কুমিল্লার চান্দিনা
গোবর ফেলা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলা নিয়ে বাকবিতণ্ডা থেকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার(২৭ মার্চ) চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ বড় ও অভিযুক্ত আনিছ মিয়া দ্বিতীয়।
প্রত্যক্ষদর্শী হিমেল জানান, দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছে।
আরও পড়ুন: শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের অভিযোগ
বুধবার দুপুরে গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মেজ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে আঘাত করলে টুকরোটি বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়।
আহতাবস্থায় হানিফ মিয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের অভিযোগ
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কের আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
৮ মাস আগে
অন্যত্র বিয়ে করায় সাতজনকে দিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’
কুমিল্লার চান্দিনায় প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে সাতজনকে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে সুমন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে।
৪ বছর আগে