দম্পতি নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলেসহ আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কে শহরের সাহাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আনছার ভিডিপি সদস্য এনামুল হক ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুন। এনামুল হক ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ওই দম্পত্তি তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে নওগাঁ শহর থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেল নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের সাহাপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক-বৃষ্টি খাতুন দম্পত্তি। তবে ভাগ্যক্রমে তাদের পাঁচ বছর বয়সী শিশু সন্তান জুনাইদ ইসলাম বেঁচে যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত জুনাইদ ইসলাম ও মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদও মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুইটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
দিনাজপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৮ মাস আগে
ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় গত দুদিনে তিনটি পৃথক দুর্ঘটনায় এক দম্পতিসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছেন আট জন।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকায় ঢাকাগামী একটি পিক-আপ ভ্যানের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
নিহত রনি খন্দকার (১৬) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে। তবে নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ২
শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ব্রিজের রেলিং ভেঙে লবণ বোঝাই ট্রাক খাদে পড়ে (আশুগঞ্জ- আখাউড়া) এক শ্রমিক নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়।
নিহত দুলাল মিয়া (৪৫) শেরপুর জেলার শ্রীবরদী থানার টাংগর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে।
আহতরা হলেন- ট্রাক চালক ইব্রাহিম মিয়া ও হেলপার মেহেদি হাসান সিলেটের জৈন্তাপুর এলাকা জয়নাল মিয়ার ছেলে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী নামক স্থানে সিলেটগামী প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী দম্পতি নিহত হন এবং চালককে হাসপাতালের নেয়ার পথে মারা যান। দুর্ঘটনায় আরও তিন জন আহত হন।
নিহতরা হলেন- সাগর মিয়া (৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাঁন মিয়ার ছেলে ও তার স্ত্রী শিরিন বেগম (২৮) এবং নিহত চালকের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ২
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম জানান, গত দুইদিনে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। অদক্ষ চালকের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে। মহাসড়কে যানবাহনগুলো কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৩ বছর আগে
নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দম্পতি নিহত
নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তুলা পাবই নামক স্থানে শুক্রবার বিকালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত হয়েছেন।
৪ বছর আগে