মাহমুদউল্লাহ
বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেটে খেলছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন বরিশালে।
সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। এ আসরে নবাগত দল দুর্বার রাজশাহীসহ মাঠে নামবে সাতটি দল।
গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার তাকে ধরে না রাখায় প্রাথমিকভাবে সিলেট স্ট্রাইকার্সে তিনি থাকবেন কি না এ নিয়ে সংশয় ছিল। পরে তাকে দলে নিয়ে নিল স্ট্রাইকাররা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যোগ দিয়েছেন সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
সব দলই সরাসরি চুক্তি ও ধরে রাখা খেলোয়াড়দের নিয়ে দল গুছিয়ে নিয়েছে।
এবার স্থানীয় তারকাদের পাশাপাশি বেশ সংখ্যক আন্তর্জাতিক খেলোয়াড় বিপিএলে আসছেন।
এবারের আসরে অংশ নেবেন মঈন আলী, থিসারা পেরেরা, কাইল মেয়ার্স, ডেভিড মালান, জনসন চার্লস ও অ্যালেক্স হেলসের মতো তারকারা।
বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুযায়ী কোন দলে খেলবেন কারা-
ঢাকা ক্যাপিটালস
মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।
চিটাগং কিংস
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা ও নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্স
মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান, ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি ও মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, নুরুল হাসান, মেহেদী হাসান, সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
১ মাস আগে
বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ নাম সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু টাইগার শিবিরে কেন, বিশ্বকাপ ক্রিকেটের ক্ষুদ্রতম এ সংস্করণে সবচেয়ে অভিজ্ঞদের তালিকায় রয়েছেন এ দুজন।
এমন দুই অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকায় তাই কিছুটা বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার আসন্ন বিশ্বকাপই এ দুজনের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না টাইগার অধিনায়ক। তাই বিশ্বকাপে ভালো পারফর্ম করে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য তা স্মরণীয় করে রাখতে চান শান্ত। এ জন্য দলের তরুণ খেলোয়াড়দের তাগিদ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮টি আসরের সবগুলো খেলেছেন সাকিব। এবার নবম আসর খেলতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সাকিব ছাড়া এখন পর্যন্ত হওয়া সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটার আছেন কেবল রোহিত শর্মা। এদের পাশে আছেন মাহমুদউল্লাহও। ২০২২ বিশ্বকাপ ছাড়া ৭টি আসরেই অংশ নিয়েছেন তিনি।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে এই দুজনের সম্ভাব্য শেষ বিশ্বকাপের কথা উঠতেই শান্ত বললেন, ‘আমি জানি না এটা তাদের (মাহমুদউল্লাহ ও সাকিব) শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কি না, এটা কেবলই অনুমান।
‘তারা এত লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদের ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদের উপহার দিলাম…. আমাদের (তরুণদের) জন্য এটি অবশ্যই দায়িত্ব।’
আরও পড়ুন: সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক
সাকিব-মাহমুদউল্লাহর কাছ থেকে প্রত্যাশা জানতে চাইলে শান্ত বলেন, ‘আমরা সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি কিছু চাই না। তারা যদি তাদের ভূমিকা অনুযায়ী পারফর্ম করতে পারেন, দল অবশ্যই সুবিধা পাবে। আমরা চাই, তারা তাদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দিক, যেন দলের উন্নতি হয়।’
দলের ভারসাম্য রক্ষায় সাকিব এখনও মহাগুরুত্বপূর্ণ। ব্যাট হাতে সেরা সময় এখন আর না থাকলেও বল হাতে তাকে এখনও বলা যায় দেশের সেরা। মাহমুদউল্লাহও গত কয়েক মাসে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছেন দারুণভাবে। তাই শান্তর মতো দেশের ক্রিকেটপ্রেমীরাও বিশ্বকাপে তাদের দিকে অনেকটাই চেয়ে থাকবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
৬ মাস আগে
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
২০২৪ সালের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু বাদ পড়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গত বছর বিশ্বকাপের আগে জাতীয় দলে না থাকায় কিছুটা অনিশ্চয়তার পরও এবার মাহমুদউল্লাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, বিশ্বকাপ এবং চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উভয় ক্ষেত্রেই তার দুর্দান্ত পারফরম্যান্স সম্ভবত তাকে চুক্তির প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।
তবে মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টিতে দেখতে পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
তামিমের বাদ পড়া প্রত্যাশিত ছিল, কারণ তিনি এর আগে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত না হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কার্যকরভাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সমালোচনার মুখে অবসরের ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম সংক্ষিপ্ত সময়ের জন্য দলে ফিরেছেন, তবে বারবার ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে চলে গেছেন। গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ ও বিশ্বকাপে অনুপস্থিত ছিলেন তিনি।
বিসিবি তিন ফরমেটের জন্য পাঁচজন, ওয়ানডেতে দুইজন, ওয়ানডে ও টেস্টের জন্য একজন, টেস্টের জন্য ছয়জন, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে চারজন এবং টি-টোয়েন্টির জন্য তিনজনকে চুক্তিবদ্ধ করেছে।
তামিম ছাড়াও চুক্তির বাইরে রয়েছেন এবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার- তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব।
কে পাবেন কোন চুক্তি-
সব ফরম্যাট: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।
শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব;
ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
বিসিবিতে বড় পরিবর্তন: প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, এলেন লিপু
৯ মাস আগে
এশিয়া কাপ ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল বিসিবি, বাদ পড়লেন মাহমুদউল্লাহ
এশিয়া কাপ-২০২৩ এর জন্য ১৭ সদস্যের স্কোয়াড শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচক প্যানেল। আর দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম।
নতুন করে দলে জায়গা করে নেওয়া বাঁ-হাতি ওপেনার তানজিদ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ এসিসি ইমার্জিং এশিয়া কাপে সেরা বাংলাদেশি ব্যাটারের পারফরম্যান্স করেছেন। তিনি চার ম্যাচে তিনটি ফিফটি করেছিলেন যা তাকে জাতীয় দলে জায়গা করে নেওয়পার পথ তৈরি করে দেয়। এছাড়াও ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সময় অন্যতম প্রধান পারফরমার ছিল এই ব্যাটার।
আরও পড়ুন: বিশ্বকাপকে সামনে রেখে পুনর্বাসন শুরু তামিম ইকবালের
এছাড়াও দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান ও মোহাম্মদ নাইম। নাসুম দেশের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর কোনো ওডিআই খেলেননি। আর নিউজিল্যান্ডে ২০২১ সালে তার শেষ ওয়ানডে খেলেছিলেন ডানহাতি অলরাউন্ডার মাহেদী।
এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে মোট ৬টি দল।
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাইম ও নাসুম আহমেদ।
আরও পড়ুন: ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব
১ বছর আগে
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক সোহান
আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
এই সিদ্ধান্তের আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ।
দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট ইভেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে সোহানের।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরসহ বেশ কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ব্যাট হাতেও সাম্প্রতিককালে ব্যর্থ ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। তিনি ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ২৬টি পরাজয়ের বিপরীতে জয় ১৬টিতে।
বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে এই সিরিজের দলে রাখা হয়নি। তাদেরকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া আসন্ন এ সিরিজের জন্য আগেই ছুটি নিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
৩০ জুলাই দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে এবং শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩১ জুলাই এবং ২ আগস্ট অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের পরে উভয় দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।
এদিকে মুশফিক ও হাসান মাহমুদকে নিয়ে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। ব্যক্তিগত কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না মুশফিক। ডানহাতি পেসার হাসান মাহমুদ ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ও পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন এবং তাইজুল ইসলাম।
পড়ুন: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি
শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
২ বছর আগে
তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটে স্পিনাররা সুবিধা পাবেন বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়) তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচ জিততেই হবে।
ম্যাচের আগে মাহমুদউল্লাহ বলেন, ‘এই উইকেটে স্পিনাররা সুবিধা পাবে। আমি এর আগে এখানে ওয়ানডে খেলেছি এবং দেখেছি যে এই ভেন্যুটির উইকেট ঐতিহ্যগতভাবে শুকনো যা স্পিনারদের জন্য সহায়ক।’
তবে দলের একাদশ কেমন হবে তা এখনো ঠিক করতে পারেনি বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। ম্যাচের দিন এখানে বৃষ্টি হলে পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। আমরা একাদশ নিয়ে পরে সিদ্ধান্ত নেব।’
পিচ শুষ্ক থাকলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একাদশে ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে।
টি-টোয়েন্টি সিরিজের পর ১০ জুলাই থেকে দু’দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পড়ুন: জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
২ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে হারায় টপ অর্ডার ব্যাটারদের দুষলেন মাহমুদউল্লাহ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারায় দলের টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১২৭ রান তুলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯ ওভার দুই বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তুলে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ বলেন, ‘যখন আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিই তখন উইকেট ব্যাটিং করার জন্য ভালো মনে হয়েছে। তবে বোলারদের জন্যও সহায়ক ছিল। এটা কোনো অজুহাত হতে পারে না। আমাদের ব্যাটিংয়ে আরও ভালো করা উচিত বিশেষ করে টপ-অর্ডারে।’
তিনি বলেন, ‘বিশ্বকাপেও আমাদের টপ অর্ডার ব্যাটারদের পারফর্মেন্সে ঘাটতি ছিল। যদি আমরা ১৪০ করতে পারতাম তাহলে ভালো হত। ১২৭ রান নিয়ে আগে উইকেট পেলে (ভালো হত)। বোলাররা ভালো করেছেন। আমরা অনেকটা কাছে চলে গিয়েছিলাম। শেষ পর্যায়ে পাকিস্তানের শেষ দুই ব্যাটারকে ক্রেডিট দিতে হয়। নওয়াজ ও সাদাব খান তাদের জন্য ভালো করেছেন।’
পাকিস্তানও প্রথম দিকে উইকেট হারায়। তবে পঞ্চম উইকেটে ফখর জামান ও খুশদিল শাহ স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করেন যা বাংলাদেশকে চাপে ফেলে দেয়।
খেলার শেষ পর্যায়ে মোহাম্মদ নওয়াজের ৮ বলে ১৮ এবং সাদাব খানের ১০ বলে ২১ রান পাকিস্তানকে চার বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।
এই সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২২ নভেম্বর একই ভ্যানুতে দুপুর ২টায় হবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৪ উইকেটে হারাল পাকিস্তান
পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
২ বছর আগে
৬০ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে সফরকারী নিউজিল্যান্ড।
বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১৬.৫ ওভারে অলআউট হয়ে যায় টম ল্যাথাম বাহিনী। টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের এটি যুগ্ম সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
টাইগারদের পক্ষে মুস্তাফিজ তিনটি, সাইফুদ্দিন, সাকিব, নাসুম দুটি করে এবং মেহেদী একটি উইকেট নেন। নিউজিল্যানন্ডের পক্ষে অধিনায়ক টম ল্যাথাম (১৮) এবং হেনরি নিকোলসই (১৮) শুধু দুই অংকের ঘরে যেতে পেরেছেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রাচিন রবীন্দ্র ও কোল ম্যাকনির।
অন্যদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এই সিরিজেও নেই। বাঁহাতি ওপেনার কিছুদিন ধরে হাঁটুর ইনজুরিতে রয়েছেন। তবে মুশফিকুর রহিম এবং লিটন দাস সিরিজে ফিরেছেন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দশটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সবগুলোই তারা হেরেছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছে।
এই সিরিজে নিউজিল্যান্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড়কে দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে অন্তর্ভুক্ত করেনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডাল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, আজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার এবং জ্যাকব ডাফি।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
৩ বছর আগে
টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর 'নাটকীয়' বিদায়, ‘গার্ড অব অনার’ সতীর্থদের
গুঞ্জন শোনা যাচ্ছিল টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন অলরাউন্ডার এবং টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের পঞ্চম দিন মাঠ নামার আগে তাকে ‘গার্ড অব অনার’ দিয়ে তাঁর সতীর্থরা এই গুঞ্জন সত্যি প্রমাণ করে দিলেন।
আরও পড়ুনঃ কোপার শিরোপা মেসির হাতে
ডানহাতি এই অলরাউন্ডার ম্যাচের তৃতীয় দিনের খেলার আগে তার অবসর সম্পর্কে সতীর্থদের অবহিত করেন বলে জানা গেছে। তিনি অবশ্য গণমাধ্যমের কাছে এ বিষয়ে কিছু বলেননি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে টেস্টে নির্বাচিত হওয়ার আগে মাহমুদউল্লাহ ১৭ মাসেরও বেশি সময় ধরে খেলার বাইরে ছিলেন। এই প্রত্যাবর্তন টেস্টে তিনি অপরাজিত থেকে ১৫০ রান করেছিলেন, যা এখন তার শেষ টেস্ট ইনিংস হবে।
একটি বাংলাদেশি গণমাধ্যম হারারে থেকে জানিয়েছে, মাহমুদউল্লাহ গত রাতে ধারণা দিয়েছিলেন, তিনি এই অবসর নিয়ে পুনর্বিবেচনা করতে যাচ্ছেন। কিন্তু তিনি তা করেননি।
আরও পড়ুনঃ মাহমুদউল্লাহ তাসকিনের বীরত্বে ৪৬৮ রানে থামল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এর আগে একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘তিনি আমাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাননি। আমি অন্য কারও কাছ থেকে জানতে পেরেছি। তবে এটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। এটা অস্বাভাবিক। আমরা এখন একটি টেস্ট খেলছি। ম্যাচটি এখনও শেষ হয়নি।’
নাজমুল আরও বলেছিলেন, মাহমুদউল্লাহর এই সিদ্ধান্ত তাকে অনেক অবাক করেছে। কারণ এই অলরাউন্ডার বোর্ডের কাছে লিখিত সম্মতিতে টাইগারদের হয়ে সব ফরম্যাটে খেলতে রাজি আছেন বলে লিখেছিলেন।
আরও পড়ুনঃ আচরণবিধি লঙ্ঘন: তাসকিন ও মুজারাবানিকে জরিমানা
নাজমুল আরও বলেন, ‘তিনি আমাদের লিখেছিলেন যে সুযোগ পেলে তিনি টেস্ট খেলবেন। আমরা জাতীয় দলের প্রত্যেক খেলোয়ারের কাছে জানতে চাই তাঁরা কোন ফরম্যাটে খেলতে পছন্দ করেন। মাহমুদউল্লাহ আমাদের জানিয়েছিলেন তিনি প্রতিটি ফরম্যাটেই খেলতে পারবেন।’
সম্প্রতি তিনি নিজে টেস্ট ক্যারিয়ারের পরিকল্পনা সম্পর্কে জানতে মাহমুদউল্লাহর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। মাহমুদউল্লাহ বলেছিলেন, দলের প্রয়োজন হলে তিনি টেস্ট খেলতে প্রস্তুত এবং বোলিংয়ের জন্যও প্রস্তুত।
ডানহাতি অফ-স্পিনিং অলরাউন্ডার ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সব ধরণের খেলায় বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলিতে তিনি একাধিকবার টেস্টে নিজের জায়গাটি হারিয়েছেন।
আরও পড়ুনঃ হারারে টেস্ট: লিটন রিয়াদের দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বস্তি
চলমান টেস্টসহ মাহমুদউল্লাহ টাইগারদের হয়ে মোট ৫০টি টেস্ট খেলেছেন এবং হারারে টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত ১৯৪৯ রান করেছেন। তিনি পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছেন।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ ১৯৭টি ওয়ানডে ও ৮৯টি টি-২০ খেলেছেন এবং যথাক্রমে ৪৪১০ ও ১৫০৭ রান করেছেন এবং ৭৬ ও ৩১ উইকেটের পতন ঘটিয়েছেন।
৩ বছর আগে
হারারে টেস্ট: লিটন-রিয়াদের দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বস্তি
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে আট উইকেটে ২৯৪ রান করেছে সফরকারী বাংলাদেশ। এদিনে আলো স্বল্পতার কারণে ৮৩ ওভার খেলা হবার পর আর মাঠে গড়ায়নি বল।
শুরুর দুই সেশন জিম্বাবুয়ের রাজত্ব থাকলেও শেষ সেশনে মাহমুদউল্লাহ-লিটনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন সেঞ্চুরির (৯৫) খুব কাছে গিয়ে আউট হয়েছেন। তবে দিনশেষে মাহমুদউল্লাহ ক্রিজে আছেন। দুজনের জুটি থেকে আসে ২৫৬ বলে ১৩৮ রান।
লিটনের পর মিরাজও আউট হয়ে যান। কাল আবার ব্যাটিংয়ে নামবেন মাহমুদউল্লাহ (৫৪) এবং তাসকিন (১৩)।
আরও পড়ুন: হারারে টেস্ট: শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। স্কোরবোর্ডে ৮ রান উঠতেই সাইফ হাসান ও নাজমুল হোসেন ফিরে গেছেন। দলীয় ৬৮ রানে ফিরেন সাদমান ইসলাম।
এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল এবং মুশফিক ইনিংস মেরামতের চেষ্ট করেন। তবে ১০৫ রানে মুশফিকও ফিরে যান। সাকিবও আজ কিছু করতে পারেন নি। দলীয় ১৩২ রানে ব্যক্তিগত ৭০ রানে মুমিনুলও প্যাভিলিয়নের পথ ধরেন।
সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। এই জুটিতে পৌঁছায় ২৭০ রানে।
আরও পড়ুন: কোপা: কলম্বিয়াকে বিদায় জানিয়ে ফাইনালে আর্জেন্টিনা
এদিকে, পায়ের ইনজুরির কারণে টেস্ট একাদশের বাইরে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
একমাত্র টেস্ট শেষ হবার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই।
সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ শামীম
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহিদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: তাকুদজওয়ানাশে কাইতানো, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক),ডিওন মেয়ার্স, টিমিসেন মারুমা, রয় কাইয়া, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
৩ বছর আগে