শিবির
রোহিঙ্গা শরণার্থীদের ৭.৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে সুইডেন
কক্সবাজারের শরণার্থী শিবিরে দু’দিনের সফর শেষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কর্মকাণ্ডের জন্য দেশটির পক্ষ থেকে ৭৯ মিলিয়ন ক্রোনা বা ৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন।
এই অনুদানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জন্য পরিচ্ছন্ন জ্বালানি, কক্সবাজারের পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নয়ন এবং শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের দক্ষতায় উন্নয়নমূলক কাজ করা হবে।
নিরাপদ জ্বালানি ও শক্তির জন্য এ সকল কর্মকাণ্ড জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)-এর যৌথ কার্যক্রম ‘সেফ এক্সেস টু ফুয়েল এন্ড এনার্জি প্লাস, ফেইজ ২’ (সেফ+২) এর আওতাধীন।
রাষ্ট্রদূত লিন্ডে বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় বাংলাদেশিদের জীবনে সেফ+২ প্রোগ্রামের ইতিবাচক প্রভাব দেখে আমি মুগ্ধ। ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থীদের আগমনের একটি প্রভাব পড়েছিল কক্সবাজারের বনভূমির একটি বড় অংশের ওপর। সেফ+২ এর মাধ্যমে বিস্ময়করভাবে শরণার্থী শিবিরগুলোর আশেপাশের জায়গাগুলোতে সবুজায়ন ও বনায়ন পুনরায় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই যে শরণার্থীরা এখন পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে রান্না করছে, এর মাধ্যমে বনভূমি এবং তাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। পরিবেশ রক্ষার মাধ্যমে শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিরা দক্ষতা উন্নয়ন ও জীবিকার কাজে জড়িত হচ্ছে। যা অসাধারণ একটি অর্জন। এখানে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত।’
আরও পড়ুন: কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসডিজি অ্যাডভোকেট বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে
প্রকল্পের আহ্বায়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, ‘সুইডেনের সরকার ও এর জনগণের এই অনুদানের মাধ্যমে আমরা এক লাখ ৯০ হাজার শরণার্থী পরিবারকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দিতে পারব। এই পরিচ্ছন্ন জ্বালানি শরণার্থীদের সুস্থতা ও জীবনমান উন্নয়নে কাজ করে। কেননা, এর মাধ্যমে নিশ্বাসের সঙ্গে কম ধোঁয়া ঢুকে এবং এটি বনে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা ও অন্যান্য সুরক্ষা ঝুঁকি রোধ করে। এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ ও বাস্তুতন্ত্রের একটি সফল পুনর্বাসন হবে এবং টেকসইভাবে কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ কমবে।’
এলপিজি ও উন্নত জ্বালানিবান্ধব রান্নার সরঞ্জাম বিতরণের মাধ্যমে লাকড়ির ব্যবহার ও এর সঙ্গে গাছ কাটার পরিমাণ কমানো যায়। এই কার্যক্রমের প্রথম ধাপের মাধ্যমে এখন পর্যন্ত চার লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করা সম্ভব হয়েছে।
পুরো প্রক্রিয়াটি আরও কার্যকরী হয় একই সময়ে গাছ লাগানো, পুনরায় বনায়ন এবং ঝিরি ও পানি নিষ্কাশনের বিভিন্ন প্রাকৃতিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে। এই যৌথ কার্যক্রমে পরিবেশের উন্নয়ন ও কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ঝুঁকিতে থাকা শরণার্থী ও স্থানীয় জনগণকে সাহায্য করবে।
২০১৯ সালে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর নেতৃত্বে শুরু হওয়া সেফ+ কার্যক্রমটিকে প্রথম থেকেই সুইডেন সহায়তা দিয়ে এসেছে। প্রথম ধাপের সফলতা ও অভিজ্ঞতাকে পুঁজি করে ২০২২ সালের জুলাইতে এর দ্বিতীয় ধাপ সেফ+২ শুরু হয়। এই কার্যক্রমের দ্বিতীয় ধাপকে বর্তমানে সহায়তা দিচ্ছে সুইডেন ও কানাডা সরকার।
প্রায় ছয় বছর আগে মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের কারণে সাত লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হতে বাধ্য হয়েছিল। বর্তমানে প্রায় ৯ লাখ ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার এলাকায় ঘনবসতিপূর্ণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং আরও ৩০ হাজার শরণার্থী বাস করছে ভাসান চরে।
আরও পড়ুন: থাই সরকারের প্রতি রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার আহ্বান এপিএইচআর’র
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
চট্টগ্রামে মিছিল বের করার সময় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মিছিল বের করার চেষ্টাকালে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে এদের আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে বয়স বাড়িয়ে শিশুকে কারাগারে পাঠানোর অভিযোগ
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বলেন, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করে। এাছাড়া আটকের পর তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি।
আরও পড়ুন: প্রয়াত আ.লীগ নেতা নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
দিনাজপুরে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মী আটক
দিনাজপুরে জামায়াত শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে কিশোরীকে গরম চা ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ, মামী আটক
আটকরা হলেন-জামায়াতের দিনাজপুর জেলা শাখার আমির ও প্রাক্তন সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ফুলবাড়ী উপজেলার ৭নম্বর ইউনিয়নের আমির আবু তাহের, ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর দক্ষিণের সাবেক সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক আমির মঞ্জুরুল কাদের, জেলা জামায়াতের সদস্য জাহিদুল ইসলাম, পার্বতীপুর উপজেলার আমবাড়ী ইউনিয়নের শিবিরের সাংগঠনিক সম্পাদক নঈম বিল্লাহ, পার্বতীপুর উপজেলার সদস্য আবুল বাসার ও রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দিনাজপুর শহরে অরাজকতা ও নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা একত্রিত হয়। এসময় পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ রুপির সমপরিমাণ জাল নোট জব্দ, আটক ১
চট্টগ্রামে মিছিল থেকে জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী আটক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে বের করা মিছিল থেকে চট্টগ্রামে জামায়াত শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাচঁলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, সকালে ‘শুলকবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত শিবিরের কর্মীরা। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেয়া জামায়াত নেতারাসহ গ্রেপ্তার আট জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: জামায়াতের ১০ দফা দাবি ঘোষণা, গণমিছিল ২৪ ডিসেম্বর
জানাগেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপির সঙ্গে যুগপৎ গণআন্দোলনে নামে জামায়াত। ২৪ ডিসেম্বর দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির। একই দাবিতে বিএনপিও গণমিছিল কর্মসূচি পালন করছে।
আরও পড়ুন: আ.লীগের অনুরোধে গণমিছিলের তারিখ পরিবর্তন করবে বিএনপি
আ.লীগের জাতীয় কাউন্সিল বিবেচনায় ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি
গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু
ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে ২১ জন নিহত হয়েছে।
এ অঞ্চলটির হামাস শাসকরা বলেছেন, ইসরায়েলি-ফিলিস্তিনিদের সহিংসতার বাইরে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলির মধ্যে একটি।
হামাস জানিয়েছে, জনাকীর্ণ জাবালিয়া ক্যাম্পের তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। বাড়ির ভিতরে কেউ বেঁচে নেই।
হামাস দ্বারা পরিচালিত গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুনের কারণ ভবনে মজুত করা পেট্রল।
আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, ২ বাংলাদেশি থাকার আশঙ্কা
তবে পেট্রলে কিভাবে আগুন লাগল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত চলছে।
গাজা হামাস শাসিত। ইসরায়েল-মিশরীয় অবরোধের কারণে তীব্র জ্বালানি সংকটের মুখে রয়েছে এখানকার অধিবাসীরা। শীত আসার সঙ্গে সঙ্গে এখানকার নাগরিকেরা বাড়িতে রান্নার গ্যাস, ডিজেল ও পেট্রল সংরক্ষণ করে। এর আগেও কয়েকবার মোমবাতি ও গ্যাস লিকেজের কারণে বাড়িতে আগুন লেগেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শুক্রবারকে শোক দিবস ঘোষণা করেছেন।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি দূত টর ওয়েনেসল্যান্ড ‘দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু, সরকার এবং ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হুসেইন আল-শেখ ইসরায়েলকে গাজার সঙ্গে তার সীমান্ত ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে আহতদেরকে পশ্চিম তীর এবং জেরুজালেমের ফিলিস্তিনি হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা দেয়া যায়। পরে নিশ্চিত হওয়া যায় বাড়ির সবাই মারা গেছে।
গাজা স্ট্রিপের সঙ্গে ইরেজ ক্রসিং নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সংস্থা সিওজিএটি কোনো মন্তব্য করেনি।
কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ ফিলিস্তিনিদের প্রতি তার সমবেদনা জানিয়ে এ টুইটে লিখেছেন, ‘আমরা সিওজিএটি -এর মাধ্যমে আহত বেসামরিক নাগরিকদের হাসপাতালে সরিয়ে নিতে আমাদের সহায়তার প্রস্তাব দিয়েছি। ইসরায়েল রাষ্ট্র গাজার বাসিন্দাদের জীবন রক্ষাকারী চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত।’
আরও পড়ুন: মনপুরায় অগ্নিকাণ্ডে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত ২ বাংলাদেশি শনাক্ত
চট্টগ্রামে হোটেল থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ৪৯
চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার একটি হোটেল থেকে জামায়াত শিবিরের নেতাকর্মী সন্দেহে ৪৯ জনকে আটক করেছে করেছে পুলিশ। সোমবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে টেরিবাজারের ‘আল বায়ান’ নামক একটি ভাতের হোটেল থেকে তাদের আটক করা হয়।
সিএমপির কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রেজাউল করিম বলেন, কয়েকজনকে থানায় আনা হয়েছে। এখনও বিস্তারিত বলতে পারছি না।
কোতোয়ালি জোনের এসি মুজাহিদুল ইসলাম বলেন, রাতে একটি অভিযানে টেরীবাজার থেকে কয়েকজনকে ধরে আনা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সকালে বিস্তারিত বলতে পারব।
পড়ুন: নোয়াখালীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে গোপন বৈঠক থেকে শিবিরের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
কক্সবাজারে শ্রমিক লীগ নেতা হত্যা: সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা ও সাংবাদিক ইমাম খাইরকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (আইন ও মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার শহরের চাউল বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম সিকদারের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্র শিবিরের সাবেক নেতা ও সাংবাদিক ইমাম খাইরকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ইমাম খাইর কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস ফুলছড়ি এলাকার ফরিদুল আলমের ছেলে। ইমাম খাইর ছাত্র শিবিরের কক্সবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কক্সবাজার শহর শাখার সাবেক সভাপতি ছিলেন। সাবেক শিবির নেতা ইমাম চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ‘চট্টগ্রাম মঞ্চ’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজারের স্থানীয় দৈনিক ‘কক্সবাজার ৭১’ এর নির্বাহী সম্পাদক। তিনি প্রধানমন্ত্রীর অনুদান প্রাপ্ত একজন সংবাদকর্মী।
র্যাব আরও জানিয়েছে, ইমাম খাইর শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যা পরিকল্পনায় জড়িত ছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, ইউপি নির্বাচনে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় গত ৯ নভেম্বর হামলায় আহত কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার
মেজর মেহেদী আরও বলেন, কক্সবাজার সদরে শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদারের চাঞ্চল্যকর হত্যার ঘটনার পর থেকে র্যাব রহস্য উদঘাটনে তৎপরতা শুরু করে। এতে প্রাথমিকভাবে কিছু তথ্য র্যাবের কাছে আসে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার শহরের চাউল বাজার এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ভাড়া বাসা থেকে ইমাম খাইরকে আটক করা হয়।
উল্লেখ্য, কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ছোট ভাই মেম্বার কুদরত উল্লাহ সিকদারকে গত ৫ নভেম্বর রাতে দুর্বৃত্তরা গুলি করে। কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহিরুল ইসলাম সিকদার এ সময় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
গুলিবিদ্ধ দুই সহোদরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর দুইদিন দিন পর গুলিবিদ্ধ জহিরুল ইসলাম সিকদার মারা যান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুদরত উল্লাহ সিকদার পুনরায় মেম্বার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: দেশে ফিরে গ্রেপ্তার শিবির ক্যাডার সরোয়ার
বগুড়ায় ‘নাশকতার পরিকল্পনা’ করার সময় শিবিরের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
রোহিঙ্গা সংকট: জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ চায় বাংলাদেশ
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ব্যক্তিগত উদ্যোগে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অবস্থা চরম অবনতির দিকে যাচ্ছে উল্লেখ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন তাৎক্ষণিক ভাবে জাতিসংঘের পদক্ষেপ নেয়ার দাবি জানান।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর তুলনায় ভাসানচর অনেক উন্নত: জাতিসংঘ
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একদিকে মিয়ানমারে জনসম্মুখে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আরেকদিকে বিভিন্ন দেশ তাদের সাথে অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করছে। এটা অত্যন্ত হতাশাজনক ব্যাপার।’বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির মহাসচিবের সাথে এক বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
জোরপূর্বক ভাবে দেশ ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।আন্তোনিও গুতেরেস বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির পরিচালনার মাধ্যমে বাংলাদেশের মহানুভবতার কথা বিশ্ববাসী কখনোই ভুলবে না।’
আরও পড়ুন: আগামী ১০ বছরে পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার শেষ সুযোগ: জাতিসংঘ মহাসচিব
আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাতিসংঘ মহাসচিবের কাছে ভাসানচরে রোহিঙ্গাদের দেয়া সুযোগ সুবিধা এবং সেখানে জাতিসংঘের কার্যক্রম শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর পাশাপাশি করোনা ভ্যাকসিনকে বিশ্ববাসীর পণ্য হিসেবে ঘোষণা দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে জাতিসংঘের প্রতিনিধি দল
বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অত্যন্ত বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব জানান, সাম্প্রতিক জি-৭ সামিটে তিনি বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতার কথা তুলে ধরেছেন। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের দারুণ ভূমিকার রাখার প্রশংসা করেন তিনি।
জাবিতে শিবির সন্দেহে আটক ২
জাবি, ২৩ অক্টোবর (ইউএনবি)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবির সন্দেহে সাবেক এক শিক্ষার্থীসহ দুজনকে আটকের কথা জানিয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষে আহত ৬, ককটেল উদ্ধার
কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর (ইউএনবি)- কুমিল্লার বুড়িচংয়ে শুক্রবার শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে।