চালকের মৃত্যু
শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মো. রফি (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় হাসনাত শিকদার নামে একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মো. রফি ঢাকার লক্ষীবাজার এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে এবং হাসনাত ঢাকার বাংলাবাজার এলাকার কামরুল শিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক রফি মারা যান ও আরোহী হাসনাত আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, রফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহতের লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
২ মাস আগে
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
নিহত আহসান হাবিব (৪৫) শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে নন্দীগ্রাম থেকে খালি সিএনজি অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন আহসান হাবিব। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। ওই সিএনজি অটোরিকশা থানা হেফাজতে আছে।
আরও পড়ুন: জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু!
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
১ বছর আগে
অটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
জেলার কালীগঞ্জ উপজেলায় রবিবার দুপুরে অটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে