কমিউটার ট্রেন
ঢাকা-গাজীপুর পথে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন, যাত্রীদের উচ্ছ্বাস
রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রেলপথে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন।
রবিবার (১৫ ডিসেম্বর) ভোর থেকে এসব ট্রেন চলাচল শুরু করেছে। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে এসে আনুষ্ঠানিকভাবে এসব ট্রেনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সকাল ৭ টার দিকে জয়দেবপুর স্টেশনে ফিতা কেটে ঢাকাগামী তুরাগ কমিটার ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আরও পড়ুন: ১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু
এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এই কারণেই গাজীপুরবাসীর যোগাযোগ সহজ করতে কমিউটার ট্রেন চালু করা হচ্ছে। এতে করে প্রতিদিন স্বল্প সময় যাতায়াত করতে পারবেন লোকজন। আগামীতে ঢাকার সঙ্গে নরসিংদী ও নারায়ণগঞ্জে কমিউটার ট্রেন চালু করা হবে।’
তিনি বলেন, ‘কমিউটার ট্রেনগুলো চালু হওয়ায় নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবীসহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। এছাড়া সময় এবং অর্থ সাশ্রয় হবে।’
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।
মাত্র ২০ টাকা ভাড়ার বিনিময়ে গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত চলাচলের সুবিধা পাচ্ছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে কমিউটার ট্রেন
১ সপ্তাহ আগে
১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল।
এরপর ১ আগস্ট ট্রেনটি চালু হলেও এর দুইদিন পর তা আবারও বন্ধ হয়ে যায়। তারপর থেকে ১১ দিনের মাথায় বুধবার (১৪ আগস্ট) খুলনা-বেনাপোল-মোংলা রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: ১৪ দিন পর স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
এদিন সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সাড়ে ৮টার দিকে বেনাপোলে পৌঁছায়। এরপর সেটি বেনাপোলে থেকে সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দেয়।
বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট ট্রেনটি চলাচল শুরু হলে এর দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। সেদিন থেকে ১১ দিন পর আবারও খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।’
বেনাপোল থেকে ২৩৫ যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন বেনাপোলের স্টেশন মাস্টার।
আরও পড়ুন: দর্শনা রেলবন্দরে ২০ দিন ধরে আসেনি ভারতীয় মালবাহী ট্রেন
সোমবার থেকে মালবাহী, মঙ্গলবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন
৪ মাস আগে
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ আলী আকবর জানান, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে এই রেললাইন দিয়ে ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভাঙা রেললাইন মেরামত, রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
৯ মাস আগে
চিলমারী কমিউটার ট্রেনের যাত্রা শুরু
কুড়িগ্রামের চিলমারীতে রমনা বাজার-রংপুর, কাউনিয়া-রমনা বাজার রেলপথে চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে রমনা বাজার স্টেশনে ফিতা কেটে পতাকা উড়িয়ে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রতিন্ত্রী বলেন, এই ট্রেন একদিকে যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করবে অন্যদিকে চিলমারী বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে দেশেরে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, রেল যোগাযোগ ছাড়াও চিলমারীতে আধুনিক নৌ-বন্দর স্থাপন করা হবে যা নদী বিধৌত এ অঞ্চলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রমনা রেলপথে কমিউটার ট্রেন চালু মঙ্গলবার
প্রতিন্ত্রী এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, অতিরিক্ত সচিব (অব.) বদরুল আলম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন: বাংলাদেশ রেলওয়ে
চিলমারী কমিউটার নামে এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে বলে জানা গেছে।
২ বছর আগে
কুড়িগ্রাম-রমনা রেলপথে কমিউটার ট্রেন চালু মঙ্গলবার
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর কুড়িগ্রাম-রমনা রেলপথে মঙ্গলবার থেকে কমিউটার ট্রেন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
সারাদেশে করোনার মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে এই রুটে কমিউটার ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। যার ফলে এই রুটে চলাচল করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের লালমানিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারিটেনডেন্ট খালিদুন নেছা বলেন, ‘মানুষের দুর্ভোগ কমাতে মঙ্গলবার থেকে কুড়িগ্রাম-রমনা রুটে কমিউটার ট্রেন পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।’
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত
তিনি বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে এই রুটে ট্রেন পরিষেবা পুনরায় চালুর জন্য সব প্রস্তুতি নিয়েছি। তবে ট্রেন পরিষেবার কোনো সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। রেলওয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
এছাড়া ট্রেন চলাচল শুরু করার পর পর্যায়ক্রমে রেলপথ সংস্কার করা হবে বলেও জানান তিনি।
সারাদেশে বন্যা ও করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চ থেকে এই রুটে কমিউটার ট্রেন পরিষেবা স্থগিত ছিল। সরকার যদিও বিভিন্ন রুটে ট্রেন পরিষেবা ফের চালু করেছে তবে এই রুটে তা স্থগিতই ছিল।
আরও পড়ুন: বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন: বাংলাদেশ রেলওয়ে
এই রুটে রেল সেবা চালুর দাবিতে জেলার বাসিন্দারা এ সময়ের মধ্যে বেশ কয়েক বার আন্দোলনও করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জনবল, ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকটের কারণে এটি স্থগিত রাখে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কমিউটার ট্রেনটি লালমনিরহাট থেকে বিকালে কাউনিয়া হয়ে কুড়িগ্রাম পৌঁছাবে।
এছাড়া পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস সম্প্রসারণ এবং বৃহত্তর দিনাজপুর জেলা ও রাজশাহী বিভাগের সঙ্গে রেল যোগাযোগ উন্নয়নের দাবি জানান স্থানীয় জনগণ।
২ বছর আগে
আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে চালু হচ্ছে আরও ২৪ লোকাল ও কমিউটার ট্রেন
বাংলাদেশ রেলওয়ে আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের বহরে আরও ২৪টি লোকাল ও কমিউটার ট্রেন যুক্ত করবে।
৪ বছর আগে