মাস্টার প্ল্যান
তিস্তার মাস্টার প্ল্যান এখনও নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছে: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখনও নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঁইয়া।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাপরিচালক উল্লেখ করেন, প্রাথমিকভাবে প্রকল্পটি চীন সরকারের সহযোগিতায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল। তবে এটি এমন পর্যায়ে রয়ে গেছে যেখানে নীতিনির্ধারকরা উদ্বিগ্ন।
তবে তিস্তার দুই দিকের উভয় তীরের ভাঙন রোধে সরকারের নির্দেশে সমীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকা পরিদর্শনে গিয়ে তিস্তা নদীর ক্ষয়ক্ষতি নিরূপণ ও এলাকাবাসীর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, বন্যার পানি নেমে গেলে এবং পর্যাপ্ত তহবিল পাওয়া গেলে তিস্তা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু হবে। তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদী খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
২ মাস আগে
ঢাবি ক্যাম্পাস উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে।
৪ বছর আগে