সোনারগাঁ
সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে দুই শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে বেসরকারি ইস্টার্ন ব্যাংকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।
আরও পড়ুন: আশুলিয়া প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘দুপুরে কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের কাজ চলাকালীন তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
৪৬ দিন আগে
সোনারগাঁয়ে বাসচাপায় অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ নিহত তিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের চাপায় নারী ও শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর সেতুর ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)।
কাকলী আক্তার কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানকার সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে আসা অটোরিকশাটি। অটোরিকশায় বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি বলেন, ‘খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।’
৬২ দিন আগে
সোনারগাঁয়ে ছেলের ছুরির আঘাতে বাবা নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম নোয়াগাঁওয়ের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত মাদকের জন্য বাবার কাছে টাকা চাইলে তিনি টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রিফাত তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আর ঘটনাস্থলে তার বাবার মৃত্যু হয়।
আরও পড়ুন: দুর্নীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে ধ্বংস করেছে: শ্বেতপত্র
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, ‘রিফাত মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা না পেয়েই সে তার বাবাকে হত্যা করেছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘রিফাতেকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
১০৯ দিন আগে
সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবককে ৬ মাসের জেল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় আবু হানিফ (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ দলরদী গ্রামের কবিরের ছেলে।
জানা যায়, ঘোড়া প্রতীকে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক হানিফ। জাল ভোট দেওয়ার সময় হানিফ ধরা পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৩২৪ দিন আগে
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারভেজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের টেঁটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
আরও পড়ুন: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০
আহতরা হলেন- জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন, আক্তার হোসেন, জসীম উদ্দীন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন ও জসীম উদ্দীনের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শুক্রবার সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে একটা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠি সোটা নিয়ে একে অপরের উপর হামলা শুরু করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ মারা যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত
৪১৯ দিন আগে
সোনারগাঁয়ে বাসচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
সোনারগাঁয়ে মো. মোস্তফা নামে এক বাস চালকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে ওই লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
আরও পড়ুন: নওগাঁয় ডোবা থেকে বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
খবর পেয়ে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের নাম পরিচয় মো. মোস্তাফা সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ।
নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে গত চার থেকে পাঁচ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ফরিদপুর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মেঘনায় নিখোঁজের ৫ দিন পর জেলের লাশ উদ্ধার
৭৮৭ দিন আগে
সোনারগাঁ থেকে ২ হাজার৭৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার১
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দুই হাজার৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (৪৫) গাইবান্ধার সাঘাটা থানার জুম্মার বাড়ি এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: বেনাপোলে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁর আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১। ওই অভিযানে কুমিল্লা থেকে ঢাকাগামী গণপরিবহনে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে চালের ভেতর থেকে দুই হাজার সাতশত নব্বই পিস ইয়াবা জব্দ করে।
র্যাব আরও জানায়, বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব দাবি করে, গ্রেপ্তার বেলাল দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ইয়াবা কেনা-বেচা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
দুই লাখ টাকা মূল্যের কষ্টিপাথর জব্দ, আটক ১
৯০৮ দিন আগে
নিজ বাড়ির টয়লেটে মিলল দলিল লেখকের বিবস্ত্র লাশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়ির টয়লেট থেকে মোশারফ হোসেন নামে এক দলিল লেখকের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর বেগমকে আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে শাহিনুর বেগম পুলিশকে জানান, তার স্বামী প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা তার পরিবারের সবাইকে জিম্মি করে মোশারফকে বাথরুমে আটকে পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা চলে গেলে বাড়ির সবাইকে ডেকে তার ঘরে নিয়ে যায়। আশপাশের লোকজন মোশারফকে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার
তবে দলিল লেখক মোশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে দাবি পুলিশের।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ডাকাতির অভিযোগ উঠলেও ওই বাড়ি থেকে কোন কিছুই খোয়া যায়নি। এমন কি বাড়িটির কোন অংশ ভাঙাও নেই।
তিনি বলেন, আমরা ডাকাতির কোন আলামত পাইনি। তাই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করছি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ফরিদপুরে পৃথক স্থান থেকে ২জনের লাশ উদ্ধার
৯২৮ দিন আগে
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাড়ির ধাক্কায় আহত মোটরসাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এর আগে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের পূর্বঢালে এ দুর্ঘটনা ঘটেছে।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত গাড়ি চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৯৪২ দিন আগে
সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ২০ বছরের এক বিশ্ববিদ্যলয়ের ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিন জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার দরিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিমা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী
আরও পড়ুন: গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, শুক্রবার সকালে মেরুল বাড্ডা আফতাবনগর থেকে কয়েকজন নারায়ণগঞ্জের পানাম সিটিতে যাওয়ার সময় সোনারগাঁয়ের দরিয়াকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মাহিমা ও অন্য আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, কাচপুর থেকে একটু পূর্ব পাশে দরিয়াকান্দি নামক স্থানে সৌদিয়া পরিবহন নামে একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা পরপরই বাসটি জব্দ করা হয়েছে ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
১০০০ দিন আগে