মাটিচাপা
শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় কবিরাজের লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের পাঁচ দিন পর বস্তায় মাটিচাপা অবস্থায় এরশাদ মিয়া নামে এক কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এরশাদ মিয়া (৪০) লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হাক্কু শেখের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর এরশাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে ১৯ অক্টোবর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
সোমবার সকালে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এরশাদের পরিবারকে জানালে তারা এসে লাশ শনাক্ত করেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাটিচাপা দিয়ে রাখে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড সেটি জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে
রাজশাহীতে অটোচালককে হত্যার পরে মাটিচাপা, আটক তিন
রাজশাহী এয়ারপোর্ট থানা এলাকায় অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
সোমবার (২১ অক্টোবর) কলাই খেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশা চালক সিরাজুল ইসলাম (৬৫) নওগাঁর মহাদেবপুরের কাঞ্চন গ্রামের বাসিন্দা।
হত্যার অভিযোগে আটকরা হলেন- রাতুল, ফিরোজ ও শুভ। তিনজনের বাড়িই রাজশাহীতে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার বলেন, আটক তিনজন সিরাজুলকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে অটোরিকশা নিয়ে চলে যায়। রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। সেসময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে।
তিনি বলেন, বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে জানানো হলে ওই তিনজনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে তারা।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করা হচ্ছে।
আরও পড়ুন: হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন
১ মাস আগে
নাটোরে নিখোঁজের ৬ মাস পর মাটিচাপা ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার
নাটোরের সদরে অপহরণকারী চক্রের শিকার ছয় মাস পর ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার রুয়েরভাগ এলাকায় অভিযুক্ত তারেকের বাড়ির পেছনে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশের যৌথ টিম।
নিহত সাজ্জাদ হোসেন রুবেল সোশ্যাল ইসলামী ব্যাংকের নাটোর শাখার কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার নেলী জানান, গত বছরের ১১ নভেম্বর সংঘবদ্ধ অপরাধী চক্র অপহরণ করে রুবেলকে। ওই রাতেই তারেক ও তার সহযোগী হৃদয় রুবেলকে হত্যা করে লাশ মাটি চাপা দেয়। হত্যার পরও তারা মুক্তিপণ হিসেবে রুবেলের পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে।
আরও পড়ুন: রাজশাহীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি আরও জানান, এরপর আর সাড়া না পেয়ে রুবেলের বাবা রফিজ উদ্দিন নাটোর থানায় মামলা করে। কিন্তু কোনো সূত্র না পেয়ে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
অন্য একটি অপহরণ মামলায় গত মঙ্গলবার নোয়াখালীর মাইজদী থেকে অপহরণ ও সমকামী চক্রের দুই সদস্য তারেক ও হৃদয়কে গ্রেপ্তার করে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই হত্যার পাশাপাশি জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে নাটোরের ব্যাংক কর্মচারী রুবেল হত্যার রহস্য। দক্ষিণখান থানা পুলিশ ও নাটোরের ডিবি পুলিশ অভিযুক্তদের সঙ্গে নিয়ে রুবেলের লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালে নিখোঁজের ২ দিন পর পথশিশু সাথীর লাশ উদ্ধার
১ বছর আগে
নেত্রকোনায় বাবাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে জবাই করে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত আরমান শাহ (২৩) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল শাহ’র (৫৫) ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, গ্রেপ্তার ২
র্যাব জানায়, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তার বাবা আবুল শাহকে নিজ বাসায় জবাই করে হত্যা করে। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করে। দুই জনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার কথা ভাবে। পরে লোকজন দেখে ফেলবে সেই চিন্তায় বাড়ির পাশের সাপমরা খালে কোদাল দিয়ে গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে পুতে রাখে লাশ। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়। যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়।
এদিকে আবুল শাহকে খুঁজে না পেয়ে দুইদিন পর থানায় বিষয়টি অবহিত করেন তার ভাই হিরা মিয়া। পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যে খালের পাড় থেকে মাটিতে পোঁতা অবস্থায় আবুল শাহের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত আবুল শাহর স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তা মনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যায়।
পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা করেন।
এ মামলায় রুবাহার, চিন্তা মনি ও আবিরকে গ্রেপ্তার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারগারে পাঠান। তারা এখনো কারাগারে রয়েছেন।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, আরমানের নামে মোহনগঞ্জ থানায় হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, আরমান এর আগেও একবার তার বাবাকে হত্যা করতে চেয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, আরমানকে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ২
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে
ঝালকাঠিতে ইটভাটায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে ইটের ভাটায় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সারদল এলাকার এমএমআর ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত সুকুমার মণ্ডল (৪২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: রংপুরে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইটের ভাটায় কাজ করার সময় উঁচু মাটির ঢিবি থেকে বড় একখণ্ড মাটি সুকুমার মণ্ডলের ওপর পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুকুমার মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু
২ বছর আগে