ফেসবুকে স্ট্যাটাস
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে কুষ্টিয়ায় যুবক গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুরে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে ওই যুবকের শ্বশুরবাড়ি উপজেলার মহিষাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নায়েবুর রহমান (২৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মুক্তিপণের টাকাসহ ‘অপহরণকারী’ গ্রেপ্তার
শুক্রবার বিকালে পুলিশ লাইনের কনফারেন্স রুমে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর অভিযুক্ত মো. নায়েবুর রহমান তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অরাজকতা ও শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় থানায় একটি মামলা হলে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই যুবকের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহিষাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্যই ওই যুবক ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ওই পোস্ট দেয়। গ্রেপ্তারকৃত ওই যুবকের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলাম, সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
গাজীপুরে মাদরাসাছাত্রকে যৌন নিযার্তনের অভিযোগে ৪ শিক্ষক গ্রেপ্তার
২ বছর আগে
শিবগঞ্জে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
৪ বছর আগে