দম্পতি আটক
ফরিদপুরে অস্ত্র ও মাদক উদ্ধার, দম্পতি আটক
ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই সময় কোতোয়ালি থানার মামুদপুর এলাকা থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার গোলাম মোস্তফা (৪৬) ও তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।
শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দুইটি স্টিলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করে। এছাড়া আট বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করে যে তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করে আসছেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে থাকা মাদক বিক্রয়ের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইন পৃথক মামলার প্রস্তুতি চলছে। শনিবার বিকালে তাদের আদালতে তুলে চার দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।
২ বছর আগে
মীরসরাইয়ে ইয়াবা জব্দ, দম্পতি আটক
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের ঈদগাহ থানার ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার আবু জাফর আনসারী ছেলে জালালাবাদ এলাকার বাসিন্দা ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও তার স্ত্রী নাজমা আলম নোভা (২২)।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কথিত ছিনতাইকারী দম্পতি আটক
মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হাদিফকিরহাট এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াহিয়া কবির শোয়াইব ও তার স্ত্রী নাজমা আলম নোভাকে আটক করি। এই সময় তাদের সঙ্গে থাকা একটি হাত ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিপুল স্বর্ণেসহ মুদ্রা উদ্ধার, দম্পতি আটক
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ইয়াবাগুলো তারা ঢাকা নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। এই দম্পতি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছেন। এই ঘটনায় মীরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন এবং শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।’
২ বছর আগে
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাজধানীতে দম্পতি আটক
রাজধানীর তোপখানা সড়কের একটি বাসায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শনিবার রাতে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন মোহাম্মদ তানভীর আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ।
আরও পড়ুন: সিলেটে জোড়া খুন: ‘গৃহকর্মীকে বিয়ের প্রস্তাব দেন শিক্ষিকা!’
শনিবার রাতে শাহবাগ থানা পুলিশের একটি দল এই দম্পতিকে আটক করে এবং শিশুটিকে বাসা থেকে উদ্ধার করে।
সুইটি নামের গৃহকর্মী শিশুটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বাসিন্দা। শিশুটি নয় মাস ধরে সেখানে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: সৌদিতে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তা চায় বাংলাদেশ
শনিবার ওই বাসার এক প্রতিবেশী গৃহকর্মীকে নির্যাতনের আঘাতের চিহ্নসহ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এবং আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
একজন সাংবাদিক এই পোস্টটি দেখে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখায় পাঠিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
আরও পড়ুন: সিলেটে স্কুল শিক্ষিকা, গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে রহস্য!
ফেসবুকে পোস্টের দেড় ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা নিয়েছে।
৩ বছর আগে
সাভার থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার, দম্পতি আটক
সাভার থেকে অপহরণের পাঁচ দিন পর আড়াই বছরের এক শিশুকে রংপুরে উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে