মতলব উত্তর
চাঁদপুরে যুবলীগকর্মীর মৃত্যু: গ্রেপ্তার ৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মোহনপুর ইউনিয়ন যুবলীগকর্মী মোবারক হোসেন বাবু নিহত হওয়ার ঘটনায় করা মামলায় রবিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) সুদীপ্ত রায় ইউএনবিকে বলেন, এ মামলার প্রধান আসামি কাজী মিজানসহ ৬০/৬৫ জন।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
তিনি বলেন, এ পর্যন্ত মুসা ও মিজানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, যুবলীগকর্মী বাবু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও স্বাধীনতা পদক বিজয়ী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরি দলের নেতা কর্মীসহ গতকাল শনিবার বিকালে হাসপাতালে দেখতে যান।
এর আগে শনিবার (১৭ জুন) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে যাওয়ার পথে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগকর্মী মোবারক হোসেন বাবু নিহত হন। নিহত বাবু মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
রাজশাহীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার
১ বছর আগে
চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী নিহত
চাঁদপুরের মতলব উত্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ কর্মী মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর চরে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন বাবু (৪৮) মোহনপুর ইউনিয়নের যুবলীগ কর্মী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী বলে স্থানীয়রা জানায়।
আহতদের মধ্যে জহির (২০) ও ইমনকে (১৮) গুলিবিদ্ব অবস্থায় মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার করা হয় বলে হাসপাতাল সূত্র জানায়।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
নিহত বাবুর ভাই আমির হোসেন কালু জানান যে মায়া চৌধুরীর নিদের্শে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আসার সময় হামলার ঘটনা ঘটে। এতে তার ভাই বাবু গুলিবিদ্ব হয়ে মারা যায়।
বিষয়টি মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন নিশ্চিত করেন।
এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করেছে পুলিশ। সে মিজান গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের ২ মামলা
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পক্ষ দু’টি হচ্ছে- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রুপ এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান গ্রুপ।
ওসি মহিউদ্দিন বলেন, হাসপাতালে নেওয়া হলে এক যুবক মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি
১ বছর আগে
চাঁদপুরে টিকার জন্য শিক্ষার্থী প্রতি নেয়া হচ্ছে ৫০ টাকা!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকা নিতে জনপ্রতি ৫০ টাকা করে নেয়া হচ্ছে বলে অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
জানতে চাইলে অভিযোগ স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক বেনজির আহমদ।
তিনি বলেন, আমাদের স্কুলে টিকাদান কেন্দ্র করা হয়েছে। এখানে আমাদের অনেক খরচ আছে। সেটা মেটাতে আমরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে নিচ্ছি। এর চেয়ে বেশি নেয়ার অভিযোগ থাকলেও তিনি জানান, জনপ্রতি ৫০ টাকার বেশি নেয়া হচ্ছে না।
অভিভাবকদের দাবি, কিছু শিক্ষার্থীকে ৫০ টাকার বেশি দিতে হয়েছে।
বিদ্যালয়টিতে বর্তমানে ১ হাজার শিক্ষার্থী রয়েছে। হিসাব অনুযায়ী, টিকাদান কার্যক্রমে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয় হবে ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই
বর্তমানে করোনার প্রাদুর্ভাব বাড়লেও সরকার শিক্ষার মান ধরে রাখার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা শেষ করতে হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে।
সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের টিকা দিলেও মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের টাকার বিনিময়ে টিকাদানের বিষয়ে অভিভাবক ও শিক্ষা সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইযূম খান বলেন, ‘আপনার মাধ্যমে আমি অভিযোগ পেলাম। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দীন পাটোয়ারি বলেন, ‘এটা আমার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিব।’
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৯৬ লাখ ডোজ ফাইজার টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র
২ বছর আগে
সংঘর্ষের আশঙ্কায় মতলব উত্তরে ১৪৪ ধারা জারি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একই স্থানে দুপক্ষের সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
৩ বছর আগে
চাঁদপুরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ ভাঙন, স্বেচ্ছাশ্রমে মেরামত
জেলার মতলব উত্তর উপজেলার ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ’ জনতা বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে আচমকা ব্যাপক ভাঙন দেখা দিলে শত শত যুবক স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করে।
৪ বছর আগে