কলেজছাত্র হত্যা
ভৈরবে কলেজছাত্র হত্যা মামলার ১৭ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ৩ বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এই আদেশ দেন।
আসামিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মোছা. সেলিনা বেগম ওরফে শিউলী (২৫), আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের শোভা প্রকাশ মেঘলা (২০) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মো. সুমন (২২)।
সাজাপ্রাপ্ত আসামি শোভা প্রকাশ মেঘলা ও সুমন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে ভাবি ও তার সন্তানদের হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে মোহাম্মদ আলী ও তার বন্ধু মুরাদকে ভৈরব হাজী হাসমত কলেজ গেটের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা দুজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় কলেজে প্রবেশ করতে আসা অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মুরাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা সামছুদ্দিন মিয়া ২০০৮ সালের ৭ জানুয়ারি ভৈরব থানায় মামলা করেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মিজানুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি শফিউল জামান ভূঁইয়া।
১৯৮ দিন আগে
মাগুরায় কলেজছাত্র হত্যা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
মাগুরায় কলেজছাত্র হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার একই এলাকার নিজ নিজ বাড়ি থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারা হলেন-শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম।
নিহত রাজু আহম্মেদ (২৪) ওই এলাকার আক্তার শেখের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় অস্ত্র উদ্ধার, একাধিক মামলার আসামি গ্রেপ্তার
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় সোমবার রাতেই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মামলার হুকুমের আসামি শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ ও বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেন বিশ্বাসের সমর্থকদের মাদরাসা পরিচালনা পরিষদের নির্বাচন ও প্রতিহিংসার রেশ ধরে সোমবার রাতে কলেজছাত্র রাজু আহম্মেদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত রাজু আহম্মেদের বোন সানজিদা খাতুন পাপিয়া বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের সমর্থক ফারুক, সুমন, দাউদ, বাসি বিশ্বাস, আশরাফুল, হেলাল, নাজমুল তার বাবা আক্তার শেখের ওপর হামলা চালায়। এসময় আমার ছোট ভাই রাজু ঠেকাতে গেলে ফারুক তাকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
আরও পড়ুন: চাঁদপুরে ছিনিয়ে নেয়া আসামি ফের গ্রেপ্তার
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথইে রাত সাড়ে ১০টার দিকে মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা আখতার শেখ বাদী হয়ে মঙ্গলবার বিকালে শ্রীপুর থানায় মামলা দায়ের করে।
১৩৬৬ দিন আগে
পরকীয়া: ভাড়টিয়া খুনিকে দিয়ে কলেজছাত্রকে হত্যা!
বগুড়ার কাহালুতে পরকীয়ার জেরে ভাড়াটিয়া খুনিদের দিয়ে কলেজছাত্র আল মাহমুদ ওরফে আরমান হোসেন ওরফে আন্নাকে হত্যা করা হয়েছে বলে হত্যাকাণ্ডে জড়িতরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
১৯১২ দিন আগে