জেলা বিএনপি
কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা
দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক
মোস্তাফিজুর রহমানকে (মোস্তফা) আহ্বায়ক ও সোহেল হোসেন কায়কোবাদকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া শফিকুল ইসলাম বেবুকে প্রথম যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক ও তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।
আরও পড়ুন: সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল
৯৫ দিন আগে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বাবু, সাধারণ সম্পাদক শরীফ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু।
এই ৩টি পদে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়।
নির্বাচ ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া।
শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে নটার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষে প্রিজাইটিং অফিসার অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু এ ফলাফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
আরও পড়ুন: দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র এখনও মুক্ত হয়নি: গয়েশ্বর
১২৫ দিন আগে
২৬ সেপ্টেম্বর রোডমার্চের প্রস্তুতি খুলনা জেলা বিএনপির
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা মহানগরীতে রোডমার্চ করবে বিএনপি। এতে ৫ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে প্রত্যাশা দলটির।
রোডমার্চের জন্য অনুষ্ঠানস্থল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
খুলনা মহানগরীর প্রবেশপথগুলোতে দুই শতাধিক তোরণ স্থাপন করা হয়েছে। মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয় সম্বলিত বিপুল সংখ্যক পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে।
আরও পড়ুন: আন্দোলন করে আবারও ব্যর্থ হয়ে হতাশ হবেন: বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী
এ ছাড়া নগরীর জিয়া হলে অনুষ্ঠেয় রোডমার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সকাল থেকে মাইকিং-এর মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। নগর ও জেলার সাধারণ মানুষের মাঝে ১০ লাখেরও বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের প্রতি অনাস্থা জানাতে পাঁচ লাখের বেশি মানুষ জড়ো হবেন বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
খুলনা বিভাগীয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সব অধিকার কেড়ে নিয়েছে বলে ‘দেশবাসীকে দুঃশাসন থেকে বাঁচাতে’ তারা এই রোডমার্চ করতে যাচ্ছেন।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শাহিফকুল ইসলাম তুহিন বলেন, বিগত বিভাগীয় ও যুব সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তারা ‘অবৈধ সরকারের’ সঙ্গে নেই।
সাধারণ মানুষের পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রোড মার্চটি ঝিনাইদহ থেকে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর খুলনা শহরের জিয়া হলে গিয়ে শেষ হবে।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, অধিকার আদায়ের জন্য জনগণ নিজেরাই এই রোডমার্চে যোগ দেবে।
আরও পড়ুন: ‘মেগা দুর্নীতির’ মাধ্যমে কিছু মানুষ ধনী হয়েছেন: বিএনপি নেতা নজরুল
মঙ্গলবার থেকে বিএনপির ১৫ দিনের কর্মসূচিতে রয়েছে ৫ রোড মার্চ
৫৫১ দিন আগে
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার এই হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।
তিনি বলেন, আজ সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের তারিখ ছিল। কিন্তু সেখানে করতে না পেরে শহরের আলাইপুর জেলা কার্যালয়ে সম্মেলনের আয়োজন করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুতে ক্লিনিক ভাঙচুর
রহিম নেওয়াজ আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল শো-ডাউন নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ অফিসের গ্লাস ও সাইনবোর্ড, ব্যানার ফেস্টুন ভাঙচুর করে।
এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন বিএনপির অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: খুলনায় সংবাদপত্র অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর
৬২৯ দিন আগে
কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা
অর্থের বিনিময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের কমিটি গঠন করার অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কুমিল্লা নগরীর একটি রেঁস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবু ইউসুফ বাবুল।যুবদল নেতা বাবুল বলেন,কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন আওয়ামীলীগের সুবিধাভোগী। অর্থের বিনিময়ে তিনি পছন্দের লোক নিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজলা যুবদলের কমিটি গঠন করে তারেক রহমানের পিএস পরিচয় দানকারী সানিকে টাকা দিয়ে কেন্দ্র থেকে অনুমোদন এনেছেন। যাদের বেশীরভাগই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন: নারীকে মারধরের অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গ্রেপ্তার
বিএনপি নেতা বাবুল আরও বলেন,যখন আমরা আন্দোলন সংগ্রাম করি, তখন জসিম উদ্দিন বিভিন্ন দেশে ভ্রমণে গিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তার মতো অযোগ্য লোক দলে থাকলে দলটার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। আজ থেকে কমিটি বাণিজ্যে লিপ্ত থাকা জসিম উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করলাম।
উল্লেখ্য,গত ১৮ জানুয়ারি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকে বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ সংবাদ সম্মেলন করে তাদের দাবি দাওয়া জানান দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ সরকার, যুবদল নেতা কাজী ইকরামুল হক, জামাল উদ্দিন, ইসরাফিল গাজী, লিকসন মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ ৫ নেতা ঢাকায় গ্রেপ্তার
৭৮৬ দিন আগে
বিএনপি গরীব মেহনতিসহ সবার জন্য রাজনীতি করে: এমপি সিরাজ
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, বিএনপি এদেশের গরীব মেহনতিসহ সবার জন্য রাজনীতি করে।
১৬৬৬ দিন আগে