মাদক পাচার
মাদক পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড
কক্সবাজারে মাদক পাচার মামলায় এক ইয়াবা কারবারি রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আরিফ ওরফে মৌলভী আরিফ (৩৬) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন সত্যতা নিশ্চত করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান, গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মোহাম্মদ আরিফসহ আরও একজন। পরবর্তীতে পুলিশ এ মামলাটি তদন্ত করে। সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামিকে। দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেছেন বিজ্ঞ বিচারক।
পড়ুন: সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নাটোরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
২ বছর আগে
মাদক পাচার বন্ধে বিজিবি-বিএসএফের ঐক্যমত
সীমান্ত দিয়ে যেকোন ধরণের মাদক পাচার বন্ধে ঐক্যমতে পৌঁছেছেন বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।
বুধবার বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন। হিলি সিপি বিজিবি ক্যাম্পের গোলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার এবং ভারতের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএন ভাস্তব।
আরও পড়ুন: রোহিঙ্গাদের আবারও ‘বাঙালি সম্প্রদায়’ বলল মিয়ানমার
এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফের প্রতিনিধি দল হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। এসময় সেখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির কর্মকর্তারা।
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, করোনার কারণে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা বন্ধ ছিল। এখন হচ্ছে। আমরা বর্ডার ইস্যু ও বিভিন্ন ধরনের মাদক সহ অবৈধ পারাপার বন্ধ নিয়ে আলোচনা করেছি। বিএসএফকে বলেছি বাংলাদেশে মাদক পাচার বন্ধে তারা যেনো কার্যকর পদক্ষেপ নেয়।
তিনি আরও বলেন, বিএসএফও তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয়ে সীমান্তে যেকোন ধরনের অপরাধ রোধে একমত হয়ে কাজ করব। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা: যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনে সহায়তা করবে প্রত্যাশা ঢাকার
২ বছর আগে
২০২০ সালে ৭৩৮ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ: বিজিবি
সদ্য সমাপ্ত ২০২০ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৩৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩ বছর আগে
রঘুনাথপুর সীমান্ত থেকে ২ মণ গাঁজা জব্দ
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে সোমবার সন্ধ্যায় দুই মণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪ বছর আগে
মাদক পাচার: লালমনিরহাটে ১৪ কারারক্ষীকে বদলি
লালমনিরহাটে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে জেলা কারাগার হতে ১৪ জন কারারক্ষীকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে।
৪ বছর আগে