দেশে পাখির সবচেয়ে বড় খামার
বাগেরহাটে পাখি প্রজণন খামার, সালফার কাকাতুয়ার মূল্য প্রায় ৮ লাখ
পাখিও মানুষকে ভালোবেসে সোহাগ করতে পারে। খাঁচায় থেকেও পাখি মানুষের ডাকে সাড়া দিয়ে কথা বলে। পাখির সাথে মানুষের সখ্যতাও হতে পারে। খাঁচায় জন্ম নেয়া রঙ-বে-রঙের এসব পাখিদের খাঁচায় লালন-পালন করা হয়। পাখি প্রেমিকদের ভালবাসায় শিক্ত হয়ে খাঁচাবন্দী হয়েই পাখির জীবন কেটে যায়। খাঁচায় পোষমানা এসব পাখি আবার মানুষের বাণিজ্যের অংশও হতে পারে।
৪ বছর আগে