নৃত্যশিল্পী
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
বাংলাদেশি নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিন্নাত বরকতুল্লাহ বুধবার বিকালে মারা গেছেন। বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় জিন্নাত বিকাল ৪টা ৪৫ মিনিটে তার ধানমন্ডির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে তার মেয়ে ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।
প্রখ্যাত নৃত্যশিল্পী এই বছরের মার্চ মাসে ফুসফুসের সংক্রমণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পাঁচ দিন নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ছিলেন।
এর আগে ২০২০ সালে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকটি জটিলতায় ভুগছিলেন। যার মধ্যে তিনটি ব্রেন স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া, উচ্চ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
তার স্বামী ও বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত প্রযোজক মো. বরকতুল্লাহ ২০২০ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।
বর্ণাঢ্য কর্মজীবনে জিন্নাত বরকতুল্লাহ ২০০২ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে (বিএসএ) প্রযোজনা বিভাগের পাশাপাশি নৃত্য ও সংগীত বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি পারফর্মিং আর্ট একাডেমিতে যোগ দেন এবং বুলবুল ললিতকলা একাডেমি থেকে ছয় বছরের ডিপ্লোমাও অর্জন করেন।
আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে তিনি কত্থক, ভারতনাট্যম, মণিপুরি ও লোকনৃত্যের ফর্ম্যাটে প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৮০ সালে বিটিভি নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে আত্মপ্রকাশের পর তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেন।
নৃত্য ও অভিনয়ের ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার, নাট্যসভা পুরস্কার, বাচসাস পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।
নৃত্যে অসামান্য অবদানের জন্য জিন্নাত বরকতুল্লাহকে ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়।
আরও পড়ুন: ‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
১ বছর আগে
কক্সবাজারে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম ওরফে হারবদলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার রামু উপজেলা রাবার বাগান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারবদল কক্সবাজার পৌরসভার ঘোনাপাড়া এলাকার নূর আহম্মদের পুত্র। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে গাঁজা ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
তিনি জানান, কলাতলী এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে অবস্থিত রাজন কটেজে সোমবার রাতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। কয়েকদিন আগে তাদের দুজনকে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি তাদের একটি চক্রের হাতে তুলে দেন।
ওই চক্রের সদস্যরা রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করেন। মঙ্গলবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী এক নৃত্যশিল্পী অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যান। অপরজন ঢাকায় চলে যান। রামুতে নেমে যাওয়া নৃত্যশিল্পীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক ঘটনার বিস্তারিত জেনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। অভিযুক্তকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জুয়া চক্রের ৬ সদস্য গ্রেপ্তার: র্যাব
শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গায় গ্রেপ্তার
১ বছর আগে
ঢাকা থেকে কক্সবাজার নিয়ে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। তবে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ পায়।
ধর্ষণের শিকার দুই কিশোরী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ওই দুই কিশোরীর মধ্যে একজন কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
আরও পড়ুন: নওগাঁয় ধর্ষণের দুই মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য মতে, কলাতলী এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে অবস্থিত রাজন কটেজে সোমবার রাতে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। কয়েকদিন আগে তাদের দুজনকে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি তাদের একটি চক্রের হাতে তুলে দেয়।
ওই চক্রের সদস্যরা রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করেন। মঙ্গলবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী এক কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যায়। অপরজন ঢাকায় চলে যায়। রামুতে নেমে যাওয়া কিশোরীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক ঘটনার বিস্তারিত জেনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া জানান, সকালে ওই কিশোরীকে চিকিৎসা দিয়েছেন চিকিৎসক নুরুল হুদা শাওন। কিশোরীর বক্তব্য পাওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন।একজন চিকিৎসাধীন। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পেরেছে। একজন আটক হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৫ আসামির যাবজ্জীবন
পিরোজপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
১ বছর আগে
নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাতক্ষীরার তালায় এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আকাশ হোসেন (২২) নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে এবং পেশায় একজন নির্মাণশ্রমিক।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সাতক্ষীরা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ভুক্তভোগী ওই নারী। কিছুদিন আগে তার পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সঙ্গে। গত ৯ জুলাই বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ। ঘটনাস্থলে গেলে আকাশসহ আরও দুই যুবক তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন।
তিনি বলেন, বুধবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন।
বৃহস্পতিবার সকালে আসামি আকাশকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী।
আরও পড়ুন: ধানমন্ডিতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর কল্যাণপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ
নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
১ বছর আগে
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা মারা গেছেন
একুশে পদক বিজয়ী কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান মারা গেছেন। রবিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, স্বাধীনতার পর বাংলাদেশের একজন বিশিষ্ট নৃত্য শিল্পী গোলাম মোস্তফা খান নিউমোনিয়া ও বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান। গত ২৮ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: ‘মার্ডার শি রোট’ তারকা অ্যাঞ্জেলা ল্যান্সবেরি মারা গেছেন
মৃত্যুকালে খান তার স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
বাংলাদেশে একজন নৃত্যের পথিকৃৎ হিসেবে তার সফল কর্মজীবনের পাশাপাশি খান ১৯৮০ সালে তার নৃত্য প্রতিষ্ঠান বেনিকা ললিতকলা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
এই আইকনের মৃত্যুতে শোক ও গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
খালিদ প্রয়াত ব্যক্তির আত্মার চির শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন,বেনুকা ললিতকলা কেন্দ্রের মাধ্যমে গোলাম মোস্তফা খান বাংলাদেশে নৃত্যের বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।
খান ২০২০ সালে একুশে পদক এবং ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছিলেন।
এই অর্জনগুলো ছাড়াও তিনি নৃত্যে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরষ্কার পেয়েছিলেন। তার অনেক শিষ্য দেশ-বিদেশে সফল নৃত্যশিল্পী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
তার জনপ্রিয় নৃত্যনাট্যগুলো হলো- ‘বেনুকর সুর,’ ‘তিন সুরে গাঁথা,’ ও ‘রক্তলাল অহংকার’।
আরও পড়ুন: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন মারা গেছেন
সাংবাদিক রায়হান চৌধুরী মারা গেছেন
২ বছর আগে
কিংবদন্তি নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণ
কিংবদন্তি নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে তাঁর নিজ বাসভবনে মারা গেছেন বলে নিশ্চিত করেছে এনডিটিভি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দেশের দ্বিতীয়-সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত এই শিল্পীকে তাঁর শিষ্য ও অনুগামীরা শ্রদ্ধা ও স্নেহের সঙ্গে পণ্ডিত জি বা মহারাজ জি বলে ডাকতেন। ভারতের অন্যতম সেরা শিল্পীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
এনডিটিভির খবরে বলা হয়, রবিবার রাতে বিরজু মহারাজ তার নাতিদের সঙ্গে খেলছিলেন যখন তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর
বিরজু মহারাজের নাতনি কথক নৃত্যশিল্পী রাগিনীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘যখন এই ঘটনাটি ঘটেছিল তখন তিনি আমাদের সঙ্গে ছিলেন। রাতের খাবার খেয়ে তিনি আমাদের সঙ্গে 'অন্তাক্ষরী' খেলছিলেন। কারণ তিনি পুরানো গান পছন্দ করতেন। এসময় হঠাৎ তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।যেহেতু তিনি হার্টের রোগী ছিলেন আমরা মনে করি এটি কার্ডিয়াক অ্যারেস্ট ছিল। রাত ১২ টা ১৫ থেকে ১২ টা ৩০ এর মধ্যে ঘটনাটি ঘটেছে। দুর্ভাগ্য আমরা তাকে বাঁচাতে পারিনি।’
তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনসহ অসংখ্য শিল্পী শোক ও সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: গীতিকার রাসেল ও’নিলের ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
হাইকোর্টে জামিন পেলেন নৃত্যশিল্পী ইভান
বিদেশে নারীপাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
৩ বছর আগে
প্রখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে
প্রখ্যাত অভিনেত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহকে শনিবার রাজধানীর এক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
৩ বছর আগে
সাভারে নৃত্যশিল্পী খুন
আড়াপাড়ার ড্রেনমার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক নৃত্যশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
মানবপাচার মামলায় ৭ দিনের রিমান্ডে নৃত্যশিল্পী ইভান
মানবপাচার আইনে করা মামলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
৪ বছর আগে