তরিকুল ইসলাম
বিএম কলেজের শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রবিবার বিকালে শাহিন হোসেন মল্লিক মামুনকে প্রধান আসামি ও ৪-৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন হামলার শিকার শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি বলেন, শিক্ষক তরিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে, সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ার বলেন, কলেজের শিক্ষক তরিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় রবিবার দুপুরে আমরা জরুরি বৈঠকে বসেছি। আমরা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব। এছাড়া হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ
২ বছর আগে
রাজশাহীতে ‘জেএমবি’র সদস্য গ্রেপ্তার
জেলার গোদাগাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব-৫।
৪ বছর আগে