হারুনুর রশিদ
বোট ক্লাব নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি
আলোচিত ঢাকা বোট ক্লাব প্রতিষ্ঠার অনুমোদন নিয়ে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এটি কি সরকারের অনুমোদন নিয়ে নদীর তীরে স্থাপন করা হয়েছে? পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমতি নিয়ে কি এই ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন?’
জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যে বিরোধী সংসদ সদস্য এসব কথা বলেন।
হারুন বলেন, ‘আমার জানা নাই, স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে এ ধরনের কোনো ক্লাবে পুলিশের প্রধান সভাপতির দায়িত্ব বা এই রকম ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।’
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি বিবৃতি দাবি করেন যে আইজিপি কোনো আইনের অধীনে এই ধরনের ক্লাবের সদস্য হতে পারেন কি না।
চিত্রনায়িকা পরীমণি তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ আনার পর ঢাকা বোট ক্লাব লিমিটেড আলোচনায় আসে। পরে পরীমণির করা একটি মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: পরীমণির জামিন ও ‘ডোন্ট লাভ মি বিচ’
বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে নাসিরকে বহিষ্কার
পরীমণি আর পাবলিকের জামিন হলো, অন্যদের কী হবে
৩ বছর আগে
ইউএনও হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত চলছে: প্রধানমন্ত্রী
অপরাধীদের শাস্তি দেয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।
৪ বছর আগে