শ্রমিক দগ্ধ
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে হাজ্বী লিয়াকত আলী'র মালিকানাধীন যমুনা স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন, নাটোর জেলার গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৫), বগুড়ার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান মিলন (৪০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের সিদ্দিকের ছেলে মামুন ফিরোজ (২৪)।
আরও পড়ুন: আগুন লাগার পরও লঞ্চ ৪০ মিনিট চলে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে সীতাকুণ্ডে যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সোহেল রানা ও জাহিদকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে এবং অপর দুজনকে ২৬ নং অর্থোপেডিক্স সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, যমুনা স্টিলে কাজ করার সময় অক্সি এসিটিলিন গ্যাসের আগুন থেকে চার শ্রমিক দ্বগ্ধ হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য অগ্নিদগ্ধ হয়েছে।
আরও পড়ুন: লঞ্চের আগুনে নিহত প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা দেয়ার ঘোষণা
ঝালকাঠিতে লঞ্চে আগুন: নিহত ৩৯, আহত অর্ধশতাধিক
২ বছর আগে
সাভারে বয়লারের গরম পানি থেকে ৪ শ্রমিক দগ্ধ
সাভারের আশুলিয়ায় একটি ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানি থেকে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানা এই ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন রাশেদুল, হাসান, স্বন্দীপ ও আনোয়ার।
আরও পড়ুন: অগ্নিদগ্ধ হয়ে কুষ্টিয়ায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে ২ জনের ৬০ শতাংশ এবং বাকী ২ জনের যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ করে দগ্ধ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে বগুড়ায় দম্পতিসহ দগ্ধ ৪
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৪ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে কয়েক ব্যক্তি। পরে তাদের দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে দগ্ধদের মধ্যে থেকে ৬০ শতাংশ করে পুড়ে যাওয়া রাশেদুল ও হাসানকে আইসিওতে পাঠানো হয়। বাকী ২ জনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
দগ্ধ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা জানান, কারখানার ভিতরে কাজ করার সময় দূর্ঘটনাবশত বয়লারের গরম পানি তাদের শরীরে পড়লে তারা ৪ জন দগ্ধ হন।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, এ দুর্ঘটনাটির খবর আমরা শুনেছি।
৩ বছর আগে
চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত কারখানায় ভারতীয় শ্রমিকসহ দগ্ধ ৭
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় মঙ্গলবার গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছেন।
৪ বছর আগে