙ্গাধরদী গ্রামে মঙ্গলবার সকালে মাছধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন।
৪ বছর আগে