শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সেনাপ্রধানের
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৪ জুন) তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
এর আগে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বানে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতেও সই করেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে সেনাপ্রধানকে বিদায়ী সংবর্ধনা
পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেয় এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপন করেন।
সেনাবাহিনী প্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন।
আরও পড়ুন: বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান
৬ মাস আগে
‘শেখ রাসেল দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে 'শেখ রাসেল দিবস ২০২৩' পালন উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
১ বছর আগে
জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন।
শনিবার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আরও পড়ুন: যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ২২১ কর্মকর্তা
এর আগে বৃহস্পতিবার মো. আলী হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের নতুন মহাসচিব মো. আলমগীর
সার্কের পরবর্তী মহাসচিব গোলাম সারওয়ার
১ বছর আগে
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মহান এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এর আগে সকাল ৬টা ২৮ মিনিটে রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর দু'জনেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে আগত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এবং তিন বাহিনীর প্রধানের অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান; তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব; তাদের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং মুজিবের তিন ঘনিষ্ঠ আত্মীয়সহ পরিবারের অধিকাংশ সদস্যকে একদল সেনাসদস্য হত্যা করে।
সেসময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান।
আরও পড়ুন: বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৫ আগস্টের পেছনে জিয়া, ২১ আগস্টের পেছনে তারেক: তথ্যমন্ত্রী
১ বছর আগে
ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আরও পড়ুন: ১৯৬৬ সালে ৬ দফা দাবির মাধ্যমে চূড়ান্ত স্বাধীনতার বীজ বোনা হয়: জয়
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলের সভাপতি হিসেবে প্রতিকৃতিতে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে বাঙালির ম্যাগনা কার্টা ছয় দফার ভিত্তিতে পাকিস্তানিদের দুঃশাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু বিশ্ব শান্তির পক্ষে সোচ্চার ছিলেন: মোমেন
বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৬৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের শোষণ, বঞ্চনা, পরাধীনতা ও স্বৈরাচারের অবসান ঘটাতে স্বায়ত্তশাসনের দাবিতে দিনব্যাপী হরতালের ডাক দেয়।
হরতাল চলাকালে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে সেদিন বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও আধাসামরিক ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) গুলি চালালে শ্রমিক নেতা মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন নিহত হন।
পাকিস্তানি নৃশংসতা প্রাদেশিক স্বায়ত্তশাসনের আন্দোলনকে তীব্রতর করে ১৯৬৯ সালে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পরিণত করে, যা পরবর্তীকালে ফিল্ড মার্শাল আইয়ুব খানের রাজত্বের পতন ঘটায়।
আরও পড়ুন: ঐতিহাসিক ৬ দফা দাবি ছিল বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল: প্রধানমন্ত্রী
১ বছর আগে
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বুধবার টুঙ্গিপাড়ায় প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট পেশ করে যখন বিউগল বেজে উঠেছিল।
সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা সকাল ১০টা ১৩ মিনিটে বঙ্গভবন থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছায়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও মোনাজাত করেন।
পাশাপাশি মাজার প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে রাষ্ট্রপতি সই করেন।
পরে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পক্ষ থেকে সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, পরিবারের অন্যান্য সদস্য ও নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
আরও পড়ুন: শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন
মুজিবনগর দিবস: বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১ বছর আগে
শহীদ বুদ্ধিজীবী দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আ.লীগের
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বুধবার শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
মাটির কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একাত্তরের বীরদের প্রতি শ্রদ্ধা
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শাজাহান খান; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
২ বছর আগে
সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদর্শন করেন।
আরও পড়ুন: আগামী মাস থেকে বিদ্যুৎ সংকটে খুব একটা ভুগতে হবে না: প্রধানমন্ত্রী
পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) যান যেখানে তিন বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে।
দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এ দিনটিকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।
আরও পড়ুন: ২০২৩ সালে পাইপলাইনে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু: প্রধানমন্ত্রী
৫০ শিল্প ইউনিট ও অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার বোন শেখ রেহানাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট গণহত্যার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এরপর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে নিহত হন।
শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পদ্মা বহুমুখী সেতু পার হয়ে সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তার সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।
পদ্মা সেতু পার হওয়ার আগে দুজনেই টোল পরিশোধ করেন।
২৫ জুন নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের দীর্ঘতম পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: র্যাবের সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র কি অসন্তুষ্ট?: প্রশ্ন প্রধানমন্ত্রীর
সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করুন: প্রধানমন্ত্রী
২ বছর আগে
গণতন্ত্রের জন্য শাওনের আত্মত্যাগ স্মরণে বিএনপির শ্রদ্ধা নিবেদন
নিহত যুবদল কর্মী রাজা আহমেদ শাওনের গায়েবানা জানাজার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগকে স্মরণ করার কথা জানায় বিএনপি।
শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গায়েবানা জানাজা (নিহতের মরদেহের অনুপস্থিতিতে পড়া জানাজা) অনুষ্ঠিত হয়।
জানাজার আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি ভোলায় নূরেআলম ও আবদুর রহিমকে একইভাবে হত্যার পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শাওনকেও গুলি করে হত্যা করেছে পুলিশ।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মসূচি ছিল, সরকারের বিরুদ্ধে নয়। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী সারাদেশে অনেক জায়গায় গুলি চালায়। শাওন নারায়ণগঞ্জে শাহাদাত বরণ করেন।’
আরও পড়ুন: 'ব্রেভহার্ট': বঙ্গবন্ধুকে গ্যালারি কসমসের শৈল্পিক শ্রদ্ধা নিবেদন
গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য শাওন নিজের জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এটা বৃথা যাবে না।
ফখরুল বলেন, ‘তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করে তুলবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির (নিঃশর্ত) জন্য যে সংগ্রাম শুরু করেছিলাম তাকে আরও জোরদার করতে উৎসাহিত করবে। আমরা শান্তিপূর্ণভাবে দেশের মানুষকে এই সংগ্রামে সম্পৃক্ত করব এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব।’
তিনি বলেন, শাওনের আত্মত্যাগ তাদের দল চিরকাল মনে রাখবে। ‘আমরা সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তাদের (সরকারকে) পরাজিত করার জন্য আমাদের শোককে শক্তিতে পরিণত করব। আসুন আমরা সবাই শাওনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
ফখরুল অভিযোগ করেন, শাওনের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশের উপস্থিতিতে রাত ২টায় তাকে দাফন করা হয়েছে। ‘তার দলীয় সহকর্মী, পরিবারের সদস্য ও বন্ধুদের কাউকেই তার নামাজে জানাজায় অংশ নিতে দেয়া হয়নি।’
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গুম-খুনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। ‘তারা বিরোধী দলগুলোকে নির্মূল করতে চায়। বিশেষ করে তারা বিএনপি ও খালেদা জিয়াসহ এর নেতাদের নির্মূল করতে চায়।’
আরও পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
এর আগে বৃহস্পতিবার শাওন হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার প্রতিবাদে শুক্রবার গায়েবানা জানাজাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
এছাড়া সারাদেশে দলের সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
শনিবারও সারাদেশের সব শহর ও জেলা শহরে বিক্ষোভ করবে বিএনপি।
বৃহস্পতিবার, নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহত এবং ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিএনপির দাবি, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সমাবেশ করতে বাধা দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২ বছর আগে