কৃষকের মুখে হাসি
রাঙামাটিতে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
চলতি বোরো মৌসুমে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
গত বছরের মতো এই বছরও করোনার প্রার্দুভাবে কারণে অনেক কৃষক ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন। তবুও ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা।
উপজেলার রাস্তার মাথা ও বনযোগীছড়া এলাকার কৃষক চৈতালী চাকমা ও জ্ঞান রঞ্জন চাকমা জানান, হ্রদের পানি যখন শুকিয়ে যায় তখন জলেভাসা জমিতে তারা নিজেরা অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে পরিশ্রম করে ধান চাষ করেন। এ কারণে তাদের খরচ কম হয়। এতে তাদের লাভ বেশি হয়। আর করোনাকালীন সময় তাদের পরিবারের সদস্যরা সারা বছর ভাতের জন্য আর ভাবতে হবে না।
আরও পড়ুন: সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬ লাখ টন ধান কিনবে সরকার
তাদের মতে, অন্যান্য বছরের চেয়ে এ বছর কোনো কোনো জমিতে ফলন খুব ভালো হয়েছে। এ রকম আরো অন্যান্য এলাকায় প্রত্যেক কৃষকরা ধান চাষ করে লাভবান হবেন বলে বলে আশা প্রকাশ করেন তারা।
এ ব্যাপারে জুরাছড়ি কৃষি কর্মকর্তা সুস্মিতা চাকমা জানান, চলতি বোরো মৌসুমে ৪৬৮ হেক্টর জলেভাসা জমিতে চাষাবাদ করা হয়েছে। এখন বোরো ধান কাটার উপযোগী হয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকার ফলে এবার বোরো আবাদে ফলনও ভালো হয়েছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তা হলে জুরাছড়ি উপজেলায় ২ হাজার ৮০ মেট্রিক টন চাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬ লাখ টন ধান কিনবে সরকার
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে জেগে উঠা সমতল জলেভাসা জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। চলতি মৌসুমে রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদের জলে ভাসা ১ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। সরকারিভাবে বোরো প্রণোদনার আওতায় কৃষকদের হাইব্রিড বীজ ধান ও বিনামূল্যে সার দেয়া হয়েছে। ফলে বোরোতে এবার ভালো ফলন হয়েছে। এতে ৫ হাজার ৩২০ মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, উপজেলার প্রত্যেকটি এলাকায় ধান কাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার ধানের ব্যাপক ফলন হওয়ায় যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবেন।
আরও পড়ুন: কৃষকের ফসল ঘরে তুলতে ধান কাটলেন ফরিদপুরের জেলা প্রশাসক
৩ বছর আগে
চৌগাছায় কৃষকের মুখে হাসি এনেছে মাচায় লাউ চাষ
যশোরের চৌগাছায় কৃষকের মুখে হাসি এনে দিয়েছে মাচা পদ্ধতিতে লাউ চাষ। গত কয়েক বছর ধরে আধুনিক এ পদ্ধতি অবলম্বন করে বাণিজ্যিকভাবে লাউ চাষ শুরু করেছেন এখানকার কৃষকরা এবং এতে বেশ লাভবানও হচ্ছেন তারা। দিন দিন এমন চাষের দিকে অন্য কৃষকরাও ঝুঁকে পড়ছেন।
৪ বছর আগে