পুকুরে ডুবে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চাচাতো ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুরের পুকুরে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- যাত্রাপুর বোট বাড়ির আব্দুস সালাম মিয়ার ছেলে সবুজ (৭) ও সালাম মিয়ার আপন ছোটভাই রুবেলের ছেলে সূর্য (৯)।
সবুজ ও সূর্য আপন চাচাতো ভাই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবুজ ও সূর্য দুজনেই সাতার জানত না। বিকালে পরিবারের সবার অগোচরে ২ ভাই গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। সেখানেই যে কোনভাবে তারা পানিতে ডুবে মারা যায়।
তারা আরও জানান, বিকালে সবুজের লাশ ভাসমান অবস্থায় পুকুরে দেখে এলাকাবাসী সবুজের লাশ উদ্ধার করে। পরে সূর্যকে খুঁজে না পাওয়ায় এলাকাবাসী পুকুরে তল্লাশি চালান। এ সময় সূর্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেসহ দু’জনকেই মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে নিখোঁজের ৭দিন পর পুকুরে মিলল ইঞ্জিনিয়ারের লাশ
১ বছর আগে
কুমিল্লায় কন্টেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোরের পুকুরে ডুবে মৃত্যু
প্রায় তিন মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জের রাতুল ইসলাম ফাহিম (১৪) নামের এক কিশোর শনিবার বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
রাতুলের বাবা ফারুক মিয়া বলেন, ‘তার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। দুপুর আড়াইটার দিকে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় রাতুল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ বলেন, ‘সাঁতার না জানার কারণে পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় রাতুল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তার দাফন সম্পন্ন করার জন্য কিছু টাকা দিয়েছি।’
আরও পড়ুন:
এর আগে ২০২২ সালের ১৩ নভেম্বর নিখোঁজ হয় রাতুল।
চলতি বছরের ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে 'এমভি ইন্টিগ্রা' নামের একটি জাহাজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। গত ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে একটি খালি কন্টেইনার জাহাজের ভেতর থেকে নাবিকরা আওয়াজ শুনতে পেয়ে কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
১৭ জানুয়ারি জাহাজটিকে জেটিতে নিয়ে আসা হয়। কন্টেইনারটি খোলা হয় এবং কিশোরটিকে উদ্ধার করা হয়।
পরে গত ২১ ফেব্রুয়ারি রাতুলকে দেশে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: কিশোর রাতুলকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে: শাহরিয়ার আলম
চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়া জাহাজের কন্টেইনার থেকে কিশোর উদ্ধার
১ বছর আগে
কুড়িগ্রামে পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার
জেলা সদরের মোগলবাসায় নিখোঁজের এক দিন পর দুই প্রতিবন্ধী শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জেলার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
৪ বছর আগে