কালকিনি
মাদারীপুরে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে মেজো ভাইকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আলতাজ উদ্দিন হাওলাদারের মেজো ছেলে কবির হাওলাদার এবং ছোট ছেলে এইচ এম সবুর। তারা সবাই পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক খুন
স্থানীয়রা জানান, কবির হাওলাদারের সঙ্গে ছোট ভাই এইচ এম সবুরের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝেমধ্যে ঝগড়া হতো।
শনিবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুর ক্ষুব্ধ হয়ে মেজো ভাই কবিরকে গলা কেটে পালিয়ে যান।
পরে স্থানীয়রা কবিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান ফোন ধরেননি।
পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, ‘সবুর পেশায় একজন কোর্টের মুহুরি। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই।’
আরও পড়ুন: মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
১ বছর আগে
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেড় বছর বয়সী মাইসা পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের আব্দুল রহিম মুন্সির মেয়ে।
আরও পড়ুন: নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশু মাইসা সবার চোখ ফাঁকি দিয়ে একা পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত মাইসার বাবা বলেন, আমার আদরের মেয়ে পানিতে ডুবে মারা গেছে। এই শোক আমরা কীভাবে সইবো।
এ ব্যাপারে কালকিনি পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
আরও পড়ুন: মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
মাদারীপুরে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত বৃদ্ধের মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আলমগীর প্যাদা (৬০) উপজেলার সিডিখান এলাকার সিডিখান গ্রামের জয়নাল প্যাদার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের কালকিনির সিডিখান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মো. চান মিয়া শিকদারের সমর্থকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের ১০ নভেম্বর সকালে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় বোমায় স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থক আলমগীর প্যাদা গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়া জানান, আলমগীর প্যাদা আমার বংশের লোক। তাকে বোমা মেরে চান মিয়ার সমর্থকরা আহত করেছেন। সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগ প্রার্থী চান মিয়া সিকদার জানান, আমার লোকজনের বোমায় নয়। মিলন মিয়ার লোকজনের বোমায় আহত হয়ে আলমগীর প্যাদা মারা গেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল আলমগীর প্যাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নির্বাচনী সহিংসতায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫
ইউপি নির্বাচন: কুমিল্লায় সহিংসতায় যুবক নিহত
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ৬
২ বছর আগে
মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২
মাদারীপুরের কালকিনি উপজেলার এক ইউপি সদস্যের বাড়িতে বোমা তৈরির সময় মঙ্গলবার ভোরে বিস্ফোরণে দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তারা হলেন সুমন শিকদার (৫০) ও ইয়াছিন বেপারী।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল জানান, কালকিনির সিডি খান ইউপির সদস্য মান্নান মোল্লার বসত ঘরে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চালসহ ঘরটি উড়ে যায়। এতে সুমন শিকদার ও ইয়াছিন মোল্লা আহত হয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইউপি সদস্য মান্নান মোল্লা পলাতক রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম আদালতে বোমা হামলা: ‘বোমা’ মিজানের মৃত্যুদণ্ড
অভয়নগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
৩ বছর আগে
মাদারীপুরে ট্রাকের চাপায় একজনের মৃত্যু
মাদারীপুরের কালকিনির পান্থাপাড়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার সকালে ট্রাকের চাপায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
৪ বছর আগে