দক্ষিণ সুনামগঞ্জ
জমি নিয়ে বিরোধে দক্ষিণ সুনামগঞ্জে চাচা-ভাতিজার মৃত্যু
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের ওসমান মিয়ার ছেলে চাচা আব্দুল তাহিদ (৬২) ও একই এলাকার রাফিদ মিয়ার ছেলে ভাতিজা রিপন মিয়া (৪২)।
আরও পড়ুন: মাগুরায় জমি সংক্রান্ত বিরোধে আহত ১২
এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন
পুলিশ জানায়, ডুংরিয়া গ্রামে জমিজমা নিয়ে আব্দুল তাহিদের সাথে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচা ভাতিজাকে ও ভাতিজার আঘাতে চাচার মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
১৭০৩ দিন আগে
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
১৭৩২ দিন আগে
দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী তার স্বামীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৯২৮ দিন আগে