শ্বাসরোধ করে হত্যা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, পলাতক স্বামীসহ পরিবারের সদস্য
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামে সাহানাজ বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে।
এই ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
আরও পড়ুন: এমপি আনার হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ডিবিপ্রধান
শুক্রবার (৩১ মে) ভোর রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহানাজ বেগম ওই গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, বেশ কয়েকদিন ধরে তাদের ঝগড়া চলছিল। বৃহস্পতিবার রাতেও তারা ঝগড়া করেছেন। অনুমান করা হচ্ছে সাহানাজকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়ির থেকে সবাই পালিয়ে গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। বাসার সবাই পালিয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যা। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আরও পড়ুন: খালেদা জিয়া কেন জিয়া হত্যার বিচার করেননি: প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর
আনার হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
৬ মাস আগে
চট্টগ্রামে নারীকে শ্বাসরোধ করে হত্যা: স্বামী পলাতক
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ নড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমা আক্তার (১৯) ওই এলাকার ইউনিয়ন পরিষদের চকিদার আবুল কালামের কন্যা।
আরও পড়ুন: সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্বামী আরিফুল করিম রাকিবের বাড়ি উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামে। তারা বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা।
বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী এ ঘটনা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ছাগল খেয়ে ফেলায় গাজীপুরে খামারিকে পিটিয়ে হত্যা
স্থানীয় ইউপি সদস্য মো. একরাম হোসেন বলেন, স্বামী-স্ত্রী দুইজন একা একটা ঘরে বসবাস করতো, তাদের ৬ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। সন্ধ্যায় মেয়েকে পাশের একটি বাড়িতে রেখে আসে রাকিব। এরপর তিনি ঘরে এসে তার স্ত্রী রিমা আক্তারকে গলায় উড়না পেঁছিয়ে হত্যা করে লাশ বীমের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। রাতে নাতনীকে নিয়ে রিমার বাবা আবুল কালাম ঘরে এসে দেখতে পান তার মেয়ের লাশ পড়ে আছে।
পরিবারের দাবি, মনোমালিন্য জেরে রাকিব রিমাকে হত্যা করে পালিয়েছে।
রিমার বাবা আবুল কালাম জানান, রিমা আক্তারের স্বামী আরিফুল করিম পেশায় একজন ট্রাক চালক। বিয়ের পর থেকে রিমা আক্তারকে যৌতুকের জন্য মারধর করতেন তিনি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
সীতাকুণ্ড মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) সুমন বনিক জানান, ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করবে মেয়ের পরিবার।
৩ বছর আগে
মাগুরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
সদর উপজেলার রাজারামপুর গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে