মা-মেয়ে আটক
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত ১, মা-মেয়ে আটক
শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের স্ত্রী মাজেদা বেগমের লাঠির আঘাতে মোরাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নকলা উপজেলার টালকি ইউনিয়নের পূর্ব টালকি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোরাদ হোসেন পূর্ব টালকি গ্রামের বাসিন্দা। ঢাকার কল্যাণপুরে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১
এ ঘটনায় নকলা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে খুশী বেগমকে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে গ্রামের মোরাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই জালাল উদ্দিনের বিরোধ চলছিল। এর জেরে চাচাতো ভাইয়ের স্ত্রী মাজেদার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মাজেদা লাঠি দিয়ে মোরাদের মাথার পেছন দিকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে খুশী বেগমকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন খুন
৮ মাস আগে
রাজশাহীতে ইয়াবাসহ মা-মেয়ে আটক
চারঘাট উপজেলায় ৯ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
৪ বছর আগে