মানসিক রোগী
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক রোগী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে আরিফ নামে এক মানসিক রোগী নিহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরিফ বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গঙ্গানগর রেললাইন এলাকা অতিক্রম করার সময় আরিফ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, আরিফ মানসিক রোগী। দীর্ঘদিন যাবত তার চিকিৎসা চলছিল। বিকালে বাসা থেকে বের হয়ে গঙ্গানগর রেললাইনে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আরিফ মারা যান। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আরিফের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
১ বছর আগে
নিম্ন ও মধ্যম আয়ের দেশে চিকিৎসা পান না ৭৫ শতাংশের অধিক মানসিক রোগী: ডব্লিউএইচও
নিম্ন ও মধ্যম আয়ের দেশে মানসিক, স্নায়বিক ও কিছু (মাদক) ব্যবহারের ফলে ব্যাধিতে আক্রান্ত রোগীদের ৭৫ শতাংশের অধিক কোনো ধরনের চিকিৎসা পান না।
৪ বছর আগে