ইউপি
চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়ের করা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে প্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
বুধবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
পুলিশ সুত্র জানায়, ২০১২ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিজিবি।
সেই মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।
রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, চোরাচালান মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরের পর তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আশিকুর রহমান।
আরও পড়ুন: ইউসিএলএ বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে আবারও বিক্ষোভ, গ্রেপ্তার ২৭
৫ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ড্রেনের জন্য মাটি খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া থেকে এ মূর্তি দুটি উদ্ধার করা হয়।
দলদলী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সকাল ১১টার দিকে বারইপাড়া গ্রামে মো. শুকুরের জমিতে ড্রেনের জন্য মাটি খননের সময় মূর্তি দুটি দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বাবু ঘটনাস্থলে গিয়ে তা দেখে আমাকে জানায়। মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলা হয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার করে। এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত ছিলেন। তিনি মূর্তি দুটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান। বড়টির ওজন প্রায় ৮২ কেজি এবং ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। দাম প্রায় ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, মূর্তি দুটিচাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হবে। পরে সেখান থেকে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩
মহাদেবপুরে ৩৫ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
১ বছর আগে
ফরিদপুরে এক পৌরসভা ও তিন ইউপি নির্বাচনে নৌকার পরাজয়
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও ওই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে একটি ইউনিয়ন ছাড়া বাকিগুলোতে নৌকা প্রতীকের পরাজয় হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে এ ভোটগ্রহণ চলে।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত
উপজেলা নির্বাচন অফিস জানায়, আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থী সাইফুর রহমান সাইফার পরাজিত হয়েছেন।
এখানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু (নারিকেল গাছ প্রতীক)।
এছাড়া তিন ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলাম (চশমা প্রতীক), আলফাডাঙ্গা সদর ইউনিয়নে সোহরাব হোসেন বুলবুল (নৌকা) ও বুড়াইচ ইউনিয়নে আব্দুল ওহাব পান্নু (আনারস)।
আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে, তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬টি ভোট কেন্দ্রের ১৬৮টি ভোটকক্ষে ৫১ হাজার ৫১৯ জন ভোটার ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাঁয়তারার অভিযোগ
নির্বাচনের নামে আর খেলা নয়: ফরিদপুরের জনসভায় ফখরুল
১ বছর আগে
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আব্দুল সালাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আব্দুল সালাম। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আব্দুল সালামের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে আব্দুল সালামের লাশ উদ্ধার করা হয়।
চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু শিশু আব্দুল সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু
২ বছর আগে
উলিপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের উলিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা (৫০)'র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী এক নারী।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৯ জুন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা ডাকলে সকাল ৯ টার সময় ভোটার আইডি কার্ড নিয়ে তার বাড়িতে যান ভুক্তভোগী নারী। কিন্তু বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে ঘরের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী ধস্তাধস্তি করে দরজা খুলে দ্রুত রুম থেকে বেরিয়ে যান। ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন অভিযুক্ত চেয়ারম্যান আতা। এ ঘটনায় সোমবার (২৭ জুন) ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের স্বামী কারাগারে
২ বছর আগে
কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জে চাঁদাবাজির মামলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) ভোরে উপজেলার শ্রুতিধর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ফরহাদ হোসেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন এলাহী বকস নামে এক ঠিকাদার।
অন্যদিকে ঠিকাদার বলছেন, চাঁদা না দেয়ায় চেয়ারম্যান আমাকে ও আমার ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন। এজন্য চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছি।
আরও পড়ুন: রাজশাহীতে চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারি করছেন এলাহী বকস। সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। পরে ২৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে চার থেকে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন ঠিকাদার। মঙ্গলবার ভোরে চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত ১
২ বছর আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে উপজেলার মঙ্গলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব (৪২), ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মিস্ত্রিপাড়ার বাসিন্দা নূরে আলমের ছেলে নোয়াজিম (১৬) এবং একই উপজেলার বনগাঁ গ্রামের ওসমানের ছেলে শামীম ওসমান (২২)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) ফখরুল ইসলাম জানান, প্রাইভেটকারযোগে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। রাত ১২টার দিকে বিরলের মঙ্গলপুর এলাকায় তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়। এ সময় রাস্তায় একটি মোটরসইকেলের সাহায্য নিয়ে সামনের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফিরছিলেন। এসময় মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে ট্রাকসহ পালিয়ে গেছে চালক। এতে ঘটনাস্থলেইওই তিনজন নিহত হয়।
রাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্যারোলে এসে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ায় প্যারোলে এসে শপথ নিলেন মনিরুল ইসলাম নামে এক চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে সদরের তালশহর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শপথ গ্রহণের জন্য প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ২০ ইউনিয়নের চেয়ারম্যান শপথ নেন। মনির হোসেন কারাগারে থেকেই নির্বাচনে পাশ করেন। গত ৫ জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন হয়। হেফাজতের সহিংসতার মামলায় নির্বাচনের আগে থেকেই জেলে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে সহিংসতার। দুই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও পৌরসভার মেয়র নায়ার কবির।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সহযোগীকে গুলি করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে আবারও নীলগাই উদ্ধার
ঠাকুরগাঁওয়ে আবারও একটি ধূসর ছাই রং এর নীলগাই উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে এ নীল গাইটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় বিজিবির কাছে নীলগাইটি হস্তান্তর করা হয়।
ইউপি চেয়ারম্যান হিমু সরকার বলেন, বর্তমানে নীল গাইটি সুস্থ আছে এবং বিজিবির জিম্মায় আছে।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলের দিকে নীলগাইটি ভারতীয় সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে ধরে ফেলে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। আমার এবং পীরগঞ্জ উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি বিজিবির কাছে কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নীল গাইটিকে গ্রামবাসী চারদিকে ঘেরাও করে ধরে ফেলে। পরে আমরা খবর পেলে সেখানে যাই। উপজেলা প্রাণি চিকিৎসককে গাইটি দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মানুষের ধাওয়ায় বিরল নীলগাইয়ের মৃত্যু
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া নীলগাইটি বর্তমানে ভালো রয়েছে। ‘নীলগাই হরিণের মতো নিরীহ। আমাদের দেশে জনসাধারণের জন্য প্রাণিটি লালনপালনে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এর প্রজনন ও বংশবিস্তারের উদ্যোগ নেয়নি প্রাণিসম্পদ বিভাগ।
প্রসঙ্গত, এ নিয়ে গত চার বছরে ঠাকুরগাঁওয়ে পাঁচটি নীলগাই দেখা গেছে। এর মধ্যে অবশ্য চারটিরই মৃত্যু হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর জেলার হরিপুর সীমান্তে মিনাপুর গ্রামে বিরল প্রজাপতির ধুসর লাল রঙের একটি নীলগাই ধরেছিল এলাকাবাসী। কিন্তু ক্ষতবিক্ষত হয়ে রক্তক্ষরনে নীলগাইটি মারা যায়। গত বছরের ২ জুলাই দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় মুক্তার বস্তি থেকে একটি মৃত নীলগাই উদ্ধার করেছিলো উপজেলা প্রশাসন। গত বছরের ২৩ ফেব্রুয়ারিতে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকার নাগর নদীর তীরে একটি কালো রঙের পুরুষ নীলগাই উদ্ধার করে বিজিবি।
এরও আগে প্রথমবার ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর রানীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের পাশ থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যায়। সেখানে চার দিন থাকার পর একটি মৃত বাচ্চা প্রসব করে প্রাণীটি। ২০১৯ সালের ১৮ মার্চ উদ্যানের বেড়ার সঙ্গে সজোরে ধাক্কা লেগে মারা যায় স্ত্রী নীলগাইটি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ভারত থেকে আসা ঠাকুরগাঁওয়ে আহত নীলগাইয়ের মৃত্যু
২ বছর আগে
চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে
সারাদেশে রবিবার চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এছাড়া কক্সবাজারের টেকনাফ, নরসিংদীর রায়পুরা ও পাবনার আটঘরিয়ায় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
৩৩টি ইউপি ও তিনটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
ইউএনবির কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ, দিনাজপুর জেলার বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার ২১টি ইউনিয়ন ও রাঙামাটির সদর ও নানিয়ারচর উপজেলার ১০টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে।
এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: পাবনায় চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ভোট স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সহযোগীকে গুলি করে হত্যা
ইউপি নির্বাচন: সিরাজগঞ্জে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী রনি ও কাজলী
২ বছর আগে