চলচ্চিত্র
এক ডজন চলচ্চিত্র ও ওয়েব সিরিজ নিয়ে আসছে ফিল্ম সিন্ডিকেট
‘৩০ কোটি বাঙালির সাংস্কৃতিক রাজধানী হবে ঢাকা। সেখান থেকেই বাংলার গল্প ছড়িয়ে যাবে গোটা দুনিয়ায়।’ - এই স্বপ্ন নিয়েই ঢাকার সাত নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
২০২০ সালে কোভিডের দিনগুলোতে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ইতোমধ্যে তাকদীর, ঊনলৌকিক, কারাগার ও কাইজারের মতো আলোচিত ও দর্শক সমাদৃত ওয়েব সিরিজ নির্মাণ করেছে।
সোমবার (২০ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে তরুণ ও সৃজনশীল পেশাদারদের নিয়ে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’ সাতটি নতুন ওয়েব সিরিজ ও পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ১২টি নতুন নির্মাণের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: বছরের আলোচিত ৫ বাংলা ওয়েব সিরিজ
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মীর মোকাররম হোসেন এই উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা প্রযোজনায় একটি সাসটেইনেবল ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে এগোচ্ছি। যাতে পরিচালক, লেখক, প্রযোজক, অভিনয়শিল্পী ও প্রযুক্তিবিদরা তো থাকবেনই, এর পাশাপাশি ব্র্যান্ড, বিজ্ঞাপনী সংস্থা, প্রযোজনা সংস্থা, পরিবেশক, প্রদর্শক, সম্প্রচারক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে এক ছাদের নিচে নিয়ে এসে আমরা একটি সুদূরপ্রসারী অংশীদারিত্বের সংস্কৃতি তৈরি করতে চাই।’
২০২০ সালে মীর মোকাররম হোসেনের উদ্যোগে চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান অনীম, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী এবং রেহমান সোবহান সনেটকে নিয়ে গঠিত হয় ‘ফিল্ম সিন্ডিকেট’।
প্রযোজনা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ‘কাইজার’- এর নির্মাতা তানিম নূর জানান, ফিল্ম সিন্ডিকেট নিজেদের কাজের মাধ্যমেই সৃজনশীল সহযোগিতার পথ তৈরি করতে চায়। স্টুডিওতে চলচ্চিত্র নির্মাতা এবং লেখকদের প্রযোজনা তত্ত্বাবধানেরও ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ফিল্ম সিন্ডিকেটের আসন্ন ১২টি প্রযোজনার ঘোষণা দেন নির্মাতা ও প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ শাওকী। এগুলোর মধ্যে রয়েছে সাতটি ওয়েব সিরিজ- ‘ঊনলৌকিক ২’, ‘পেন্ডুলাম’, ‘গুলমোহর’, ‘ডেল্টা ২০৫১’, ‘দ্বৈত’, ‘অদানব’ এবং ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’।
আর ফিল্ম সিন্ডিকেট ঘোষিত পাঁচটি পূর্ণদৈর্ঘ্যে চলচ্চিত্র হচ্ছে ‘লোহানী’, ‘বাইপাস’, ‘খোঁয়ারি’, ‘পুলসিরাত’ এবং ‘হেল ব্রোক লুজ’।
নিজ নিজ পেশাদার জীবনে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতারা স্বল্প ও ফিচার-দৈর্ঘ্যের চলচ্চিত্র, তথ্যচিত্র এবং ফিকশন তৈরি করেছেন। যেমন, পায়ের তলায় মাটি নেই, পাতালঘর, ফিরে এসো বেহুলা, ইতি তোমারই ঢাকা, লাইট ক্যামেরা অবজেকশন ইত্যাদি।
এগুলো প্রদর্শিত হয়েছে বুসান, মস্কো, কলকাতা, গোয়া, লোকার্নো, ভেনিস, এশিয়ান ডক ল্যাব-এর মতো বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র উৎসবে। ভূষিত হয়েছে নানা আন্তর্জাতিক পুরস্কারে।
আরও পড়ুন: ওয়েব সিরিজ-২০২২: কনটেন্টের ‘নায়ক’ নির্মাতা
দিল্লিতে ৪র্থ বাংলা-ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
দিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হয়েছে চতুর্থ বাংলা-ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ প্রধান অতিথি হিসাবে এ উৎসবের উদ্বোধন করেন।
আরও পড়ুন: প্রীতিলতাকে ধারণ করা চ্যালেঞ্জের ছিল: তিশা
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আশীষ রঞ্জন দাসের সঞ্চালনায় ও আলোচনায় শাবান মাহমুদ বক্তব্য দেন এবং বলেন, এই ধরনের অনুষ্ঠান মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ায় এবং একে অপরের সঙ্গে আরও ভালো বোঝাপড়ার সূচনা করে।
২০১৭ সালে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবটি কয়েক বছর ধরে মহামারি দ্বারা বাধাগ্রস্ত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সম্প্রতি মুক্তি পাওয়া বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’ প্রদর্শিত হবে ৫ ফেব্রুয়ারি।
এছাড়াও প্রশংসিত পরিচালক গৌতম ঘোষের দুটি ফিচার ফিল্মও উৎসবে প্রদর্শিত হবে।
আরও পড়ুন: রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত নুহাশের ‘পেট কাটা ষ’
তিন বছর পর শুরু হতে যাচ্ছে ঢাকা আর্ট সামিট
হোলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে ছবি মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি অবিন্তার মায়ের
হানসাল মেহতার বহুল আলোচিত বলিউড চলচ্চিত্র ‘ফারাজ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে চার দিন আগে।
২০১৬ সালের ১ জুলাই ফারাজ আইয়াজ হোসেন, তারিশি জৈন ও ইশরাত আখন্দের পাশাপাশি হোলি আর্টিজানে জঙ্গিদের হাতে নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ বলেছেন, তিনিও চলচ্চিত্রটির মুক্তির বিপক্ষে এবং বাংলাদেশে এর প্রদর্শন বন্ধ করার চেষ্টা করবেন।
ফারাজ, চলচ্চিত্রটি ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি। এর মুক্তি স্থগিত করতে ইতোমধ্যে তারিশি জৈনের মায়ের পক্ষে ফারাজের মা আইনি লড়াই করছেন।
বৃহস্পতিবার অবিন্তা কবির ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপনীয়তা লঙ্ঘন করে যথাযথ সম্মতি ছাড়াই চলচ্চিত্রটির নির্মাতারা এটি নির্মাণ করেছেন।
আরও পড়ুন: ২০২৩ এর মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গাব্রিয়েল
এক সংবাদ সম্মেলনটিতে রুবা আহমেদ বলেন, ‘সেই ভয়াবহ ঘটনায় আমার একমাত্র কন্যা অবিন্তা কবিরকে হারানোর বেদনার সঙ্গে গত ছয় বছর ধরে মোকাবিলা করছি। ২০১৯ সালে যখন আমরা প্রথম জানতে পারি যে বলিউড চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এই ঘটনার ওপর একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন, তখন আমরা তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম। যার উত্তরে তিনি বলেছিলেন যে তিনি আমার সিদ্ধান্তকে সম্মান করেন এবং চলচ্চিত্রটি নির্মাণ করবেন না।’
নির্মাতারা যে নির্মাণ কাজ বন্ধ করেননি, ‘ফারাজ’-এর পোস্টার দেখে তা বুঝতে পেরে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।
এরপর তিনি হানসাল মেহতার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রোজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করেন।
তিনি জানান, ‘আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং এখন এটি বলিউডে নির্মিত হচ্ছে। এর অধিকার তিনি কীভাবে পেয়েছেন। এর উত্তরে তিনি বলেন যে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি সহিংসতার বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করতে চান। আমার প্রশ্ন হল,২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, কেন তারা ঘটে যাওয়া ওই ঘটনার ভিত্তিতে চলচ্চিত্র তৈরি করছেন না?’
চলচ্চিত্রটি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে রুবা আহমেদ বলেন, ‘সেই ঘটনায় আমরা ২২ জনকে হারিয়েছি যার মধ্যে অবিন্তা কবির, তারিশি জৈন ও ফারাজ হোসেনের নাম রয়েছে। তবে, নাম থেকে বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে চলচ্চিত্রটিতে একটি চরিত্রের ওপর বেশি জোর দেয়া হয়েছে। চলচ্চিত্র নির্মাতারা ব্যক্তিগতভাবে ঘটনাটি পর্যবেক্ষণ না করেই তাদের একজনকে নায়ক হিসেবে কীভাবে চিত্রিত করতে পারে?’
তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্রে তারা অবিন্তার নাম পরিবর্তন করে আয়েশা, তারিশির নাম তরী, এমনকি আমাকেও রাবেয়া নামের চরিত্রে উপস্থাপন করেছে। ট্রেলারে তারা একটি দাঙ্গার দৃশ্য দেখিয়েছে, যেখানে আমার মেয়ের ছবিও দৃশ্যমান ছিল। সম্মতি ছাড়া তারা কীভাবে আমাদের গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার পেলো?’
সংবাদ সম্মেলনে তাকে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত চলচ্চিত্র 'শনিবার বিকেল' সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়।
এটিও একই ঘটনায় নির্মিত এবং ২০১৯ সাল থেকে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই করছে।
রুবা আহমেদ বলেন, ‘ফারুকী আমার লিগ্যাল নোটিশ পেয়ে আমার জবাব দেন। চলচ্চিত্রটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার এবং সেন্সর বোর্ডের ওপর নির্ভর করছে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না কেউ রূপালি পর্দায় আমার মেয়ে শেষ মুহূর্তে যা সহ্য করেছে তা কল্পনা করুক। এই চলচ্চিত্রটি বাংলাদেশে আসা উচিত নয়। এই ধরনের ব্যক্তিগত ট্র্যাজেডি নেটফ্লিক্স বা অ্যামাজন অথবা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখানো উচিত নয়।’
টি-সিরিজ ও বেনারস মিডিয়া ওয়ার্কস প্রযোজিত 'ফারাজ'-এ কিংবদন্তি ভারতীয় অভিনেতা শশী কাপুরের নাতি জাহান কাপুর শিরোনামের চরিত্রে বলিউডে অভিষেকসহ ছয়জন নবাগত অভিনেতাকে দেখা যাবে। গত বছরের ১৫ অক্টোবর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়।
দিল্লি হাইকোর্ট সম্প্রতি অবিন্তা কবির ও তারিশি জৈনের মায়েদের দায়ের করা মামলায় মুক্তির জন্য স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পরে চলচ্চিত্রটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়।
রুবা আহমেদ বলেন, ‘চলচ্চিত্রটি যাতে বাংলাদেশে না আসে তা নিশ্চিত করতে আমি ভারতের সুপ্রিম কোর্টে যাবো।’
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২২ এর মুকুট বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলের আদ্যোপান্ত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি: শ্রীলেখা মিত্র
ঢাকা লিট ফেস্টে শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’
বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। এবারের আয়োজনে সাহিত্য, বিজ্ঞান, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও থাকছে চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব শো ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এর অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রদর্শিত হবে ‘রিকশা গার্ল’।
আরও পড়ুন: চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এবারই প্রথম বাংলাদেশের দর্শকদের জন্য দেখানো হবে ‘রিকশা গার্ল’। আর দেশের প্রেক্ষাগৃহেও শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলেও ইউএনবিকে জানান অমিতাভ রেজা চৌধুরী।
‘রিকশা গার্ল’ নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য অবলম্বনে। নাইমা নামের এক কিশোরীর জীবনযুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প।
শিল্পী নভেরা রহমান সিনেমাটিতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
আরও পড়ুন: ২৭ বিভাগে ৩৪ জন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার'
২০০৯ সালে মুক্তি পাওয়া 'অবতার' চলচ্চিত্রের সিক্যুয়েল ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে।
শুক্রবার ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন পোর্টাল ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে মুক্তির মাত্র ১৪ দিনের মধ্যেই 'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' বিশ্বব্যাপী এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে।
এরমধ্যে দিয়ে টাইটানিকখ্যাত পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২২ সালে মুক্তি পাওয়া সকল চলচ্চিত্রের চেয়ে দ্রুত বিলিয়ন আয় করার রেকর্ড করেছে।
ভ্যারাইটি অনুসারে, এই বছর মাত্র তিনটি চলচ্চিত্র এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে।
'অবতার' এর সিক্যুয়েল ছাড়া তালিকার অন্য দুটি ছবি হলো- 'টপ গান: ম্যাভেরিক' ও 'জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন'। চলচ্চিত্র দুটি যথাক্রমে ৩১ দিন এবং চার মাসেরও বেশি সময়ে বিলিয়নের মাইলফলক ছিুঁয়েছে।
২০২১ সালে মুক্তি পাওয়া 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এর পর 'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' দ্রুততম সময়ে বিলিয়ন আয়ের রেকর্ড করে।
আরও পড়ুন: ২০২২ সালে ১০০ কোটির ক্লাবের ভারতীয় সিনেমা কোনগুলো
চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির ১০ দিনের মধ্যেই বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে ৮৫৫ মিলিয়ন মার্কিন ডলারসহ (আইএনআর ৭ হাজার কোটির সমতুল্য) বছরের পঞ্চম-সর্বোচ্চ আয়কারী হয়ে উঠেছে।
ভ্যারাইটি অনুসারে, উত্তর আমেরিকার বাইরে 'অবতার ২'-এর জন্য সবচেয়ে বেশি আয়কারী দেশ চীন (১০০.৫ মিলিয়ন মার্কিন ডলার), তারপরে কোরিয়া (৫৩ মিলিয়ন মার্কিন ডলার), ফ্রান্স ( ৫২.৩ মিলিয়ন মার্কিন ডলার), ভারত (৩৭ মিলিয়ন মার্কিন ডলার) এবং জার্মানিতে (৩৫.৭ মিলিয়ন মার্কিন ডলার)।
ভ্যারাইটির তথ্য অনুসারে, তবে অবতার প্রথম সিনেমার সাফল্যের সঙ্গে সিক্যুয়েলটি এখনও অনেক পিছিয়ে আছে। অবতার চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ছবি হওয়ার রেকর্ড করে।
তবে, অবতার চলচ্চিত্রের সিক্যুয়ালটি রাশিয়াতে দেখা যাবে না, যেখানে প্রথম সিনেমাটি ১১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
আরও পড়ুন: বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় যেসব ‘স্টার কিডস’
বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
শত দেশের হাজার চলচ্চিত্র নিয়ে ৩য় সিনেমাকিং চলচ্চিত্র উৎসব ফেব্রুয়ারিতে
দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাবান সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (সিআইএফএফ) ৩য় অধিবেশন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সিআইএফএফ প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এ তথ্য জানান।
তিনি জানান, উৎসবটি হওয়ার কথা ছিলো ২০২২ সালের ডিসেম্বর মাসে, পরবর্তীতে সময় পরিবর্তন করা হয়।
মনজুরুল ইসলাম মেঘ বলেন, ৩য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতদেশের হাজার চলচ্চিত্র প্রতিযোগিতা করছে, ১০০০ চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালককে ইতোমধ্যেই আমরা ইমেইলের মাধ্যমে সিলেকশনের বিষয়ে নিশ্চিত করেছি।
মেঘ আরও জানান, বিভিন্ন দেশের ডেলিগেটরা এইবার অংশগ্রহণ করবে, সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। পৃথিবীর বড় বড় উৎসবের পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলো আমাদের উৎসবে জমা পড়েছে, আমরা সে সব চলচ্চিত্র সেন্সর করে বাংলাদেশের দর্শকদের দেখাতে চাই। এই অধিবেশনের আয়োজনটা বড়, এর আগে এশিয়া মহাদেশের কোন চলচ্চিত্র উৎসবে হাজার চলচ্চিত্র সিলেকশন হয়নি। আমরা এই রেকর্ড গড়তে চাই। তাই সুন্দর আয়োজনের জন্য আমাদের কিছু বাড়তি সময় প্রয়োজন।
উল্লেখ্য, ২য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১২১টি দেশ অংশগ্রহণ করেছিলো। সিআইএফএফ অধিবেশন দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত উৎসগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করা চলচ্চিত্র উৎসবের রেকর্ড গড়ে এবং বাংলাদেশে সর্বকালে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক উৎসবের খেতাবপ্রাপ্ত হয়।
আরও পড়ুন: কসমস ফাউন্ডেশনের প্রদর্শনীতে আলেকজান্দ্রু পোটেকা ও নিপার শিল্পকর্ম
উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় মেগাপ্রজেক্ট বাস্তবায়ন করায় ৩য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হবে মাননীয় প্রধানমন্ত্রীকে। এই উৎসবের মাধ্যমে শতাধিক দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের কাছে পদ্মা সেতু তুলে ধরা হবে। এইবার উৎসবের থিম সাজানো হয়েছে পদ্মা সেতু।
উৎসব পরিচালক জানান, ২য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছিলো। এইবারের উৎসবে আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি, মাস্টারক্লাস, ওপেন ফোরাম অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী মার্চ মাস থেকে নিয়মিত প্রত্যেক মাসে আট বিভাগে আটটি বিভাগীয় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিভাগের নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে স্পেশাল উৎসব।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্র সারাবিশ্বে পরিচিত করতে এবং বিভিন্নি দেশের সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের দর্শকদের পরিচয় করিয়ে দিতে ২০১৮ সালে যাত্রা শুরু করে ২০২০ সালে থেকে নিয়মিতো এই উৎসবের আয়োজন করে আসছে ঢাকা ফেস্টিভাল।
১ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে উৎসর্গ করা হয়েছিলো।
২য় সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১ এ বিশ্বের ১২১ টি দেশ অংশগ্রহণ করেছিলো, উৎসর্গ করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধাদের’।
আরও পড়ুন: আলোকচিত্র প্রদর্শনী 'প্রত্যাশা: অভিবাসীদের আশা' শুরু মঙ্গলবার
ঢাকায় ১৯তম এশিয়ান আর্ট বিয়েনালের উদ্বোধন প্রধানমন্ত্রীর
পুরো কমিটি নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন নিয়ে কম জল ঘোলা হলো না। সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে শেষ পর্যন্ত সকল কিছুর অবসান হলো।
বর্তমানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিপুণ পালন করবেন।
রবিবার (২৭ নভেম্বর) রাতে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
নিপুণের দায়িত্ব পালনের বিষয়টি শুরুতে জায়েদ খানের প্যানেলের বিজয়ীরা মেনে নিতে না পারলেও শেষ পর্যন্ত সেই অভিমানের অবসান হলো।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের বিষয়ে শুনানি ২২ ফেব্রুয়ারি
রবিবার এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ করেন চিত্রনায়িকা মৌসুমী।
তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।
শপথ গ্রহণ শেষে মৌসুমী গণমাধ্যমে বলেন, ‘খুব ভালো লাগছে সবাইকে একসঙ্গে পেয়ে। আমাদের সবকিছুর অবসান হলো। এত কিছুর পর আমরা আবার এক হয়ে গেলাম।’ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনেক ভালো লাগছে সবাইকে একসঙ্গে পেলাম। আমি এটাই চেয়েছিলাম। আমি একটা দায়িত্ব নিলে সেটা সঠিকভাবে পালন না করা পর্যন্ত শান্তি পাই না। দীর্ঘ ৯ মাস আমি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। সেই যন্ত্রণা রবিবার লাঘব হলো। সমিতির সকল সদস্যরা এসেছেন। সবাই কথা দিয়েছেন আমরা শিল্পীদের স্বার্থে কাজ করব।’
সকল দ্বন্দ্ব ভুলে সমিতিতে আসা প্রসঙ্গে ডিপজল গণমাধ্যমে বলেন, ‘শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব কখনোই চাই না। সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বটি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে। শুরু থেকেই আমরা বলেছি, আদালত যে রায় দেবেন আমরা মেনে নেব। আদালতের তরফ থেকে জানা গেছে, নিপুণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি, মিটিংয়ে অংশ নিয়ে সমিতির কার্যক্রমের সঙ্গে থাকব।’
শিল্পী সমিতিতে রবিবার আরও আসেন একই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত ডিপজল ও রুবেল।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচিত কমিটির রিয়াজ, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান, শাহনূরসহ অনেকেই।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চেম্বার কোর্টের আদেশ কঠোরভাবে অনুসরণের নির্দেশ
বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি
টাঙ্গাইলে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি টাঙ্গাইল-এর উদ্যোগে ও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ টাঙ্গাইল পর্ব।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
বরেণ্য অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, নির্মাতা মোরশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা তানভীর হোসেন প্রবাল, রিয়াজুল রিজু, ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এরশাদ হাসান।
আয়োজক কমিটির আহ্বায়ক সংস্কৃতিকর্মী সাম্য রহমানের সভাপতিত্বে চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি টাঙ্গাইলের সভাপতি ও টাঙ্গাইল উৎসবের পরিচালক মুঈদ হাসান তড়িৎ, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান বক্তব্য দেন।
আরও পড়ুন: লা গ্যালারিতে অভিজিৎ চৌধুরীর একক চিত্র প্রদর্শনী
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১১টায় প্রদর্শিত হয় বাংলাদেশি চলচ্চিত্র কাঁঠাল, ৪৫ মিনিট; শহরটা ঢাকা, ১১ মিনিট; অশ্লেশা, ৬ মিনিট; ফ্রেমড মেমোরিস, মালেশিয়া, ৭ মিনিট। দুপুর ২টায় পাঠশালা, ভারত, ১৯ মিনিট ; ফাইন্ডারস অফ দ্যা লস্ট ইয়ট, ফিনল্যান্ড, ৮৬ মিনিট । বিকাল ৫টায় দীপু নাম্বার টু, বাংলাদেশ, ১৫৪ মিনিট প্রদর্শিত হয়।
উৎসবে আগামী ২৫ নভেম্বর সিনেম্যাটোগ্রাফি বিষয়ে নির্মাতা এনামুল হাসান ও এ্যানিমেশন বিষয়ে এ্যানিমেশন নির্মাতা শাহরিয়ার আল মামুন কর্মশালা পরিচালনা করবেন। আগামী ২৬ নভেম্বর মোবাইল চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা রাকা নোশীন নাওয়ার। একই দিন বিকাল ৫টায় উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ১৪টি দেশের ২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৫টায় প্রদর্শনী রয়েছে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
২৫ নভেম্বর, ২০২২ শুক্রবার সকাল ১১টায় প্রদর্শিত হবে দি রিপাবলিক অফ চিলড্রেন, পোল্যান্ড, ৭২ মিনিট; মেসি, ইরান, ১৪ মিনিট। দুপুর ২টায় সুমো কিড, রাশিয়া, ৮৮ মিনিট; ক্রিপি, জার্মানি, ৫ মিনিট; থ্যাংক ইউ ফর ইয়র টিথ, রোমানিয়া, ২ মিনিট। বিকাল ৫টায় আমার বন্ধু রাশেদ,বাংলাদেশ, ৯৬ মিনিট। ২৬ নভেম্বর, ২০২২ শনিবার সকাল ১১টায় প্রদর্শিত হবে জিম বাটন এন্ড দি ওয়াইন্ড ১৩, জার্মানি, ১০৯ মিনিট;
সুমন'স ওডিশি-ভস্ট ইং, ফ্রান্স,২৬ মিনিট। দুপুর ২টায় নেইবোরস,সুইজারল্যান্ড, ৯০ মিনিট ; মেও অর নেভার, ইউকে, ১০ মিনিট ; মাই গ্যান্ডমা মাটিলডি, মেক্সিকো, ১০ মিনিট; মুন ল্যান্ডিং, কোস্টারিকা, ৬ মিনিট । সন্ধ্যা ৬টায় তারে জামিন পার, ভারত, ১৬৪ মিনিট।
উৎসবের সহ-আয়োজক জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইল। এছাড়া উৎসব আয়োজনে সহযোগিতা করেছে বুরো বাংলাদেশ, মেলো, সময় টিভি, ডুগডুগি মিডিয়া, শিশুদের জন্য ফাউন্ডেশন ও স্পটলাইট।
উল্লেখ্য যে গত মার্চ মাসজুড়ে ঢাকাসহ দেশের আটটি বিভাগে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয় ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। ঢাকা উৎসবে ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
আরও পড়ুন: জাবির নাট্যতত্ত্ব বিভাগের সহ-প্রতিষ্ঠাতা আফসার আহমদের ৬৩তম জন্মজয়ন্তী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যমী আমি-ভেনচার মায়েস্ট্রাস’ কর্মসূচি আয়োজিত
সিলেট চলচ্চিত্র উৎসবে ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা
সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে তিন হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) এ উৎসবে চলচ্চিত্র জমাদানের সময় শেষ হয়।
এতে ছয়টি নির্ধারিত বিভাগে ১১১টি দেশ থেকে মোট ৩০৬৫টি চলচ্চিত্র জমা পড়ে, যা গত পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।
গত ১৭ অক্টোবর সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করে। সেই সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন,আগামী ক’দিন চলচ্চিত্র বাছাই পর্ব চলবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসর সকলের সামনে নিয়ে আসতে পারব।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনটি চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালাসহ নানামুখী আয়োজন করে যাচ্ছে।
আরও পড়ুন: শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
চরাঞ্চলের মানুষের গল্প নিয়ে সোহেলের ‘নয়া মানুষ’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে দেখা যাবে নুসরাত ফারিয়ার সিনেমা। মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাতালঘর’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব।
এবার মোট ২৫টি কাহিনিচিত্র এবং ২০টি প্রামাণ্যচিত্র বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। ফারিয়ার ‘পাতালঘর’ প্রদর্শিত হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। উৎসবটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
এমন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত প্রসঙ্গে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘পাতালঘর’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। অভিনন্দন সিনেমার পুরো টিমকে।’
আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পাতালঘর’ সিনেমাটি ২০২০ সালের অক্টোবরে ছবির শুটিং শুরু হয়।
এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যামি মনোনয়নে মা-মেয়ের জুটি
শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’