মা-মেয়ে নিহত
ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩
ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার ভোগা গ্রামের মাওলানা নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০), তার শিশুকন্যা আদিবা (৩) ও একই উপজেলার দাওগাও গ্রামের মৃণাল চন্দ্র দাস (৬৫)।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের চেরুমন্ডলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মৃণাল চন্দ্র দাস এবং হাসিনা বেগম ও তার মেয়ে আদিবা মারা যায়।
পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে এবং আহত দুইজনকে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এসময় ওই সড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
৪৩১ দিন আগে
মুন্সীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত, চালক আটক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তুলাকাই এলাকার বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের এই দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- মা শিউলী বেগম (৪০) ও মেয়ে পুতুল আক্তার (২০)। এ ঘটনায় নিহত শিউলী বেগমের কোলে থাকা দুই বছরের শিশু আনিসা আক্তার অক্ষত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
আটক ট্রাকচালক বাবলু মিয়া (৩৮) নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আলী সোয়েব জানান, তারা নারায়ণগঞ্জে থেকে অটোরিকশাটি রিজার্ভ নিয়ে মাদারীপুরের গ্রামের বাড়ি যাওয়া জন্য শিমুলিয়া যাচ্ছিলেন। পথে বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের শিমুলিয়াগামী সিএনজি চালতি অটোরিকশাটি বিপরীত দিকে থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুতুল আক্তার ও মা শিউলী বেগম নিহত হন।
আরও পড়ুন: নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দম্পতি নিহত
তিনি জানান, স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশের সোপর্দ করে এবং আধা ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, পুতুলের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের ভদ্রাসন গ্রামে।
১১৩০ দিন আগে
বাস খাদে পড়ে নাটোরে মা-মেয়ে নিহত, আহত ৯
নাটোরের লালপুর উপজেলার গোধরা এলাকায় বাস খাদে পড়ে সোমবার মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।
১৬১৪ দিন আগে
কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
কিশোরগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এছাড়া, আরও তিনজন আহত হয়েছেন।
১৬৩৫ দিন আগে
কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার নিচে পড়ে সোমবার মা ও মেয়ে নিহত হয়েছেন।
১৬৪৯ দিন আগে