পেট্রোলিয়াম
এলপিজি গ্যাসের ১২ কেজির দাম কমেছে ৮৫ টাকা
খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমিয়ে এক হাজার ৩১৩ টাকা থেকে এক হাজার ২২৮ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে এলপিজি-এর অন্যান্য পরিমাণের দামও একই অনুপাতে নতুন দামের সঙ্গে সঙ্গতি রেখে কমবে। গাড়ির জন্য অটোগ্যাসের দামও প্রতি লিটারের বর্তমান মূল্য ৬১ দশমিক ১৮ টাকা থেকে কমিয়ে ৫৭ দশমিক ২৪ টাকা করা হয়েছে।
নতুন দাম ঘোষণা করে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বিশ্বব্যাপী সৌদি কার্গো মূল্য (সিপি) কমে যাওয়ায় খুচরা এলপিজির দাম কমেছে।
আরও পড়ুন: আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ কেন নয়: হাইকোর্টের রুল
এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৮৫০ মার্কিন ডলারের আগের দাম থেকে ৭৬৫ দশমিক ৭৫ কমেছে। বাংলাদেশের বেসরকারি এলপিজি অপারেটররা সৌদি সিপির ভিত্তিতে বাল্ক এলপিজি কেনে।এসময় বিইআরসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিইআরসি চেয়ারম্যান বলেন, রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস কোম্পানির এলপিজির দাম অপরিবর্তিত থাকবে কারণ বৈশ্বিক বাজারদরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এলপিজি শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন, যে সৌদি সিপি সাধারণত প্রতি মাসের শেষে ঘোষণা করা হয় পরের মাসের জন্য এটি কার্যকর করার জন্য এবং দেশে জ্বালানির চালান আসতে ৭-১০ দিন সময় লাগে। বেশিরভাগ বাংলাদেশি প্রাইভেট কোম্পানি সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে তাদের বাল্ক এলপিজি আমদানি করে এবং স্থানীয়ভাবে বাজারজাত করে।
হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য গণশুনানির পর ১২ এপ্রিল প্রথমবারের মতো বিইআরসি খুচরা-স্তরের এলপিজি মূল্য নির্ধারণ করে।
আরও পড়ুন: অফশোর তেল ও গ্যাস অনুসন্ধানে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
জ্বালানির দাম বৃদ্ধির কিছু বোঝা ভোক্তাদের বহন করতে হবে: অর্থমন্ত্রী
১২১৬ দিন আগে
কেরোসিন-ডিজেলের মূল্য নির্ধারণের নির্দেশ কেন দেয়া হবে না: হাইকোর্ট
আইন অনুসারে কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আদালতে রিট আবেদনটি করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের জন্য ২০১২ সালে প্রস্তুতকৃত তিনটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের আদেশ দেয়া হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
রিটের বিবাদীরা হচ্ছেন- জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিইআরসির চেয়ারম্যান ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
আরও পড়ুন: জ্বলানি তেলের দাম না কমলে চলবে পণ্য পরিবহন ধর্মঘট
জ্বালানি তেল চোর সিন্ডিকেটের ৯ সদস্য গ্রেপ্তার
১২১৯ দিন আগে
চাল, সার, পেট্রোলিয়াম ক্রয় প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
চাল, সার ও পেট্রোলিয়াম আমদানিসহ সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১২টি প্রস্তাব অনুমোদন করেছে।
১৫৮১ দিন আগে
আগামী বছর ৪৯.৮ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের
সরকার ২০২১ সালে ৪৯.৮ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম জ্বালানি আমদানির পরিকল্পনা করছে।
১৬৫৩ দিন আগে