পঞ্চগড় এক্সপ্রেস
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু পূর্বসেতু রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার দিবাগত রাত (১৯ মার্চ) ৩টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে, সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে লাইনচ্যুতির ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের স্টেশন মাস্টার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো চলতে শুরু করেছে।
আরও পড়ুন: বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
গতকাল সোমবার (১৮ মার্চ) পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে যাত্রাবিরতির পর রাত ১০টার দিকে রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বগি লাইনচ্যুত হয়।
খায়রুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধু রেলসেতু প্রকল্পের একটি ক্রেনের সাহায্যে বগিটি টেনে তোলা হয় এবং ক্ষতিগ্রস্ত প্রায় দুইশ ফুট লাইনের মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু পূর্বসেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লাইনচ্যুত বগিটির চাকার কোনো ত্রুটির কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত
ট্রেন লাইনচ্যুত: জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
৯ মাস আগে
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চূর্ণবিচূর্ণ
দিনাজপুরের চুনিয়াপাড়ায় ঢাকা ফেরত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাক্টর চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
সোমবার সকাল ৯ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীসহ সংশ্লিষ্টদের জানমাল।
আরও পড়ুন: ময়মনসিংহ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রেলওয়ে থানার ইনচার্জ এরশাদুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্য পঞ্চগড় স্টেশনে ফিরে যাবার সময় দিনাজপুর সদরের চুনিয়াপাড়া রেল ক্রসিং এর কাছে বালু বহনকারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়।
এতে ট্রাক্টরটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি নিয়ে ট্রেনটি নিরাপদে পঞ্চগড়ে পৌঁছেছে।
তিনি আরও জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীসহ সংশ্লিষ্টদের জানমাল।
এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে স্কুলবাসের সঙ্গে ট্রেনের ধাক্কা
১ বছর আগে
হিলিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
দিনাজপুরের হিলিতে ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে হিলির সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
৪ বছর আগে