নন-ক্যাডার
নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা
সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৫৯ জন প্রশাসনিক (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো। নিয়ম অনুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।
এছাড়া, জাতীয় বেতন-স্কেল ২০১৫ অনুযায়ী এসব কর্মকর্তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
৭৪ দিন আগে
পিএসসির সামনে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন
বিসিএস নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে পিএসসির দেয়া নতুন পদ্ধতি বাতিল এবং আগের নিয়োগ বিধি পুনর্বহাল দাবিতে সোমবার ৪০তম বিসিএসের শতাধিক নন-ক্যাডার প্রার্থী রাজধানীর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।
তারা কমিশনের কাছে ৪০-৪৪তম বিসিএসের নন-ক্যাডারদের জন্য নতুন নিয়োগ নীতি বাতিলের দাবি জানান।
আয়োজকরা বলছেন, সোমবার৮০০ জন প্রার্থী বিক্ষোভে যোগ দিয়েছেন।
গত ১৬ অক্টোবর নন-ক্যাডার প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করে পিএসসিকে আল্টিমেটাম দেন।
আরও পড়ুন: সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
আগের নিয়োগ পদ্ধতি পুনর্বহালের দাবি ৪০তম বিসিএস নন-ক্যাডারদের
৮৮০ দিন আগে
৩৭তম বিসিএস: নন-ক্যাডারে ৭৮৭ জনকে নিয়োগ
ঢাকা, ২২ অক্টোবর (ইউএনবি)- বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৮৭ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে।
১৯৮৫ দিন আগে