বিনোদন কেন্দ্র
পাইকগাছার সরল খাঁ দীঘিকে ঘিরে গড়ে উঠবে বিনোদন কেন্দ্র
শেওলা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে প্রাণ ফিরে পাচ্ছে খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘি। সংস্কারের মাধ্যমে গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্রও। দীঘিটির ঐতিহ্য ফিরিয়ে আনতে এরকমই উদ্যোগ নিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন শেষে এমন সম্ভাবনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
আরও পড়ুন: খেলার মাঠ, বিনোদন কেন্দ্রে বদলে যাবে কুমিল্লার মনপালের জনপদ
তিনি বলেন, দীঘিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সংস্কার করে চিত্তবিনোদনের ব্যবস্থা করা হবে।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সরল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘি। দীঘিটি প্রায় ৫০০ বছরের পুরাতন। এলাকায় প্রচলিত আছে তৎকালীন সময়ে হজরত খানজাহান আলী (রহ.) এর অনুসারী পীর সরল খাঁ দীঘিটি খনন করেন। পীর সরল খাঁ এবং দীঘিটি ঘিরেই রয়েছে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য।
বিভিন্ন সূত্রে জানা যায়, সরল খাঁ’র নামেই নামকরণ হয় সরল গ্রাম। তার পাইক পেয়াদাররা গাছে নৌকা বাঁধতো। সেখান থেকেই নাম হয় পাইকগাছা। দীঘির পাশেই যেখানে বাদী-দাসীরা বাস করত। এখানকার নাম হয় বান্দিকাটী গ্রাম। যেখানে গোশালা ছিল সেখানকার নাম হয় ঘোষাল।
লোক লস্কর যেখানে থাকত সেখানকার নাম হয় লস্কর। এভাবেই সরল খাঁ এবং সরল খাঁ দীঘিকে ঘিরেই রয়েছে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য।
১৫ বিঘা আয়তনের দীঘিটি দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শেওলা ও আগাছায় ভরে গেছে গোটা দীঘি।
দীঘিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সংস্কার করে চিত্তবিনোদনের ব্যবস্থা করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন ইউএনও মুহাম্মদ আল-আমিন।
এদিকে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী দীঘিটিতে একটি দৃষ্টিনন্দন পার্ক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সর্দার, কাউন্সিলর মো. আব্দুল গফফার মোড়ল, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লতিফা আখতার, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সর্দার, আব্দুল্লাহেল বাকী ও মিনারুল ইসলাম।
আরও পড়ুন: চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে মাস্ক না পরায় দর্শনার্থীদের জরিমানা
চট্টগ্রামে ৫ মাস পর খুলেছে বিনোদন কেন্দ্র
৫৩২ দিন আগে
ভ্রমণপিপাসু মানুষে মুখরিত মোহনপুর পর্যটনকেন্দ্র
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা পাড়ে গড়ে উঠেছে মিনি কক্সবাজার খ্যাত মোহনপুর পযর্টনকেন্দ্র। শত শত ভ্রমণপিপাসু ও বনভোজনকারী দলের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে এলাকাটি।
১৪৯৯ দিন আগে
করোনা: ঝিনাইদহে বন্ধ পার্ক কর্মীদের মানবেতর জীবন
মহামারি করোনাভাইরাসের কারণে গত পাঁচ মাস ধরে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। জেলার পার্ক কর্তৃপক্ষের প্রায় কোটি টাকা লোকসান হয়েছে। আর পার্কের স্থায়ী ও মৌসুমি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
১৬৭৬ দিন আগে
খেলার মাঠ, বিনোদন কেন্দ্রে বদলে যাবে কুমিল্লার মনপালের জনপদ
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মনপাল গ্রাম অবস্থিত। এই গ্রামে সরকারের সাত একর খাস জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র গড়ে উঠলে বদলে যেতে পারে এই গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা।
১৯৭৪ দিন আগে