ফেনসিডিল
সিলেটে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মিনারা বেগম গোয়াইনঘাটের ফুলতৈলছগাম গ্রামের শানুর মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শানুর মিয়ার বসতঘরের মেঝের নিচে গর্ত থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শানুর মিয়া পালিয়ে যায়। মাদক রাখার অপরাধে শানুর মিয়ার স্ত্রী মিনারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৫০ বোতল মাদকসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামি শানুর মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
৩ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ৩৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৩৫৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করেছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর এলাকায় একটি আম বাগানে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ব্যাগ তল্লাশি করে ৩৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
৩ মাস আগে
মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দ, নানি-নাতি গ্রেপ্তার
মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ নানি-নাতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, ইউপি চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন মিয়া (১৯)। সম্পর্কে তারা নানি ও নাতি।
র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান বলেন, পাচারের উদ্দেশ্যে বাড়িতে ফেনসিডিলের চালান রয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে নানি ও নাতি পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ঘর থেকে জব্দ করা হয় ১৩২ বোতল ফেনসিডিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মনিরুজ্জামান।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪
৫ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
চাঁপাইনাবগঞ্জে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার শক্রবাড়ী বেলালবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাপ্পী মিয়া (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিবপাড়া এলাকার মৃত জাহের আলীর ছেলে।
আজ শুক্রবার (১৭ মে) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার শক্রবাড়ী বেলালবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৩৫ বোতল ফেনসিডিলসহ বাপ্পী মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ১২০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
৭ মাস আগে
নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ রায় দেন। এতে একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আসামি আলমগীর হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার সামছুর রহমান বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কৃষি জমি থেকে মাটি কাটায় ২ যুবককে কারাদণ্ড, ভেকু মেশিন ও ২টি ট্রাক জব্দ
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি দুপুর ১২টার সময় নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার চাঁচড়ায় যশোর থেকে নড়াইলগামী সন্দেহভাজন একটি মোটরসাইকেল পুলিশ থামতে বললে চালক আলমগীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া দিয়ে তুলারামপুর চরপাড়া এলাকা থেকে ধরে ফেলে এবং মোটররসাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা ৯২ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়। পরে আলমগীর হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন।
আরও পড়ুন: নিষেধ অমান্য করে জাটকা ধরায় ১৪ জেলের কারাদণ্ড
৮ মাস আগে
সিলেটে ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ২
সিলেটের বিয়ানীবাজার থেকে ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে তাদের আটক করে র্যাব-৯ এর একটি আভিযানিক দল।
আরও পড়ুন: বেনাপোলে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
আটকরা হলেন- কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া গ্রামের এনাম উদ্দিন ও কিশোরগঞ্জের বাজিতপুর থানার ফতেহপুর গ্রামের মো. রুবেল মিয়া।
র্যাব-৯ -এর গণমাধ্যম শাখা জানায়, জব্দ করা ফেনসিডিলসহ আটক ওই দুই ব্যক্তিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১০২ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
৯ মাস আগে
বেনাপোলে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
আটক ব্যক্তি হলেন- পুটখালী গ্রামের হবিবার রহমানের ছেলে সুমন রহমান (৩৫)।
সোমবার (১৮ মার্চ) ভোরে সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মাদক ব্যবসায়ী সুমন রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার চাচাতো ভাইয়ের বাড়ির সিঁড়ির নিচে দুটি বস্তায় রাখা ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১০২ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
৯ মাস আগে
বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বারোপোতা গ্রাম থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল জব্দ এবং মো. জাহিদুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে বারোপোতা গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ জাহিদুলকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা।
গ্রেপ্তার জাহিদুল বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।
আরও পড়ুন: বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বারোপোতা সীমান্তবর্তী গ্রাম থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার সময় অন্য ২ জন পালিয়ে যান। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
বেনাপোলে ৬৯৭ গ্রাম স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
১ বছর আগে
কুড়িগ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ফেনসিডিল
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।
তিনি বলেন, বুধবার (৮ নভেম্বর) রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় প্রবেশ করানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, এই বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ফেনসিডিল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্য আটক
সিরাজগঞ্জে ফেনসিডিল জব্দ, ৪ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে
সিরাজগঞ্জে ফেনসিডিল জব্দ, ৪ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার: র্যাব
সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ১৩৮ বোতল ফেনসিডিল জব্দ এবং এ সময় চার ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৩), চককুতুব গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আলমগীর কবির আলম (৩১), কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইয়াদ আলী প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও বাহাদুরপুর গ্রামের বিল্লাল মোল্লার ছেলে ইমরান হোসেন (৩৫)।
র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস, মোটরসাইকেল ও ছয়টি মোবাইল জব্দ করা হয়।
তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।ে
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইন জব্দ, যুবক গ্রেপ্তার
১ বছর আগে