দম্পতির লাশ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে দম্পতির লাশ উদ্ধার
নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাই বাবু (৫৫) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দম্পতি তাদের দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ছোট মেয়ে দেখে তার মা বিছানায় পড়ে আছেন এবং বাবা গলায় রশি দিয়ে ঝুলছেন।
আরও পড়ুন: পুলিশের ভয়ে নদীতে লাফ, দুদিন পর কিশোরের লাশ উদ্ধার
এই দৃশ্য সে তাৎক্ষণিকভাবে আশপাশের প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা ঘরে ঢুকে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতের কোনো একসময় স্ত্রী মোমেনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী। পরে আব্দুল হাই বাবু নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
এ ঘটনায় পোরশা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি মিন্টু রহমান।
১৩৪ দিন আগে
লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী ও স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাকচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-একই এলাকার মৃত আমিন উল্যাহর ছেলে আবু সিদ্দিক মিয়া ও তার স্ত্রী আতারুন্নেছা।
আরও পড়ুন: রাজধানীতে দম্পতির লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রি বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়িতে যান। ঘরের দরজার তালা থাকায় ভেতরে দেখার চেষ্টা করে পচা দুর্গন্ধ পান তিনি। পরে থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: জয়পুরহাটে মাড়োয়ারি ব্যবসায়ী দম্পতির লাশ উদ্ধার
লক্ষ্মীপুর থানার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ জানান, লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
১১৪৪ দিন আগে
রাজধানীতে দম্পতির লাশ উদ্ধার
ঢাকা, ২৮ আগস্ট (ইউএনবি)- রাজধানীর পশ্চিম নাখালপাড়ার ভাড়া বাসায় শুক্রবার এক দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
১৯২৪ দিন আগে