ব্যবস্থাপনা পরিচালক
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান জানান, মঙ্গলবার রাতে দিলীপকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, তার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা আমদানির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: স্বর্ণ বনাম হীরা: কোন বিনিয়োগটি বেশি লাভজনক?
৩ মাস আগে
সন্ধ্যায় ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
প্রথম অফিসিয়াল সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আনা বিজার্ড।
একদিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড।
আরও পড়ুন: সালমান এফ রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সৌজন্য সাক্ষাৎ
তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম।
তখন থেকে বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক, যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণে।
বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তায় বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় কর্মসূচি চলছে।
আরও পড়ুন: শিশুদের উন্নয়নে বিশ্বব্যাংকের ২১০ মিলিয়ন ডলার অনুমোদন
২০২৪ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ১.৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের
৯ মাস আগে
কমন ফান্ড ফর কমোডিটিজের এমডি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল টানা দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমোডিটিজের (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ভোটে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় মেয়াদে এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে পুনরায় নির্বাচিত হওয়ায় বিশ্বের দরিদ্র মানুষের জন্য আরও কাজ করার সুযোগ পাবেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।
তার নেতৃত্বে সিএফসি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে ড. মোমেন আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
উল্লেখ্য, বুধবার (২২ নভেম্বর) নেদারল্যান্ডসের রাজধানী হেগে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রদূত বেলাল একমাত্র প্রতিপক্ষ ইতালির ড. মাসিমিলানো ফাবিয়ানের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (৬৮ দশমিক ০১ শতাংশ ভোট) পেয়ে জয়লাভ করেছেন।
বুধবার প্রতিষ্ঠানটির ৩৫তম বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় সদস্যগণ গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন।
রাষ্ট্রদূত বেলাল ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ৪ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে কমন সিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ড. মোমেনকে বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
২০১৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ৩১তম বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় রাষ্ট্রদূত বেলাল সর্বসম্মতিক্রমে ৪ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত হন।
সিএফসি একটি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি তার সদস্য দেশগুলোতে পণ্যমূল্য চেইনের সঙ্গে জড়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা প্রদান করে। সংস্থার লক্ষ্য হলো- পণ্য উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসা, সমবায় এবং প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা।
মোহাম্মদ বেলাল মার্চ ২০১৪ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ সময় একই সঙ্গে তিনি ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হারজেগভিনারও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: ড. মোমেনকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
১ বছর আগে
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শনিবার ঢাকায় আসছেন
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন।
একটি মিডিয়া বিবৃতিতে বলা হয়েছে, অ্যাক্সেল তার তিন দিনের সফরে বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের ‘উল্লেখযোগ্য’ উন্নয়ন অর্জন উদযাপন করতে ২২ জানুয়ারি ঢাকায় একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন।
অ্যাক্সেল বলেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে নাটকীয়ভাবে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।’
আরও পড়ুন: বাংলাদেশের সবুজ বিনিয়োগে ২৫ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার পাঁচ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই অর্জনগুলো সরাসরি দেখার জন্য অপেক্ষা করছি।’
অ্যাক্সেল তার সফরকালীন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন এবং বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।
তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
আরও পড়ুন: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকা আসছেন
মন্দার ‘খুব কাছাকাছি’ বিশ্ব অর্থনীতি: বিশ্বব্যাংক প্রধান
১ বছর আগে
দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের এমডির পরিবারের ৫ সদস্য
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পরিবারের পাঁচ জন সদস্য ও তাদের তিনজন গৃহকর্মী বৃহস্পতিবার রাতে বিশেষ বিমানে দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, পরিবারের পাঁচ সদস্যের মধ্যে রয়েছে আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে।
আরও পড়ুন: মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
তিনজন গৃহপরিচিকাও তাদের সাথে ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা বলেন, তাদের জন্য বিশেষ বিমান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা বিমানে উঠেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
তিনি অবশ্য বলেন, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা উচ্চ সতর্ক ছিলেন যাতে সায়েম সোবহান আনভীর দেশ ছেড়ে যেতে না পারেন।
সোমবার রাজধানীর একটি ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার পর মঙ্গলবার সায়েম সোবহানের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ঢাকার একটি আদালত।
নিহত মোসারাত জাহান মুনিয়া (২১) কুমিল্লা জেলার মনোহরপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমানের মেয়ে।
আরও পড়ুন: হাইকোর্টে বসুন্ধরা গ্রুপের এমডির আগাম জামিন আবেদন
লাশ উদ্ধারের পরে ভুক্তভোগীর বোন নুসরাত জাহান রাত দেড়টার দিকে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বুধবার আনভীর এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন।
তবে, বৃহস্পতিবার হাইকোর্ট আগাম জামিনের আবেদনের ওপর শুনানি করেননি।
৩ বছর আগে
ডেসটিনির রফিকুল আমীনের জামিন শুনানি পিছিয়েছে
অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ।
৪ বছর আগে
বাগেরহাটের মান্নান তালুকদারের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বাগেরহাটের উমেদার থেকে জমিদার হওয়া বহুল আলোচিত নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারের চারটি গাড়ি, ৩০টি ব্যাংক হিসাব, ১০৮টি জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
৪ বছর আগে