এসআই নিহত
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপের ধাক্কায় এসআই নিহত
সিলেটে পিকআপের ধাক্কায় সিলেট অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই কাজী আতিকুর রহমানের (৩৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও সদস্য।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আতিকুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপটির চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
২ মাস আগে
রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আসামিসহ আহত ৭
মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাস নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিকআপ করে তিন আসামি ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পুলিশের চার এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি আহত হয়। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। আহতরা হচ্ছেন, রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান শেষে তিনজন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে।
আরও পড়ুন: মৌলভীবাজারে পিকআপভ্যানে উঠতে গিয়ে শিশু নিহত
মৌলভীবাজারে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপচাপায় এসআই নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব পালনকালে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত হাজী আলী আজমের ছেলে।
আরও পড়ুন: মাগুরা ফরিদপুর সড়কে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
এর আগে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটির কালামুড়ি এলাকায় পিকআপ ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
জেলা পুলিশ বিভাগ জানায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন মোস্তফা কামাল। এসময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা পিকআপ এসআই মোস্তফা কামালকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত প্রাপ্ত হন তিনি। পরে তার সাথে থাকা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, নিহত এসআইয়ের লাশ জেলা সদর হাসপাতালে আছে। সংবাদ পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসেন।
৩ বছর আগে
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে পুলিশের এসআই নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে দুর্ঘটনায় রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হয়েছেন।
৪ বছর আগে
সাতক্ষীরায় ট্রাকের সাথে ধাক্কায় পুলিশের এসআই নিহত
জেলার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
৪ বছর আগে